মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় ।

মোবাইল দিয়ে মডেম বানানো পদ্ধতি আগে আমার অনেক গুরু অনেক ভাবে বলেছেন,সেই পোষ্ট গুলো অসম্পূর্ণ বিধায় আমি একটি পূর্নাঙ্গ পোষ্ট লেখার চেষ্টা করবো ,কারন অসম্পূর্ন টিউনস পড়ে আমি চেষ্টা করেছিলাম মোবাইল দিয়ে মডেম কিন্তু সফল হতে পারিনি । টেকটিউনসে আজ পূনার্ঙ্গ টিউনস করলাম ।

প্রথমে লাগবে যেকোনো ইন্টারনেট ও

ব্লুটুথ সার্পোটেড নকিয়া সেট এবং

একটি ব্লুটুথ ডিভাইসঃ

এ বার দেখুন কিভাবে এটিকে মডেম হিসাবে ব্যবহার করবেন :

প্রথমে আপনার পিসিতে আপনার ব্লুটুখ ডিভাইসটি লাগান । তারপর নিচের চিত্রের মত Taskbar এ ব্লুটুথ চিহ্নটি দেখতে পাবেন এটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে Add a Bluetooth Device ক্লিক করুন ।

তারপর আপনার মোবাইলে ব্লুথট ডিভাইসটি চালু করুন । এবং নিচের চিত্রের মত Next বাটনে ক্লিক করুন ।

http://i52.tinypic.com/if53q8.jpg

তারপর আপনার ব্লুটুথ ডিভাইসটি আপনার পিসি খুজবে খুজা শেষ হলে নিচের চিত্রের মত আসবে আপনি Next বাটনে ক্লিক করুন :

http://i53.tinypic.com/25ibu2u.jpg

তারপর একটা Passkey দেন আমি ১ দিয়েছি :

http://i52.tinypic.com/30c8z6b.jpg

তারপর আপনার মোবাইলে আবার আপনার দেয়া Passkey টি দেন এবং Next বাটনে ক্লিক করুন ।

http://i52.tinypic.com/8xn4wp.jpg

সর্বশেষ Finish বাটনে ক্লিক করুন ।

http://i54.tinypic.com/v5zqrn.jpg

এই ধাপ গুলো শেষ হওয়ার পর Nokia পিসিসুইট সফটওয়্যারটি ইনষ্টল করুন ।ইনষ্টল হয়ে যাবার পর নিচের চিত্রের মত Click Here to Connected এ ক্লিক করুন তারপর একটি ব্লক্স আসবে এতে Next বাটনে ক্লিক করুন ।

http://i56.tinypic.com/339ovba.jpg

তারপর ব্লুটুথ কানেকশন এ ক্লিক করুন এবং নেক্সট দিন ।

http://i52.tinypic.com/bjajwm.jpg

তারপর যা আসে সবগুলোতে নেক্সট সিলেক্ট করুন এবং নিচের চিত্রের মত ইন্টারনেট কানেক্ট দেন ।

http://i54.tinypic.com/28cj90k.jpg

এবার চিত্রের মত আসবে :

http://i51.tinypic.com/5wx9hj.jpg

এটা আসার পর সেটিং চিহ্নটিতে কীক্ল করুন এবার নেক্সট তীর চিহ্নটিতে চাপুন তারপর আপনি যে মোবাইল অপারেটরের সেবা গ্রহন করছেন সেটি সিলেক্ট করে ok ক্লীক করুন (যদি বাংলালিংক অপারেটরের সেবা গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ম্যানুয়াল সেটিং করতে হবে.এজন্য আপনার কাষ্টমার ম্যানেজারের সাথে কথা বলুন)

http://i51.tinypic.com/5wx9hj.jpg ব্যস হয়ে গেল ।এবার Nokia pc suite ওপেন করে ইন্টারনেট কানেক্ট করে উপভোগ করুন ইন্টারনেট সেবা ।আশা করি এতক্ষণে জেনে গেছেন কিভাবে মোবাইল দিয়ে মোডেম বানানো যায় .আর স্পীড পাবেন ১১৫.২ ।টিউনটি আমার ফেসবুক বন্ধু খালেদ মাহমুদ খান সোহাগ ভাই কে উত্‍সর্গ করলাম

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। সুন্দর স্টেপ বাই স্টেপ টিউন।

কেন ভাই, ডাটা কেবল দিয়া কাম করা জাইব না??

    যাবে .উপরে দেখুন ব্লুটুথ সিলেক্ট করা ওখানে ডাটা ক্যাবল সিলেক্ট করতে হবে ।

ধন্যবাদ পুনরায় জানাবার জন্য

ব্লুটুথে মডেম কানেকশনের জন্য PC Suite বা কোন Software লাগেনা , China মোবাইল গুলোতে ব্লুটুথে মডেম কানেকশন করা যায় । নিচের লিংটা দেখুন

https://www.techtunes.io/internet/tune-id/31938/

টিউনের জন্য ধন্যবাদ…..

