বাংলাদেশের সবচেয়ে কম দামের সেরা কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ৭

আসসালামু আলাইকুম,

বর্তমানে আমাদের দেশে স্মার্টফোনের চাহিদা অনেক, এবং এই চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোন কোম্পানিগুলো প্রতিনিয়তই নতুন নতুন স্মার্টফোন বাজারে আনছে। আমাদের দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশীরভাগই মধ্যবিত্ত এবং স্টুডেন্ট। সাইজে ছোট এবং দাম কম হওয়াতে অনেকেই সেকেন্ডারি ফোন হিসেবে লো বাজেটের স্মার্টফোন গুলো ব্যবহার করছে। সকলের চাহিদা পুরনের জন্য রয়েছে এন্ট্রিলেভেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো। বর্তমানে অল্প দামের মধ্যে বেশ ভালো ফিচার সমৃদ্ধ বেশ কিছু স্মার্টফোন রয়েছে।

আজকে আমাদের দেশে সবচেয়ে কম দামের মধ্যে দাম, ফিচার অনুযায়ী সেরা কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো। (৫০০০টাকার মধ্যে)

Zelta Q30

দামঃ ২৫৬৫ টাকা

  • অ্যান্ড্রয়েড ৫.১
  • প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর
  • গ্রাফিক্স মালি ৪০০
  • রেম ৫১২এমবি
  • রম ৪জিবি
  • ডিসপ্লে ৪” (৪৮০*৮০০)
  • ক্যামেরা ব্যাক ২এমপি, ফ্রন্ট ০.৩এমপি
  • ব্যাটারি ১৪০০ এমএএইচ
  • *(কম দামের মধ্যে বেশ ভালো একটি স্মার্টফোন, এবং ডিজাইনটাও বেশ সুন্দর)

 

Itel A11

দামঃ ৩১৯০ টাকা

  • অ্যান্ড্রয়েড ৬.০
  • প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর
  • গ্রাফিক্স মালি ৪০০
  • রেম ৫১২এমবি
  • রম ৮জিবি
  • ডিসপ্লে ৪” (৪৮০*৮৫৪)
  • ক্যামেরা ব্যাক ২এমপি, ফ্রন্ট ০.৩এমপি
  • ব্যাটারি ১৫০০ এমএএইচ

  

Walton E8s

দামঃ ৩৯৯৯ টাকা

  • অ্যান্ড্রয়েড ৭.০
  • প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর
  • গ্রাফিক্স মালি ৪০০
  • রেম ১জিবি
  • রম ৮জিবি
  • ডিসপ্লে ৪.৫” (৪৮০*৮৫৪)
  • ক্যামেরা ব্যাক ৫এমপি, ফ্রন্ট ৫এমপি
  • ব্যাটারি ১৬০০ এমএএইচ
  • *(চার হাজার টাকার আশেপাশে যে স্মার্টফোন গুলো আছে তার মধ্যে দাম, ফিচার এবং ডিজাইন অনুযায়ী বেশ ভালো একটি স্মার্টফোন)

 

Symphony V65

দামঃ ৪৮৯০ টাকা

  • অ্যান্ড্রয়েড ৬.০
  • প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর
  • গ্রাফিক্স মালি ৪০০
  • রেম ১জিবি
  • রম ৮জিবি
  • ডিসপ্লে ৪.৫” (৪৮০*৮৫৪)
  • ক্যামেরা ব্যাক ৫এমপি, ফ্রন্ট ৫এমপি
  • ব্যাটারি ২৮০০ এমএএইচ

 

DCL L10

দামঃ ৫২৯০ টাকা (daraz)

  • অ্যান্ড্রয়েড ৬.০
  • প্রসেসর এমটি৬৭৩৭ ১.৩ গিগাহার্জ কোয়াডকোর
  • গ্রাফিক্স মালি ৪০০
  • রেম ২জিবি
  • রম ১৬জিবি
  • ডিসপ্লে ৫.০” (৭২০*১২৮০)
  • ক্যামেরা ব্যাক ৮এমপি, ফ্রন্ট ৫এমপি
  • ব্যাটারি ২০০০ এমএএইচ
  • *(যাদের বাজেট পাঁচ হাজার টাকার মধ্যে তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই স্মার্টফোনটি এই দামের মধ্যে ২জিবি রেম, ১৬জিবি রম সাথে ৮+৫এমপি ক্যামেরা, আমার মতে পাঁচ টাকার ফ্লাগশিপ স্মার্টফোন এটি)

স্মার্টফোন গুলো সম্পর্কে আরো তথ্য জানার জন্য গুগলে সার্চ করুন।

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস