রিদ্মিক বোর্ড – মডঅ্যাপ – বাংলা ইংরেজি ও অ্যারাবিক কী-বোর্ড

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

রিদ্মিক বোর্ড - বাংলা, ইংরেজি ও অ্যারাবিক কী-বোর্ড!

রিদ্মিক বোর্ড হচ্ছে অরিজিনাল রিদ্মিক কী-বোর্ডের মড মাত্র। 'এটা অফিশিয়াল নয়, এটা আন-অফিশিয়াল মড মাত্র। '
বহুদিন আপডেট না পাওয়ায় নানান ফিচারের দিক দিয়ে অরিজিনাল রিদ্মিক কি-বোর্ডটি তুলনামূলকভাবে পিছিয়ে পরছিল! এ জন্যেই, এ মডের মাধ্যমে চেষ্টা করা হয়েছে নতুন কিছু আনবার জন্য!

এখন বাংলা ও ইংরেজির পাশাপাশি অ্যারাবিক লেআউটও আছে!

আর সম্পূর্ণ ক্রেডিট দেয়া হচ্ছে, 'অরিজিনাল রিদ্মিক ও টিম'কে যারা আমাদের অরিজিনাল রিদ্মিক উপহার দিয়ে অ্যান্ড্রয়েডে বাংলা লেখা এতটাই সহজ করে দিয়েছিল! 🙂

অ্যাপ তথ্য

  • সংষ্করণ ১.১১.১  রিদ্মিক বেস ৪.২.১
  • সর্বশেষ হালনাগাদ ১৫ জানুয়ারি, ২০১৮
  • ডাউনলোড সাইজ ৩.০৪ এম.বি. বেস রিদ্মিক কী-বোর্ড
  • ই-মেইল [email protected]

যেসব নতুন

বাংলা লিখতে থাকুন নতুনসব আপডেটের সাথে!

  • নতুন ইমোজি, থিম ও অন্যন্য!
  • নতুন ১৫০ টি বাছাইকৃত ইমোজি
  • নতুন ম্যাটেরিয়াল থিম
  • ইন-অ্যাপ আপডেট সার্ভিস
  • ডেভেলপমেন্ট এবং ওয়েব সাপোর্ট!

সর্বশেষ পরিবর্তন

 পরিবর্তনসমূহ

ডাউনলোড

ওয়েব

মিরর

GithubAFH | XDA | XDA Labs | SourceForge

সবগুলো রিলিজ

সোর্সেস

Github - https://github.com/AdroitAdorKhan/RidmikBoard

কোন সমস্যা?

এখানে, অথবা গিট, অথবা XDA তে জানাতে পারেন!

টেলিগ্রাম গ্রুপ রিদ্মিক বোর্ড

স্ক্রিনস

ওয়েবে সব দেয়া আছে!

Level 0

আমি নাঈম আদর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফালতু Ridmik Board.
At least ফালতু than original one.
MOD টার Interface একটুও ভালো না। আর Original টাতে কিছু প্রয়োজনীয় Emoji ছিলো যা Remove করে Mod এ কতোগুলো ফালতু Unsupported Emoji add করা হয়েছে। Though I’ve Android 5.1
আর Bangla Keyboard App এ Arabic layout দেয়া আরো ফালতু কাজ। আর Mod ভার্সন এ ডিফল্ট ভাবে English layout টি রাখুন। মানে Keyboard Restart/Open করার পর যেনো ডিফল্টভাবে Original টার মতো বাংলা না থাকে। কারন English layout টাই most preferable.

    Ahh! Thanks bhai! 😀 For being so honest with the review! 😀 And, yea, I won’t be able to satisfy each and everyone’s necessity! So, if you don’t like this sh*t, then You are most welcome to avoid it! 🙂

বাহ ! দুর্দান্ত ব্রাদার । গ্রেট জব…….
সেই হইসে, আরো কিছু থিম এড করলে ভালো হবে.. 🙂 ইমোজিগুলান একটু গুছালো ভালো লাগবে….

