মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে।

অবশেষে বিদায় নিল শীত। ঋতুরাজ বসন্ত এখন মহাসমরহে রাজত্ব করছে। সেইসাথে দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ।আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন শুরু হবে খেলা। এই যাওয়া আসা অপেক্ষার মধ্যেই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।

আমি আজকে একটি সফটওয়ার নিয়ে লিখব যেটা দিয়ে আপনার যে কোন Bluetooth+Java সাপোর্টেড সেট দিয়ে আপনার কম্পিউটারটিতে গান চালাতে পারবেন, ফাইল ব্রাউজ করতে পারবেন, সাটডাউন/রিষ্টার্ট করতে পারবেন এমনকি পুরো ডেক্সটপটাই হু্বহু আপনার মোবাইলের স্ক্রীনে দেখতে পাবেন। সেইসাথে আপনার সেটের জয়ষ্টিক/নেভিগেশন কি দিয়ে মাউস পয়েন্টার পরিচালনা+ক্লিক করতে পারবেন। এক কথায় আপনি যদি এই সফটওয়ারটি সম্পর্কে না জেনে থাকেন তবে এটা আপনার জন্য একটি মহা চমক।

আমি এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। ছোটখাট কাজ যেমন লোডশেডিংএর সময় ইউপিএসে CRT মনিটর চালু হবেনা। আমি শুধু সিপিইউ ও প্রিন্টার চালু করেই ছোটখাট প্রিন্ট এর কাজ সারতে পারি। আবার এটার অপব্যবহারও আছে। একজন আমার পিসিতে গান শুনছে। আমি বাইরে বসে আমার কাজ (!!!) করছি। সে বলছে ভাইয়া তোমার কম্পিউটার এরকম করছে ক্যান? আমি বললাম ভুতে 😀 ধরেছে।

চলুন প্রথমেই সফটওয়ারটি ডাউনলোড করি। ডাউনলোড করতে............. ও হাঁ তার আগে আপনি দৌড়ে মার্কেটে যান। ১৩০-২০০ টাকার মধ্যে একটি Bluetooth ডিভাইস কিনে আনেন।  কম্পিউটার অথবা মোবাইলের দোকানেই পাবেন। যদি আপনার আগে থেকেই থাকে তবে কোন সমস্যা নাই। আপনার নিজস্ব কিছু কাজ সেরে নিন যেমন Bluetooth ডিভাইসটির ড্রাইভার+অ্যাপ্লিকেশন ইনষ্টল, সেট কানেক্ট করা ইত্যাদি। এবার ডাউনলোড করুন ইনষ্টল করুন। সেটাপ হবার পর টাক্সবারের কোনায় এরকম চিন্থ দেখতে পাবেন।

সেখানে ক্লিক করে Install Phone Client এ ক্লিক করুন। যে জাভা সফটওয়ার দুটি দেখাবে এর একটিকে আপনার মোবাইলে ইনষ্টল করুন।

এবার মোবাইলে সফটওয়ারটি চালু করুন। তারপর Search এ ক্লিক করে কানেক্ট করুন। কানেক্ট হলে আপনি নিচের অপশনগুলো দেখতে পাবেন।

এবার বেছে নিন আপনি কোনটা চান আর সেটা ব্যাবহার করুন । এর মধ্যে Mouse Controllar সিলেক্ট করলে আপনি আপনার ডেক্সটপটিকেই মোবাইলের মনিটরে দেখতে পাবেন। অ্যারো কি/জয়স্টিক দিয়ে মাউস অপারেট করুন। ল্যান্ডস্কেপ করতে চাইলে # বাটন চাপুন। । এবার মনিটরটি বন্ধ করে সবাইকে চমকে দিন। কারন আপনার মোবাইলটাই যে কম্পিউটার হয়ে গেছে!!

***সফটওয়ারটি চালানোর সময় .net fremwork চাইতে পারে। যদি চায় তবে এখান থেকে ডাউনলোড করে সেটাপ দিয়ে নিন।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুপার লিখলেন ভাই!!! আমি সেট আপ দিচ্ছি…………. মজা হবে এবার বোকাদের পিসিতে!
অনেক অনেক ধন্যবাদ

    আমি ডাউনলোড করেছি। কিন্তু লিঙ্কে একটু সমস্যা আছে। ঠিক করে দিন। ক্লিক করলে যায়না।

ভাই এটাতো ডেমো শেষ হয়ে গেছে!

