অ্যাপ ছাড়াই মোবাইলই পড়ে শুনাবে যে কোনো নিউজ

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোবাইল এর একটি হিডেন ট্রিকস এর ব্যবহার শেয়ার করবো এবং আপনাদের কে শিখাবো। আমরা যারা মোবাইল এ নিউজ পড়ি অথবা বিভিন্ন ব্লোগ পড়ি তাদের জন্যই বিশেষ করে আজকের টিউনসি। মোবাইল এর এই হিডেন অপশন টি যে কোনো আর্টিকেল যে কোনো ভাষায় আপনাকে পড়ে শোনাবে। আপনাকে আর কষ্ট করে চোখ দিয়ে দেখে দেখে পড়া লাগবে না।

তা চলুন শুরু করি। যারা ভিডিওতে দেখতে চান তারা এখানে কিল্ক করে দেখে আসতে পারেন

প্রথমে আমদের মোবাইল এর সেটিং অপশনে যাবেন। এরপর সেখান থেকে আপনারা Accessibility অপশনে কিল্ক করবেন। এরপর খুঁজে দেখবেন যে Text-to-speech অপশন টি কোথায়। খুঁজে পেলে সেখানে কিল্ক করবেন। এরপর Google Text-to speech এ সিলেক্ট করবেন পাশের গেয়ার অপশনটিতে ক্লিক করে যে ভাষায় শুনতে চান সেই ভাষাটি সিলেক্ট করে আসবেন। এরপর এখান দেখে বের হয়ে আবার Accessibility  অপশনে যাবেন, তারপর Select to Speak এ কিল্ক করবেন। এরপর Off থেকে On করবেন। যে পারমিশন গুলো চাইবে সে গুলো দিয়ে দিবেন। দেখবেন একটি আইকন আসবে। আইকনটি চেপে ধরে আপনি যে কোনো স্থানে সরাতে পারবেন।

এখন আমদের মুল কাজ শুরু হবে। এখন আপনি যে কোন নিউজ সাইট বা ব্লোগ সাইট ওপেন করুন। এরপর যে আইকন টি এসেছিল সেই আইকন এ কিল্ক করুন, দেখতে পারবেন আইকন এর রং পরিবর্তন হয়েছে, রং পরিবর্তন অবস্থায় আপনার আর্টিকেল/নিউজ এর লেখোর উপরে টেনে ছেরে দিন দেখবেন অটোমেটিক পরে শুনাবে।

যদি কেউ টিউনসটি পড়ে বুজতে না পারেন, কোনো সমস্যা নাই আমি আপনাদের জন্যে এই বিষয় নিয়ে লাইভ একটি ভিডিও বানিয়েছি, যাতে আপনারা আরো সহজে বুজতে পারেন। ভিডিওটি দেখার জন্য নিচের লিংকে কিল্ক করুন।

https://youtu.be/dCHNysyu9vQ

আশা করছি টিউনসি আপনাদের ভালো লাগবে।

Level 0

আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস