রিদ্মিক বোর্ড হচ্ছে অরিজিনাল রিদ্মিক কী-বোর্ডের মড মাত্র। 'এটা অফিশিয়াল নয়, এটা আন-অফিশিয়াল মড মাত্র। '
বহুদিন আপডেট না পাওয়ায় নানান ফিচারের দিক দিয়ে অরিজিনাল রিদ্মিক কি-বোর্ডটি তুলনামূলকভাবে পিছিয়ে পরছিল! এ জন্যেই, এ মডের মাধ্যমে চেষ্টা করা হয়েছে নতুন কিছু আনবার জন্য!
এখন বাংলা ও ইংরেজির পাশাপাশি অ্যারাবিক লেআউটও আছে!
আর সম্পূর্ণ ক্রেডিট দেয়া হচ্ছে, 'অরিজিনাল রিদ্মিক ও টিম'কে যারা আমাদের অরিজিনাল রিদ্মিক উপহার দিয়ে অ্যান্ড্রয়েডে বাংলা লেখা এতটাই সহজ করে দিয়েছিল! 🙂
বাংলা লিখতে থাকুন নতুনসব আপডেটের সাথে!
Github | AFH | XDA | XDA Labs | SourceForge
সবগুলো রিলিজ
Github - https://github.com/AdroitAdorKhan/RidmikBoard
এখানে, অথবা গিট, অথবা XDA তে জানাতে পারেন!
টেলিগ্রাম গ্রুপ রিদ্মিক বোর্ড
ওয়েবে সব দেয়া আছে!
আমি নাঈম আদর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফালতু Ridmik Board.
At least ফালতু than original one.
MOD টার Interface একটুও ভালো না। আর Original টাতে কিছু প্রয়োজনীয় Emoji ছিলো যা Remove করে Mod এ কতোগুলো ফালতু Unsupported Emoji add করা হয়েছে। Though I’ve Android 5.1
আর Bangla Keyboard App এ Arabic layout দেয়া আরো ফালতু কাজ। আর Mod ভার্সন এ ডিফল্ট ভাবে English layout টি রাখুন। মানে Keyboard Restart/Open করার পর যেনো ডিফল্টভাবে Original টার মতো বাংলা না থাকে। কারন English layout টাই most preferable.