কিছুদিন আগে পোষ্ট করেছিলাম কিভাবে নকিয়া BB5 ফোনের আনলক কোড হ্যাক করতে হয় এই নিয়ে। আপনাদের বিপুল রেসপন্স পেয়ে আমি মুগ্ধ। তারই সুত্র ধরে আমার আজকের এই টিউন এবং একই বিষয়ে। তবে আজকের টিউনটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। গত টিউনটা প্রকাশ হবার পর সিলেট থেকে এক ভাই ফোনে জানালেন যে তাঁর NOKIA 5310 XpressMusic এই পদ্ধতিতে আনলক হচ্ছে না। তাঁর অনুরোধেই আজকে নতুন একটা পদ্ধতি বলে দিচ্ছি এবং অবশ্যই এটা Nokia 5310 XpressMusic-এ টেষ্ট করা হয়েছে। তে, শানে নুযুল তো বলা হলো....এবার আসল কথায় আসি। প্রসঙ্গত বলে রাখি এই পদ্ধতিও সকল Nokia BB5 ফোনের জন্য প্রযোজ্য। BB5 ফোনের list আগের টিউন-এ দেখে নিন। যাঁরা আগের টিউনটি দেখেন নি তাঁদের অনুরোধ করব দেখার জন্য, কারন অনেক কিছুই এই টিউন-এ সংক্ষেপে লিখেছি। (আগের টিউনের লিংক)
১. Nokia Pc Suite ইন্সটল করুন।(ডাউনলোড লিংক)
২. Dotnetfx 2.0 or Highter ইন্সটল করুন। (ডাউনলোড লিংক)
৩. আপনার ফোনটি usb data cable দিয়ে connect করুন।
৪. সবগুলো ড্রাইভার ( phone parent, oebx, phone ইত্যাদি) ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৫. data cable খুলে নিন এবং Nokia Pc Suite রানিং থাকলে exit করুন।
৬. UsbNokiaTools প্রোগ্রামটি ডাউনলোড করুন। (ডাউনলোড লিংক)
৭. আবার data cable দিয়ে ফোনটি connect করুন।
৮. ডাউনলোড করা RAR ফাইলটি extract করুন এবং MBroNokiaToolsLite প্রোগ্রামটি রান করান। নিচের মত screen আসবে।
৯. নিচের ছবিতে দেখানো আইকনে ক্লিক করুন।
১০. একটা error message আসতে পারে। ok করুন।
৭. screen-এর শেষ লাইনে দেখতে পাবেন আপনার security code.
আপনি যদি Mcafee anivirus ব্যবহার করেন তাহলে MBroNokiaToolsLite.exe ফাইলটিকে ট্রোজান বলে ধরবে। Avast বা Avira-তে কোন সমস্যা হবে না। সম্ভবত এটা false positive. আমি ৫ টা ভিন্ন ভিন্ন site থেকে ডাউনলোড করে দেখেছি, একই অবস্থা। এরকম সমস্যা হলে rar ফাইলটি extract করার আগে এন্টিভাইরাস disable করুন। তারপর কাজ শেষ হলে আবার enable করলেই হবে। অথবা antivirus-এর জন্য exclusion folder তৈরি করে সেখানে extract করুন।
না জেনে প্রোগ্রামটির অন্য কোন অপশন ব্যবহার করবেন না। এতে এমনকি আপনার ফোনটি ডেড হয়ে যেতে পারে।
তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এই পোষ্টটি আমার খুব ভালো লাগল। আমার নকিয়া ৩১১০ ক্লাসিক সেটটিতে গত কয়েক ৩ মাসে ৪ বার সফটওয়্যার ইনস্টল দিতে হয়েছে। আর প্রতিবার রাজশাহীতে ইনস্টল দিতে লেগেছে ২০০ টাকা করে মানে ১০০০ টাকা আমার পকেট থেকে গেছে। আমি এই সেটটিকে খুব ভালোবাসি। তাই এবার আমাকে কি কোন উপায় বলতে পারেন যেভাবে আমি আমার নকিয়া ৩১১০ ক্লাসিক সেট টিকে বার বার সফটওয়্যার ইনস্টল দেবার হাত থেকে কিভাবে বাচাতে পারি মানে নিজেই সফটওয়্যার ইনস্টল দিতে পারি আমার কম্পিউটার থেকে। জানালে খুব উপকৃত হব। আরেকটা সমস্যা আমার সেট থেকে ফোন নম্বর হাইড হয়ে থাকে,যা আমি দেখতে পাইনা এবং আমার নম্বরগুলো সব চলে যায় প্রতিবার।