    ভাইয়া আমার এখানে নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত করুন। এজন্য আমি টিউন করলে কোন সফটওয়ার আপলোড না করে একটি লিংক দিয়ে দিই। তুমি নিচের কমেন্টগুলো খেয়াল কর।

ধন্যবাদ…

ভাই এত সুন্দর একটি টিউন কিন্তু কি লিংক দিলেন ? আর Google খুঁজলে আনেক গুলা soft দেখায়। কোনটা নামাবো ? দয়াকরে একটু soft এর নামটা ভাল করে দিবেন?

ভাইয়া, লিঙ্ক টা আবার দেন। এটা তো কাজ করছে নয়া। আর না দিলেও তো হচ্ছে না। টিউন টা ভালো লেগেছে। তাই তাড়াতাড়ি দিন। ধন্যবাদ।

    নিচে অনেকগুলো লিংক আছে। কোন একটা ফলো করুন। আশা করি কাজ হবে। ধন্যবাদ।

ভাইয়া, লিঙ্ক টা আবার দেন। এটা তো কাজ করছে না। আর না দিলেও তো হচ্ছে না। টিউন টা ভালো লেগেছে। তাই তাড়াতাড়ি দিন। ধন্যবাদ।

জটিলস

Level 0

মারুফ ভাই….Google search die midea fire থেকে Software টা নামালাম কিন্তু এটা ভাই Demo Version…..Registry click করলেও কাজ করে না। তাই ভাইয়া Keygen বা Crack থাকলে দিন……..

Level 0

amra basi vag ai midea fire ar thik file download korty jai. but ai sob jay gay full soft gula day na. amra jodi http://www.h33t.com & http://www.demonoid.me torrent file gula download kori tahole basi vag soft gula registration file & key shathe pabo. apnara ai khan thik ai soft download korty pare ( http://www.demonoid.me/files/?query=Bluetooth+Remote+Control ). @ maruf vai apnar tune tir jonno tnx.

Level 0

vai sob kisu to download korlam pc-r jon-no but mobile ar jonno ki java soft download korbo?? 😀 😀 😀

    এর মধ্যে হাসির অংশ কোনটি? 🙂 🙁 মোবাইলের জন্য জাভা ফাইলতো দেয়াই আছে।

যারা এটা ব্যারহার করেছেন তাদের কাছে আমার ১টা প্রশ্ন রইল। পিসিতে ভিডিও গান বা মুভী চালালে মোবাইলে তা দেখাযাবে? অর্থাত 3GP/MP4 ফাইল মোবাইলে যেভাবে দেখাযায় সেভাবে?

    এই একটা জিনিস বাদে সবকিছু দেখাবে। আপনি ভিডিও ফাইল চালালে মোবাইল স্ক্রীনে সে অংশটুকু কালো দেখাবে।

Level 0

ধন্যবাদ এইরকম মজাদার পোষ্ট দেবার জন্য। তবে এখানে বলা বাহুল্য যে কতটুকু সীমানার মধ্যে কাজ করবে…

    ব্লুটুথ এর রেঞ্জ সাধারনত ১০মিটার হয়। এর মধ্যেই কাজ করবে। ধন্যবাদ।

Level 0

vai 100% ok ( http://www.h33t.com/torrents.php?search=Bluetooth+Remote+Control&category=0&Go.x=0&Go.y=0&Go=Search ) ai jay gay sob kisu akbare dea day mobile ar jonno java soft shathe dea day + full version.

    আপনি কি ব্যবহার করেছেন? করলে বলেন আমি টিউনটি আপডেট করে দিচ্ছি।

Bluetooth Remote Control v.4.0- full
http://www.mediafire.com/?zeyyqzonnqt

    আপনি যদি নির্বিঘ্নে ব্যবহার করেন তবে আমাদের জানান।

    “মারুফ” ভাইকে অনেক ধন্যবাদ টিউনটির জন্য। আর “চামার” ভাইকে ধন্যবাদ উক্ত লিংকের জন্য। আমি এটা ডাউনলোড করছি।

    @ মারুফ ভাই
    নির্বিঘ্নেই ব্যবহার করছি। 🙂

    “চামার” ভাইকে ধন্যবাদ। আমি লিংকটি আপডেট করলাম।

    মারুফ ভাই ও তিতাস ভাই কেও আমার আন্তরিক শুভেচ্ছা। 🙂
    আমার কাছে Phone Remote Control 5.2 এর সম্পুর্ন সংস্করণ টি ছিল তবে ওটা প্রথমে দেই নি কারণ ওটার জার (jar) ফাইল টির লেঙ্গুয়েজ এ একটু সমস্যা ছিল। যাই হোক ওই সমস্যার সমাধান ও হয়েছে। তাই ওটি ও আপনাদের সাথে শেয়ার করলাম। 🙂
    http://www.mediafire.com/?4ybpbbdopxfylyh

মারুফ হোসেন: ফাটাফাটি জটিল টিউন। তাই একটা বিশ্বকাপ ক্রিকেট ধন্যাবাদ। Bluetooth Remote Control বাদ দিয়া কি অন্য কোন কিছুকে কন্ট্রোল করার সফটওয়্যার কি আছে?

