এন সিরিজের লেটেস্ট বটম লাইন মডেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সেট হলো নকিয়া এন৮২। এতে রয়েছে এআরএম১১ ৩৩২ মেগাহার্জের প্রসেসর। রাতে দিনে যেকোন সময়ে ঝকঝকে ছবি তুলতে এই সেট জনপ্রিয়তা খুব৷ আসুন দেখা যাক এ মডেলের ফিচারগুলো।
নেটওয়ার্ক : জিএসএম 850/900/1800/1900
রিলিজ ডেট : নভেম্বর, ২০০৭
ওজন : ১১৪ গ্রাম
আকার : 112 x 50.3 x 17.3 মিলিমিটার
ডিসপ্লে: টিএফটি, ১৬.৫ মিলিয়ন কালার, 240x320 পিক্সেল, ২.৪’’
রিংটোন : এমপিথ্রি, ট্রু টোন, পলিফোনিক, মনোফোনিক
মেমোরি : ১০০ মেগাবাইট ইন্টার্নাল শেয়ারড মেমোরি, হট সোয়াপ মাইক্রো এসডি কার্ড
ক্যামেরা : ৫ মেগাপিক্সেল (2592x1944), সিমোস সেন্সর, কার্ল জেয়িস লেন্স, এফ/২.৮, ম্যাক্রো (১০-৫০) সেমি
ফিচারস : ইউএসবি, ব্লুটুথ, জিপিআরএস, এজ, ওয়াই-ফাই ইন্টারনেট, জিপিএস, জাভা, এমপিথ্রি, এএসি, ভিডিও, টিভি আওট, এফএম, হ্যান্ডস ফ্রি৷
টক টাইম : সর্বোচ্চ ৪ ঘণ্টা ২০ মিনিট, স্ট্যান্ডবাই ২২৫ ঘণ্টা
প্রাপ্তিস্থান : ইটিসি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, মোতালিব প্লাজা।
মূল্য : 31,500 টাকা
আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান এইবার একটু দামটা কমাবেন, lol
এতোদিন হাতই দিতে পারিনি। বর্তমানে প্রায় ২৪,০০০ টাকার মতো খরচ পড়ে।
ফিচার তো ভালই কিন্তু দাম কই?