আসুন একটু ভিন্নভাবে আনলক করি নকিয়া ফোন ( অবশ্যই ৩০ সেকেন্ডে !)

কিছুদিন আগে পোষ্ট করেছিলাম কিভাবে নকিয়া BB5 ফোনের আনলক কোড হ্যাক করতে হয় এই নিয়ে। আপনাদের বিপুল রেসপন্স পেয়ে আমি মুগ্ধ। তারই সুত্র ধরে আমার আজকের এই টিউন এবং একই বিষয়ে। তবে আজকের টিউনটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। গত টিউনটা প্রকাশ হবার পর সিলেট থেকে এক ভাই ফোনে জানালেন যে তাঁর NOKIA 5310 XpressMusic এই পদ্ধতিতে আনলক হচ্ছে না। তাঁর অনুরোধেই আজকে নতুন একটা পদ্ধতি বলে দিচ্ছি এবং অবশ্যই এটা Nokia 5310 XpressMusic-এ টেষ্ট করা হয়েছে। তে, শানে নুযুল তো বলা হলো....এবার আসল কথায় আসি। প্রসঙ্গত বলে রাখি এই পদ্ধতিও সকল Nokia BB5 ফোনের জন্য প্রযোজ্য। BB5 ফোনের list আগের টিউন-এ দেখে নিন। যাঁরা আগের টিউনটি দেখেন নি তাঁদের অনুরোধ করব দেখার জন্য, কারন অনেক কিছুই এই টিউন-এ সংক্ষেপে লিখেছি। (আগের টিউনের লিংক)

যেভাবে করবেনঃ

১. Nokia Pc Suite ইন্সটল করুন।(ডাউনলোড লিংক)

২. Dotnetfx 2.0 or Highter ইন্সটল করুন। (ডাউনলোড লিংক)

৩. আপনার ফোনটি usb data cable দিয়ে connect করুন।

৪. সবগুলো ড্রাইভার ( phone parent, oebx, phone ইত্যাদি) ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৫. data cable খুলে নিন এবং Nokia Pc Suite রানিং থাকলে exit করুন।

৬. UsbNokiaTools প্রোগ্রামটি ডাউনলোড করুন। (ডাউনলোড লিংক)

৭. আবার data cable দিয়ে ফোনটি connect করুন।

৮. ডাউনলোড করা RAR ফাইলটি extract করুন এবং MBroNokiaToolsLite প্রোগ্রামটি রান করান। নিচের মত screen আসবে।

৯. নিচের  ছবিতে দেখানো আইকনে ক্লিক করুন।

১০. একটা error message আসতে পারে। ok করুন।

৭. screen-এর শেষ লাইনে দেখতে পাবেন আপনার security code.

লক্ষ্য করুনঃ

আপনি যদি Mcafee anivirus ব্যবহার করেন তাহলে MBroNokiaToolsLite.exe ফাইলটিকে ট্রোজান বলে ধরবে।  Avast বা Avira-তে কোন সমস্যা হবে না। সম্ভবত এটা false positive. আমি ৫ টা ভিন্ন ভিন্ন site থেকে ডাউনলোড করে দেখেছি, একই অবস্থা। এরকম সমস্যা হলে rar ফাইলটি extract করার আগে এন্টিভাইরাস disable করুন। তারপর কাজ শেষ হলে আবার enable করলেই হবে। অথবা antivirus-এর জন্য exclusion folder তৈরি করে সেখানে extract করুন।

সতর্কতাঃ

না জেনে প্রোগ্রামটির অন্য কোন অপশন ব্যবহার করবেন না। এতে এমনকি আপনার ফোনটি ডেড হয়ে যেতে পারে।

তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।

Level 2

আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এই পোষ্টটি আমার খুব ভালো লাগল। আমার নকিয়া ৩১১০ ক্লাসিক সেটটিতে গত কয়েক ৩ মাসে ৪ বার সফটওয়্যার ইনস্টল দিতে হয়েছে। আর প্রতিবার রাজশাহীতে ইনস্টল দিতে লেগেছে ২০০ টাকা করে মানে ১০০০ টাকা আমার পকেট থেকে গেছে। আমি এই সেটটিকে খুব ভালোবাসি। তাই এবার আমাকে কি কোন উপায় বলতে পারেন যেভাবে আমি আমার নকিয়া ৩১১০ ক্লাসিক সেট টিকে বার বার সফটওয়্যার ইনস্টল দেবার হাত থেকে কিভাবে বাচাতে পারি মানে নিজেই সফটওয়্যার ইনস্টল দিতে পারি আমার কম্পিউটার থেকে। জানালে খুব উপকৃত হব। আরেকটা সমস্যা আমার সেট থেকে ফোন নম্বর হাইড হয়ে থাকে,যা আমি দেখতে পাইনা এবং আমার নম্বরগুলো সব চলে যায় প্রতিবার।

