আপনার নকিয়া তথা সিম্বিয়ান ওএস যুক্ত ( S60 ) সেট এর wallpaper কে animated করুন

আমরা যারা নকিয়া তথা সিম্বিয়ান ওএস যুক্ত  ( s60 ) সেট ব্যাবহার করি তাদের দু:খ একটা আমাদের wallpaper animated হয় না । wallpaper অর্থা‍‌‌ৎ ছবিটি স্হির হয়ে থাকে নরাচড়া করে না । আসুন ২টি Software দিয়ে wallpaper animated করি । এটি মুলত: একটি animated থীম । আমরা প্রথমে এই Software টি ডাউনলোড করে ইনস্টল করি এই Software টি অবশ্যই ইনস্টল করতে হবে ত্ না হলে wallpaper animated হবে না ।  এর পর নীচের Software গুলো থেকে ইনস্টল করি , একটি কথা এই Softwareটি ইনস্টল করার আগে আপনার মোবাইলের তারিখ পরির্বত করে  ২০০৭/২০০৮ সাল করে নিন ।এবার থীমটি সিলেক্ট করুন ।wallpaper টি কি স্হির দেখাচ্ছে ।

aquarium2.gif   এই Software টি ডাউনলোড করুন

এবার মোবাইল কে Restart করুন আর দেখুন মাছগুলো ছবির মতো নড়াচড়া করছে

aquarium1.gif  এই Software টি ডাউনলোড করুন

আশা করি সবার ভালো লাগবে ।

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

exe ফাইল গুলো মোবাইলে ইন্সটল হবে?
যদি হয়, কি করে হয় জানাবেন।

Level 0

ঐ ফাইলকে Extract করে sis ফাইল টা ইনস্টল করতে হবে । সব কিছু কি বলে দিতে হয় ? কিছু কিছু বুঝে নিতে হয় । “ধন্যবাদ “।

Level 0

দারুন………..তবে আমিতো তারিখ পরির্বতন ছারাই install করলাম কোন সমস্যা হয়না।

মোবাইলে ভাই স্ক্রীনশট নিলেন কিভাবে?

টিউনটিন পড়ে ভাল লাগল,কিন্তু আমি এই সেট ব্যবহার করি না তাই পরীক্ষা করে দেখতে পারছি না।

Level New

সর্ব প্রথম বলব যে zip/rar/tar/7zip/iso ইত্যাদি ফাইল ফরম্যাট ব্যাতীত কোনো exe ফাইল extract করার কোনো সুযোগ নাই।আর windows mobile ব্যাতীত অন্য কোনো মোবাইলে exe সাপোর্ট করে না।কাজেই সকলে ওই [aquariam.exe & aquariam2.exe]ফাইল টি ডাউনলোড করার পূর্বে একবার ভেবে নিয়েন।”AnimSprite”নামের একটা সিম্বিয়ান এপস আছে যার দ্বারা s60 ডিভাইস এ এনিম্যাশন সাপোর্ট করবে।

Vai link gula to kaj kore na Click kor NOT FOUND dekhay…valo link ki deben…?