    [[[Bluetooth Remote Control বাদ দিয়া কি অন্য কোন কিছুকে কন্ট্রোল করার সফটওয়্যার কি আছে?]]] লাইনটি বুঝলাম না। ধন্যবাদ।

“সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”
আপনাকে অভিন্দন……………………………………………………………..

    ধন্যবাদ বন্ধু। অভিন্দন!!

এটা নিয়ে আমি আগে একটা টিউন করেছিলাম………..
https://www.techtunes.io/mobileo/tune-id/12840/

    Not Found

    Sorry, but you are looking for something that isn’t here.

Passkey:

firewall:BRCONTR

    ধন্যবাদ। কিন্তু আপনার টিউনের যে লিংক দিয়েছেন সেটা কাজ করছেনা। একটু খেয়াল করুন।

সুন্দর টিউন। চালিয়ে ……………………………যান

    সাথে……………………..থাকুন।

আপনার লিখাগুলি খুবেই বেশ ভালো মানের হয়ে থাকে ধন্যবাদ। ভাইয়া আপনাকে একটা পোষ্ট করার অনুরুধ করি তাহা হল Nokia pc suite নিয়ে যেমন ইহাতে ভিবিন্ন অপশন আছে কোনটার কি কাজ তাহা আলাদা করে বুজিয়ে দিলে উপকার হবে।যদি ও এইটা অনেকেই জেনে থাকে।

    অপেক্ষায় থাকুন। লিখার চেষ্টা করছি। ধন্যবাদ

জোস টিউন করছেন Download দিছি but আমার Nokia 3110c তে কাজ না করলে কিন্তু কপালে খারাবি আছে :p

    পরীক্ষিত। সুতরাং নো প্রবলেম।

অপূর্ব……………… প্রিয় + লাইক করলাম। ব্যবহার পরে করে দেখবো ইনসাআল্লাহ……….

    ধন্যবাদ। ব্যবহার করেন।

দারুন খুব ভাল লাগল

    ধন্যবাদ ভালো লাগার জন্য।

A+

Level 0

ধন্যবাদ মারুপ ভাই http://www.mediafire.com/?4ybpbbdopxfylyh লাইন থেকে কাজ হইছে।

ডাউনলোড দিলাম…………। পিসি সুইট ভাল না অভি সুইট?

    অভি সুইট আমি এখনও ডাউনলোড করিনাই। আমার ব্যান্ডউইথ শেষ। পরে জানাব।

    কিন্তু ডাউনলোড হয় না কেন?

    ঠিক আছে সমস্যা নাই। আজকে নামাইতে পারছি।

অসাধারণ হয়েছে ভাই। মজা করার খুভ ইচ্ছা ছিল। কিন্তু কোন বেশ কবার সার্চে দিয়েও আমার মোবাইলটি কম্পিউটারকে দেখাতে পারি নি। তাই…..

    কম্পু থেকে নয় বরং মোবাইল থেকে সার্চ দিয়ে কানেক্ট করুন। কাজ হবে। ধন্যবাদ

দারুন জিনিস তো!!! ডাউনলোড দিলাম। ধন্যবাদ শেয়ার করবার জন্য। আর লেখার পদ্ধতিটাও চমৎকার হয়েছে।

আমার সব কিছু প্রায় হয়েও হচ্ছে না। আমার মোবাইল সিম্ফনি এক্স ১১০, এতে আমি জার ফাইলটি নিয়ে ইনস্টল দিলাম। কিন্তু এপ্লিকেশানটি মোবাইলে রান করাতে গিয়ে দেখছি, লোডিং লেখা এসে বসে আছে। কারন কি ?

Level 0

ভাই সাফটার তা ত অপ্ধনে ই হয় না ..।ন্যবাদ ……………………………।।

বাহ বেশ মজা পেলাম। 🙂

Level 0

nokia 5530 te kaj hoyna

Jotil hoice…………. বেশ মজাদার