    আপনাকে অনেক ধন্যবাদ প্রথম কমেন্টটা করার জন্য। ভাবছি আপনার জন্য এখানেই একটা মাইক্রো টিউন করবো !!!!
    হ্যা নকিয়া ৩১১০ ক্লাসিক ফোনে আপনি নিজেই সফ্টওয়ার ইন্সটল করতে পারবেন। আসলে আমি নিজেই ইতিমধ্যে একবার সফ্টওয়ার দিয়েছি ৩১১০ সেটে। আরাফাত ভাই এই নিয়ে একটা বিস্তারিত টিউন করেছেন
    https://www.techtunes.io/mobileo/tune-id/33035/
    এখানে কিন্তু একটা ব্যাপার আছে, তা হলো আপনি কোন অবস্থায় বা কি কারনে সফ্টওয়ার ইন্সটল করবেন। যদি আপনার ফোনটি একেবারে ডেড হয়ে যায় তাহলে আরাফাত ভাই-এর পদ্ধতিতেই করতে হবে। তবে যদি অন্য কোন ছোটখাট সমস্যা, যেমনঃ ক্যালকুলেটর গায়েব, জাভা এপ্লিকেশন ইন্সটল না নেয়া, বেশিক্ষন নেট চালালে হ্যাং হওয়া এরকম হয়,অর্থাৎ ফোন চালু থাকে তাহলে আমি সাজেস্ট করব Nokia Software Updater অথবা Nokia ovi suite অথবা Nokia Care suite ব্যাবহার করুন। কারন এতে আপনি জেনুইন সফ্টওয়ার পাবেন আর আপনার বাংলা সাপোর্ট নিশ্চিত থাকবে।
    আশা করি সমস্যা হবে না। সমস্যা হলে জানাবেন।
    নকিয়া পিসি সুইট দিয়ে ফোন নাম্বারগুলো ব্যাকআপ করে রাখতে পারেন পিসিতে। পরে যে কোন সময় রিস্টোর করতে পারবেন।

    পড়লাম এবং জানলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সফটওয়্যারটি ডাউনলোড করতেছি। আজকেই একবার চেষ্টা করব। যদি কাজ হয়। তাহলে তো কথাই নেই। যাই হোক আপনার প্রোফাইল দেখে মনে হচ্ছে আপনি রুয়েটের ছাত্র। আমি রাবিতে পড়ি। আই.সি.ইতে। ভালো লাগল। ভবিয্যতে আরো জ্বালাব।

    কাজ হলে জানাবেন। আর নিশ্চিন্তে জ্বালাতে থাকুন। you r welcome!

ভাল লাগল। ধন্যবাদ।

এক কথায় চমৎকার! 🙂

    আমি তিন কথায় বলি?…আপনাকে… অনেক …ধন্যবাদ

Level 3

ভাই আমাকে কেহ বলবেন যে মোবাইলে ফ্লাশ দেওয়া এবং সফ্টওয়ার দেওয়া কি এই জিনিস, আর ফ্লাশ এবং সফ্টওয়ার দিলে কি মোবাইল মারা যাই মানে কত টুকু নিরাপদ।

    হ্যা, ফ্ল্যাশ দেয়া মানেই সফ্টওয়ার দেয়া। আসলে দোকানদার বরাবর বলে থাকে যে “মোবাইলের সফ্টওয়ার পড়ে গেছে, সফ্টওয়ার দিতে হবে।” ….আর তাই শুনেই আমরাও বলি সফ্টওয়ার দেয়ার কথা। ঐটা আসলে ফ্ল্যাশ দেয়াই মিন করে। আপনাকে ধন্যবাদ। আর হ্যা, সঠিক নিয়মে ফ্ল্যাশ দেয়া অবশ্যই নিরাপদ। তবে আপনার ফোনের কোন সমস্যা না থাকলে ফ্ল্যাশ না দেয়াই ভালো। আর ছোটখাটো সমস্যা হলে আগে রিস্টোর ফ্যাক্টরী সেটিং করে দেখুন।

Level 0

very good

Level New

একটা সেট সিম ছাড়া ঠিক আছে ,, Restriction Code খুঁজে সিম কার্ড লাগালে ,
Australia থেকে আনা , লক করা ……,উপায় কি ,?

    সম্ভবত এটাকে বলে Sim Level Lock. যে সিম দিয়ে আনলক করা হয়েছে সেটা ছাড়া অন্য কোন সিম উঠালে password চায়। আর কি করবেন, নকিয়া সেট হলে flash দিন। ঠিক হবে ইনশাল্লাহ।

Level 0

রনি ভাই
আমি lg 540 সেট এর সিম লক খুলতে চাই. ইংল্যান্ড থেকে আনা.sim level lockকেমন করে খুলব হেল্প করেন…….

