সম্প্রতি বাজারে আসা Symphony Roar V95 এর আকর্ষণীয় ও বাজে দিকগুলো জেনেনিন

টেকটিউনসে এটি আমার প্রথম লেখা। যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। Symphony smartphone সম্পর্কে জানেনা এমন মোবাইল ব্যবহারকারী বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের মোবাইলজগতে Symphony একটি বহুল পরিচিত নাম। আমাদের এই দেশে Symphony প্রেমী কম নয়। এর প্রধান কারন Symphony মোবাইল অল্পমুল্যে স্মার্টফোনের সবটুকু স্বাদ দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সিম্ফনি রোয়ার ভি৯৫ এখন বাংলাদেশের বাজারে।

Symphony Roar V95

আমরা যারা iPhone, Samsung, কিংবা Sony Xperia এর মত দামি ফোনগুলো কিনতে পারিনা তাদের জন্য Symphony একটি যুগান্তকারী মডেল। যাইহোক, সিম্ফনি সম্পর্কে সবার জানা, কিন্তু এই ব্রান্ডের নতুন স্মার্টফোন Roar V95 সম্পর্কে হয়তো অনেকের জানা নেই। আজ আমি এই ফোনের কিছু ভালো ও খারাপ দিক তুলে ধরার চেষ্টা করবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি কি কি আছে এই “সিম্ফনি রোয়ার ভি৯৫” ফোনটিতে।

  • 480 x 854 Pixel, 0-inch FWVGA TN LCD display
  • Dual SIM
  • 8 X 72.8 X 9.8 body dimension
  • 7 grams weight
  • Android 7.0 (Nougat) operating system
  • 3GHz Octa-core processor
  • Mali 400 GPU
  • 1GB RAM and 8GB ROM
  • 5MP rear camera
  • 5MP front camera
  • GalaxyCore sensor
  • 2000 mAh battery
  • Bluetooth 4.0
  • USB Modem
  • FM radio

একনজরে Symphony Roar V95 এর ভাল ও খারাপ দিকগুলো

যদিও এর স্পেসিফিকেশন দেখেই বলা যায় এর ভালো ও খারাপ দিকগুলো,তবু এর মুল্য চিন্তা করলে খারাপ দিকের চেয়ে ভালোদিকগুলোই বেশি মনেহয়। কেননা ৪৯৯০ টাকায় এর থেকে বেশি আর কি আশা করাযায়?

  • ৫মেগাপিক্সেলের পেছন ক্যামেরা হলেও এতে আছে  4X zoom এবং autofocus এর মত আকর্ষনীয় ফিচার এবং সেলফি ও ভিডিও কলের জন্য এর সামনের দিকে যুক্ত করা হয়েছে ৫মেগাপিক্সেলের ক্যামেরার। উভয় ক্যামেরায় যুক্ত আছে f/2.2 aperture, GalaxyCore sensor এবং Face Beauty। যা আপনাকে মোটামুটি সন্তুষ্ট করবে।
  • দুটি সিমের মধ্যে একটি মাইক্র এবং একটি রিগুলার সাইজ। সুতরাং দুটি সিমই ব্যবহার করা যাবে এতে। দুটি সিমই ৩জি সাপোর্ট করে তবে সেক্ষেত্রে যেকোনো একটি ৩জি এবং অন্যটি ২জি চালাতে হবে, এটা একটা বাজে ব্যাপার কারন আপনি চাইলেই দুটি সিম একসাথে ৩জি চালাতে পারবেননা। সেটিংস থেকে প্রয়োজনমত একটি ৩জি চালু করে নিতে হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২০০০ মিলিএয়াম্পিয়ার ব্যাটারি যা বর্তমান সময়ে অনেক কম হলেও খুব খারাপনা।
  • এই দামের মধ্যে ওক্টাকোর ১.৩ গিগাহার্জ প্রোসেসর সত্যি অভাবনীয়, তাছাড়া ফোনটি চলবে এয়ন্ড্রোয়েড ৭ (নগাট) ওপারেটিং সিস্টেমে।
  • ১ জিবি র‍্যাম অনেক কম মনে হলেও দাম ও অন্যান্ন ফিচার বিবেচনা করলে ফোনটি অনেক চমৎকার বলে মনে হয়েছে আমার কাছে।

সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ফোনটি সম্পর্কে আরো কিছু জানার থাকলে টিউমেন্ট করুন অথবা অপেক্ষা না করে দেখেনিন সিম্ফনি রোয়ার ভি৯৫  source site.

ভাবছেন কি ফোন কিনবেন? কোনটা কিনলে ভালো হবে? আর চিন্তা নয় ঘুড়ে আসুন টেকরিভিউ ইনসাইডার থেকে।

 

Level 0

আমি রিভিউওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস