আমি টেকটিউনসের চরম Friend টেকটিউনসের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এর জন্য সকল টিউনারদের জানাই অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে ভাবছি কিছু লিখব। তাই ছোটখাট একটা জিনিস নিয়ে লিখে ফেল্লাম। হয়ত এটা কার উপকারে না আসতে পারে। তবো লেখে ফেল্লাম কারণ লেখার কিছুত লাগবেতো। আপনারা যারা Sagem মোবাইল ব্যবহার করেন এবং সেই মোবাইলে যদি Modem থেকে থাকে তাদের জন্য বলছি।
আপনারা অনেকেই নিচ্ছই Softwarer জন্য PC তে ইন্টারনেট চালাতে পারছেন না বা যারা পুরুনো Software ব্যবহার করেন কিন্তু সেই Software দিয়ে ভিসতাতে ইন্টারনেট চালাতে পারছেন না তাদের জন্য বলছি। কারণ এই Softwarer জন্য আমাকে অনেক দূরভোগ পোহাতে হয়েছিল।
Show করলে বোঝবেন আপনার মোবাইলটি ইন্টারনেট চালানোর জন্য সম্পূরণ প্রস্তুত।
আর এই Software টির একটি বিশেষগুণ হচ্ছে click here to connect to internet ক্লিক করলে নিজে নিজেই সার্ভারে কানেক্ট নিয়ে নিবে। আপনি যে সিমই ব্যবহার করেন তার জন্য মোবাইলে Configuration নিতে হবে না এবং কিছু লিখতে হবে না যেমন Grameen Phoner জন্য gpinternet লিখতে হয়। কিন্তু এখানে তার দরকার নেই। শুধু click here to connect to internet ক্লিক করলেই চলবে। আমি Sagem my700x দিয়ে ইন্টারনেট চালাই।
আমি sunjil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শানজিল ভাই,
আপান কথামতো লোড্ করলাম কিন্ত কি বক্সে ৫ম ঘরে ৩টা শব্দ নিতেছে সে জন্য কিটা ইনভেলিট দেখাচ্ছে, Kindly সটিক কিটা জানাবেন ।
ছৈয়দ জাফর উল্লাহ
কাতার, দোহা ।
জাফর ভাইয়া আপনার সমস্যাটা কিজন্য হচ্ছে বুঝতেছি না। কী ঠিক না থাকলে Software ডাউনলোড হত না।
আপনাকে টেকটিউনসের প্রযুক্তি ভুবনে স্বাগতম। এই টিউনটি সবার কাজে লাগবে না তা ঠিক। তবে আমার লেগেছে। ধন্যবাদ।