    সরি ভাই, হেল্প করতে পারলাম না। আমি শুধু নকিয়ার দুই একটা কাজ পারি। আর তাছাড়া আমি যতদুর জানি নকিয়া ছাড়া অন্যান্য ব্রান্ড usb দিয়ে repair করা যায়না।

Level 0

অনেক ভাল লাগল আপনার টিউন।

ভাই SL3 কি কাজ করে ?

অনেক ভাল লাগল টিউনটি,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

অনেক ভাল লাগলো । আরও টিউন আশা করছি !!!!

Level 0

roni bi GsmFinder_v2.1.1 =ke kahg kara =01739891797

Level 0

amar 5200 te kaj hoise…..thanks

Level 0

apner tune gulo amaka kuboy valo laga.
onek kajar tune koran amar nokia3120 unlock kivaba korta pari please janaban

memory card Lock haisa khola jaba ki ????????????????????
kao janla Balban plz…………………………………..

amar mobile n73 khob slow hai ki karbo janan plezzzzzzzzzzzzzzz………………………………

Level New

thank you
i save it this commant
go ahead.

Kub Valo laglo,
Ame akta problem e pore gase, amr nokia 2690 mobile memory card e password deye selam but akon seta vule gase,
ata tik hobe ke?
plz bolben

ভাই ফ্ল্যাশ দেয়ার তো বেশ কিছু সপ্টওয়ার আছে, কোনটা রেখে কোনটা বলি। তবে আমি ধরেই নিচ্ছি যে আপনি ঘরে বসে নিখরচায় কাজ সারতে চান। সেক্ষত্রে আমার সাজেশন হবেঃ
১. Nokia Software updater/ Nokia Care Suite/ Nokia Ovi suite
২. Phoniex
৩. JAF
৪. BBking
লিংকগুলো এই মুহুর্তে দিতে পারলাম না সময়ের অভাবে। একটু গুগল করলেই পেয়ে যাবেন। তবে মুশকিলটা কি জানেন, কোনটা কিভাবে ব্যবহার করতে হবে তা সঠিকভাবে জানতে হবে। এক্ষেত্রে অল্পবিদ্যা আক্ষরিক অর্থেই ভয়ঙ্করী। ফ্ল্যাশ দেয়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমার একটা টিউন করার ইচ্ছা আছে। কিন্তু রিপোষ্টের ভয়ে করছি না। Phoniex আর JAF নিয়ে ইতিমধ্যে সুন্দর সুন্দর দুইটা টিউন হয়েছে। যদিও টিউনগুলো ফলো করতে গিয়ে আমি কিছু সমস্যায় পড়েছিলাম।এগুলো নিয়ে টিউন করতে চেয়েছিলাম। কিন্তু রিপোষ্টের বদনাম নিয়ে বিতর্কিত হতে চাই না। তবে ভয় নেই, আপনার সাহায্যে গুগল মামা সবসময়ই আছে। আমি যখন পেরেছি আপনিও পারবেন। আর এমনও হতে পারে সমস্যাগুলো হয়তো কেবল আমিই ফেস করেছি, কারন কাউকেই আমি অভিযোগ করতে দেখি নি। যাই হোক, আরাফাত ভাই(Phoniex) আর মারুফ ভাই(JAF) এর সুন্দর পোষ্টগুলো দেখুনঃ
https://www.techtunes.io/mobileo/tune-id/33035/
https://www.techtunes.io/hardware/tune-id/48302/
ভালো থাকুন

রনি ভাই, Phoniex নিয়ে যে টিউন টি করেছেন তাতে Software টা উনি যে ভাষায় স্কীনশর্ট দেখায়লেন তা আমার ক্ষেত্রে হচ্ছেনা । একে একে ২ বার ডাউনলোড করলাম ভুল হয়েছে মনে করে । দু বারই একই ফল । বুঝতে পারছিনা এটা কোন ভাষার Software ।

আপনি কি Phoniex Software টি শেয়ার করবেন ?

আমি ঐটা দিয়েই কাজ করেছি। আন্দাজের উপরই ইন্সটল করুন। তবে ভয় নেই, ইন্সটল করার পর English-এই ওপেন হবে। আর হ্যা, Phoniex ইন্সটল করার আগে যে add/remove program থেকে Nokia Pc Suite, Nokia Ovi soite,Nokia Care suite, Nokia Software updater, Nokia connectivity cable driver এগুলো আনইন্সটল করুন। তবে সাবধান, Pc Connectivity Solution আনইন্সটল করবেন না। এগুলো করতে গিয়ে pc যতবার restart চাইবে ততবারই restart দিন। আর ফাইনালি একবার restart করে Phoniex ইন্সটল দিন। ইন্সটল হবার পর রান করলে দেখবেন ইংরেজিতেই ওপেন হচ্ছে। এরপর আরাফাত ভাইকে ফলো করুন। আশা করি কাজ হবে। তারপরও সমস্যা হলে জানাবেন।