Level 0

D-

Level 0

http://www.poorchilds.com bro- thanks for tunes

টিউনটির সাবজেক্ট শুধু “মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় ।” না দিয়ে
” নোকিয়া মোবাইলকে মডেম বানানোর উপায় ।” হওয়া উচিত ছিল।

কারণ আমি অন্য সেট ব্যবহার করি ।

    Level 0

    সাইফুল ভাই এই টিউনটির শিরোনাম ”মোবাইল দিয়ে মডেম বানানো উপায়” বলা ঠিক হয় নাই। কারন প্রথম বলা হয়েছে ”মোবাইল দিয়ে মডেম বানানো উপায়” কিন্তু পরে বলা হয়েছে যেকোন মোবাইল দিয়ে হবে না শুধু ব্লুটুথ যুক্ত নোকিয়া মোবাইল ফোন থাকতে হবে। কিন্তু শুধু কি ব্লুটুথ যুক্ত নোকিয়া মোবাইল ফোন থাকলেই হবে? এটা ঠিক হয় নাই। কারণ যে নোকিয়া মোবাইল ফোন-এ মোডেম অপসনটা নেই তা দিয়ে হবে না, এটা উল্লেখ করা হয় নাই।
    আমি প্রথম সাজেক্টটি দেখে চিনতা করেছিলাম যেকোন মোবাইল কম্পিউটার এর সাথে সংযোগ দিতে পারলেই মোডেম হিসেবে ব্যবহার করা যাবে। আমার না জানি কতজন…………………………..

সাইফুল ভাইয়ের আমিও একমত।কারন কাজটা ডাটা কেবলের মাধ্যমেও করা যায়।কিন্তু আপনার টিউনটি শুধু BT Device এর মাধ্যমেই নিয়ন্ত্রন করা হচ্ছে।তাছাড়া টিউনটি ভালো হয়েছে চালিয়ে যান

    অনেক ধন্যবাদ । আপনাদের উৎসাহ পেলে আগামীতে আরও টিউনস করতে পারবো ।

আজকে সারাদিনে ফেসবুকে আসতে পারি নাই…..এতোক্ষনে বুঝতে পারলাম আপনি কেন আমাকে এই টিউনটি দেখতে বলছেন!!!!!!আমি একটু সারপ্রাইজ হলাম!!!! ধণ্যবাদ আমার মতো নগন্য মানুষকে টিউন উত্‍সর্গ করার জন্য। আশা করি আপনার কাছ থেকে সামনে আরো ভালো ভালো টিউন পাবো।

সর্রি ভাই আগের কমেন্টে ভুলে টেকটিউনে আমার পরিত্যক্ত আইডি লগইন করে ফেলছি এবং কমেন্ট করছি।আজকে সারাদিনে ফেসবুকে আসতে পারি নাই…..এতোক্ষনে বুঝতে পারলাম আপনি কেন আমাকে এই টিউনটি দেখতে বলছেন!!!!!!আমি একটু সারপ্রাইজ হলাম!!!! ধণ্যবাদ আমার মতো নগন্য মানুষকে টিউন উত্‍সর্গ করার জন্য। আশা করি আপনার কাছ থেকে সামনে আরো ভালো ভালো টিউন পাবো।

    আপনার কথাটি ঠিক নয় .কারন কারন আমরা সমাজে একেকজন একেকভাবে গন্য হয়ে থাকি ।

ভাল টিউন তবে শুধু নকিয়া সেট ব্যবহারকারীদের জন্য।

Help please,
আমার মোবাইলটা sonyericsson w395 . কিন্তু এটা কে মডেম হিসেবে use করতে পারতেসি না। sonyericcsion pc suit এ no modem detect দেখায়।

    আমি নকিয়া মোবাইল বানিয়ে ব্যবহার করছি তাই শুধু জানি নকিয়া দিয়ে কিভাবে মডেম বানাতে হয় । no modem দেখানোর কারন যদি আপনার pc suite সাথে ব্লুটুথ দিয়ে মোবাইল পেয়ার না করেন অথবা কানেক্ট নাহয় । আপনি অপেক্ষা করুন আমি চেষ্টা করবো পরামর্শ দিতে বা উপরে কমেন্টস করেছে খালেদ মাহমুদ খানের সাথে যোগাযোগ করুন । ধন্যবাদ

টিউনটি ভাল হইছে,
ধন্যবাদ টিউনের জন্য।

ভাল হয়েছে।

Level 0

khub bhalo laglo.

জশ হইসে………………।