মোবাইল দিয়ে মডেম বানানো পদ্ধতি আগে আমার অনেক গুরু অনেক ভাবে বলেছেন,সেই পোষ্ট গুলো অসম্পূর্ণ বিধায় আমি একটি পূর্নাঙ্গ পোষ্ট লেখার চেষ্টা করবো ,কারন অসম্পূর্ন টিউনস পড়ে আমি চেষ্টা করেছিলাম মোবাইল দিয়ে মডেম কিন্তু সফল হতে পারিনি । টেকটিউনসে আজ পূনার্ঙ্গ টিউনস করলাম ।
প্রথমে লাগবে যেকোনো ইন্টারনেট ও
ব্লুটুথ সার্পোটেড নকিয়া সেট এবং
একটি ব্লুটুথ ডিভাইসঃ
এ বার দেখুন কিভাবে এটিকে মডেম হিসাবে ব্যবহার করবেন :
প্রথমে আপনার পিসিতে আপনার ব্লুটুখ ডিভাইসটি লাগান । তারপর নিচের চিত্রের মত Taskbar এ ব্লুটুথ চিহ্নটি দেখতে পাবেন এটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে Add a Bluetooth Device ক্লিক করুন ।
তারপর আপনার মোবাইলে ব্লুথট ডিভাইসটি চালু করুন । এবং নিচের চিত্রের মত Next বাটনে ক্লিক করুন ।
তারপর আপনার ব্লুটুথ ডিভাইসটি আপনার পিসি খুজবে খুজা শেষ হলে নিচের চিত্রের মত আসবে আপনি Next বাটনে ক্লিক করুন :
তারপর একটা Passkey দেন আমি ১ দিয়েছি :
তারপর আপনার মোবাইলে আবার আপনার দেয়া Passkey টি দেন এবং Next বাটনে ক্লিক করুন ।
সর্বশেষ Finish বাটনে ক্লিক করুন ।
এই ধাপ গুলো শেষ হওয়ার পর Nokia পিসিসুইট সফটওয়্যারটি ইনষ্টল করুন ।ইনষ্টল হয়ে যাবার পর নিচের চিত্রের মত Click Here to Connected এ ক্লিক করুন তারপর একটি ব্লক্স আসবে এতে Next বাটনে ক্লিক করুন ।
তারপর ব্লুটুথ কানেকশন এ ক্লিক করুন এবং নেক্সট দিন ।
তারপর যা আসে সবগুলোতে নেক্সট সিলেক্ট করুন এবং নিচের চিত্রের মত ইন্টারনেট কানেক্ট দেন ।
এবার চিত্রের মত আসবে :
এটা আসার পর সেটিং চিহ্নটিতে কীক্ল করুন এবার নেক্সট তীর চিহ্নটিতে চাপুন তারপর আপনি যে মোবাইল অপারেটরের সেবা গ্রহন করছেন সেটি সিলেক্ট করে ok ক্লীক করুন (যদি বাংলালিংক অপারেটরের সেবা গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ম্যানুয়াল সেটিং করতে হবে.এজন্য আপনার কাষ্টমার ম্যানেজারের সাথে কথা বলুন)
ব্যস হয়ে গেল ।এবার Nokia pc suite ওপেন করে ইন্টারনেট কানেক্ট করে উপভোগ করুন ইন্টারনেট সেবা ।আশা করি এতক্ষণে জেনে গেছেন কিভাবে মোবাইল দিয়ে মোডেম বানানো যায় .আর স্পীড পাবেন ১১৫.২ ।টিউনটি আমার ফেসবুক বন্ধু খালেদ মাহমুদ খান সোহাগ ভাই কে উত্সর্গ করলাম
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ধন্যবাদ। সুন্দর স্টেপ বাই স্টেপ টিউন।