টেকটিউনসে এটি আমার প্রথম লেখা। যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। Symphony smartphone সম্পর্কে জানেনা এমন মোবাইল ব্যবহারকারী বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের মোবাইলজগতে Symphony একটি বহুল পরিচিত নাম। আমাদের এই দেশে Symphony প্রেমী কম নয়। এর প্রধান কারন Symphony মোবাইল অল্পমুল্যে স্মার্টফোনের সবটুকু স্বাদ দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সিম্ফনি রোয়ার ভি৯৫ এখন বাংলাদেশের বাজারে।
আমরা যারা iPhone, Samsung, কিংবা Sony Xperia এর মত দামি ফোনগুলো কিনতে পারিনা তাদের জন্য Symphony একটি যুগান্তকারী মডেল। যাইহোক, সিম্ফনি সম্পর্কে সবার জানা, কিন্তু এই ব্রান্ডের নতুন স্মার্টফোন Roar V95 সম্পর্কে হয়তো অনেকের জানা নেই। আজ আমি এই ফোনের কিছু ভালো ও খারাপ দিক তুলে ধরার চেষ্টা করবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি কি কি আছে এই “সিম্ফনি রোয়ার ভি৯৫” ফোনটিতে।
যদিও এর স্পেসিফিকেশন দেখেই বলা যায় এর ভালো ও খারাপ দিকগুলো,তবু এর মুল্য চিন্তা করলে খারাপ দিকের চেয়ে ভালোদিকগুলোই বেশি মনেহয়। কেননা ৪৯৯০ টাকায় এর থেকে বেশি আর কি আশা করাযায়?
সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ফোনটি সম্পর্কে আরো কিছু জানার থাকলে টিউমেন্ট করুন অথবা অপেক্ষা না করে দেখেনিন সিম্ফনি রোয়ার ভি৯৫ source site.
ভাবছেন কি ফোন কিনবেন? কোনটা কিনলে ভালো হবে? আর চিন্তা নয় ঘুড়ে আসুন টেকরিভিউ ইনসাইডার থেকে।
আমি রিভিউওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।