এনিওয়ে, বেস্ট বাংলা কিবোর্ড …………

    ধন্যবাদ ভাই! 🙂 ইমোজিগুলো যতদূর পারা গেছে, সীমাবদ্ধ জায়গার মধ্যে গুছিয়ে সবার ডিভাইসে সাপোর্ট করে এমন একটা ব্যালেন্সড সংষ্করণ করে দেয়া হয়েছে। সামনে যদি পারা যায়, আরো ভালোভাবে করার চেষ্টা করবো! 🙂

      ভায়া, হাততালির ইমোজিটা দরকারি। ওইটা দেওয়া হয়নি…
      পরবর্তী সংস্করনে দিলে ভালো হবে। 🙂

Original টায় পিস্তল, ওয়াইন গ্লাস, গিটার, ভায়োলিন, মিউজিক icon এর Emoji ছিলো। যা আপনার Mod এ নাই। এগুলো উঠিয়ে দিয়ে আপনি এ্যারাবিক লে-আউট add করেছেন, যার ব্যাবহার কোনো বাঙালি ই করেনা। মাদ্রাসার ছাত্র ছিলেন নাকি ভাই? আর অতিরিক্ত Emoji add করেছেন যা আসলে আজাইরা এবং যথেষ্ট বিরক্তিকর। আর বেশ কিছু Emoji icon এর স্থলে আমি x বা [] icon দেখতে পাচ্ছি যাতে click করলে ঐরকম [] emoji ই আসে। Official Original Keyboard টায় বেশ কিছু ছোট ছোট bug আছে আগে সেগুলো fix করুন।

আপনি যে না জেনে বুঝে চিলাচ্ছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে! আপনি সর্বশেষ সংষ্করণ ব্যবহার করে তারপর গলা ঝাড়ুন! 😀 কিছু না পরখ করে আগেই চিল্লানো টা আমাদেরই স্বভাব, আপনার দোষ আর দেই কিভাবে! :3

    Feeling লুলা, লুলা।
    I already used Ridmik Board 1.9.1 & 1.9.0 both Arabic & Probhat stable.
    Previously I used 1.7.5 version. Does this sound I’m a noob?? Well then…
    This keyboard needs access to Contacts list, its ok but why it needs access to network connection?? Give me a reason to trust that it won’t spy. I use Samsung Galaxy J7 (Android 5.1.1) & still I saw there has some [] [] [] [] emojis & its true that there has no Music, Guitar, Violin emojis in your modded one.

      Dude, you seem like a loola! Did you see, there’s a small WHITE BAR on the front of the app UI?! It requires bit of your Internet Data to check, if there’s any new update available or not! Well, if you aren’t noob, then you might want to check sources on Git! :v But you ddidn’t do that, and still barking here! :v For the emoji, it’s a problem from your side! 99% emoji is okay on each and every device which atleast support NotoEmoji, except that MidFing! Get a real life dude! SOU!

রাকিব হাসান একটা মুরতাদ।
অথবা সে ছুপা হিন্দু কিংবা নাস্তিক।
সে তা স্পষ্ট করেছে নিজেই-“আর Bangla Keyboard App এ Arabic layout দেয়া আরো ফালতু কাজ।”
“Original টায় পিস্তল, ওয়াইন গ্লাস, গিটার, ভায়োলিন, মিউজিক icon এর Emoji ছিলো। যা আপনার Mod এ নাই। এগুলো উঠিয়ে দিয়ে আপনি এ্যারাবিক লে-আউট add করেছেন, যার ব্যাবহার কোনো বাঙালি ই করেনা। মাদ্রাসার ছাত্র ছিলেন নাকি ভাই?”
তার মূল সমস্যা মড এ নয়, মূল সমস্যা আরবী লে আউটে। তার ওয়াইন গ্লাস, গিটার, ভায়োলিন, মিউজিক এসবে কোন চুলকানি নাই, চুলকানি আরবী তে।

হে শয়তান, তোমার নাম টা রাকিব রেখে চোর সাজার কি দরকার?
তোমার পছন্দ না হলে এত ঘেউ ঘেউ করার কি প্রয়োজন? আন ইন্সটল বাটন কি নষ্ট নাকি তোমার মোবাইলে?

    :’D মনে হচ্ছে তার শুধু আন-ইন্সটল বাটন টাই নষ্ট নয়! :3

    Why you use Bangla Keyboard app to write Arabic ?? Use any Arabic keyboard then it makes sense. I give my opinion just because no one else (Bengalis) used to write arabic. And its problematic to switch any layout to other. And I clarify that why I still use this mod. Its for “Voice Input” Just because the developer removed those Guitar, Music emojis & for adding Arabic layout then I ask him if he was a মাদ্রাসা ছাত্র। Its for both reason. Delete some Musical stuff emojis & add Arabic instead.
    আমি আস্তিক হইলেও আপনার সমস্যা হওয়ার কথা না নাস্তিক হইলে বা হিন্দু, ইহুদী, খৃষ্টান হইলেও না। আমি জাস্ট Developer কে ইউজার রিভিউ দিচ্ছি।

      রাকিব, আপনার রিভিউ, রিভিউর থেকে অন্য কিছু মনে হচ্ছে, আপনি যেভাবে আগ্রাসী ভাব নিয়ে প্রথম কমেন্ট করেছিলেন!
      আর, আমি আপনাকে ক্লিয়ার করছি সব –
      – ইউনিজয়ের পরিবর্তে আরবি চালু করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন বিল্ডে, তাও একসাথে নয়!
      – আরবি টেস্ট বিল্ড ইউনিজয়ের থেকেও বেশি সাড়া ফেলেছে তাই আমি আরবি কন্টিনিউ করছি।
      – আপনি যদি লেয়াউট চেঞ্জ করা ঝামেলার মনে করেন, তাহলে অন্য কীবোর্ড তো রয়েছেই, আপনাকে এটাই বা কেন ইউজ করতে হবে! (?)
      – আর, এত অল্প জায়গায় সবার পছন্দমত ইমোজি দেয়া তো সম্ভব নয়! গিটার, মিউজিক এর বদলে আমি তো সাউন্ড স্ট্রিং ইমো দিয়েছিই!
      – আমি যেই লাইনেই পড়াশোনা করি না কেন, আপনি তা নিয়ে বলার অধিকার রাখেন না! আপনার ভালো লাগে নি, সাধারণ ভাবে এড়িয়ে গেলেই পারেন! আমি বা কেউ তো আপনাকে বাধ্য করছি না রিদ্মিক বোর্ড ইউজ করতে।

      আশা করি আপনার আসল পরিচয় না দিয়ে, কথা গুলো বুঝমানের মত বুঝবেন!

বাই দ্যা ওয়ে, আরবী যোগ করার জন্য অনেক শুকরিয়া। মড অনেক সুন্দর হইছে ভাই।আমার মত অনেকেরই আরবী লিখা সহজ হলো।

Ok, I’m going to check out the code.
Btw, You should add those Guitar, Violin, Wine Glass Emojis ASAP.
The only reason that I still use this mod keyboard is the “Voice Input” feature which works perfectly with this mod version while the Original version can’t able do do voice search on my device.
And there has a bug. This keyboard is opened “AMOLED Black” theme by default but if I go to settings then it automatically change to “IOS” theme. Fix this. And consider my suggestion to keep “English” layout by default. So, whenever I opened this keyboard it should always open on English layout. And if you want to keep Arabic layout then provide two separate app like you did. (Arabic Stable & Probhat Stable)
Waiting for your next release…

    So what’s the point arguing all these time saying Ridmik Board is worse than Original One?! lol

    You still use the ফালতু app! LMAO!

    Are you suggesting the developer or ordering him?
    You could give your suggestion at first without intentionally blaming him.
    And what’s the matter with Arabic layout?
    That is an independent build for those who like to have Arabic layout in their favourite keyboard.
    Think first, comment later…

      নিঝুম bhai! There are always few cankers, who never get things easily! :3 I took him as one of them! :3

Good Job bro.
And just ignore those idiotic comments.
Keep doing the good work 🙂

Good Job #নাঈম আদর