একটা কথা নিয়ে সব সময় ফেইসবুকে,ফোরামে, ব্লগে বা বন্ধুদের মাঝে আলোচনা সমালোচনা হয় তা হল চায়না ফোন আর ব্রেন্ডেড ফোন এর পার্থক্য নিয়ে। আপনার মনে সব সময় বিতর্ক লেগেই থাকে যেখানে HTC,Iphone,Samsung,LG,Sony ইত্যাদি মোবাইলের দাম দিন দিন বাডছেই সেখানে অন্যদিকে চায়না বিভিন্ন কোম্পানি যেমন xiomi,Walton,MI,symphony ইত্যাদি একই ফিচারে একই স্পেসিফিক এ বাজারে ছেড়ে দেয় অর্ধেক বা তার চেয়ে কম দামে।
এতে করে সবার মনে সন্দেহ উঠাই স্বাভাবিক যে এগুলো নেওয়া ঠিক হবে? এগুলোর মান কি ভালো? এগুলোর পার্টস কি অরজিনাল? সস্তা কেন বাজারে বেচতেছে যেখানে Iphone,samsung,HT,LG অনেক বেশি দামে ফোন বিক্রি করতেছে।
বড় কোম্পানি Samsung,apple,LG,HTC এবং ছোট কোম্পানি Xiomi,MI,symphony দাম কম বেশির কারন ৪ টি।
Samsung,apple,HTC,LG তারা প্রতি বছর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে মিলিয়ন,বিলিয়ন ডলার খরচ করে নতুন নতুন জিনিস টেকনোলজি মোবাইলের জন্য এড করতে বা আবিষ্কার করতে,এক কোম্পানি আরেক কোম্পানির সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে কোন কোম্পানি কার থেকে আগে নতুন প্রযুক্তি তাদের আপকামিং ফোনে দিবে,অনেক সময় এক কোম্পানি আরেক কোম্পানির প্রযুক্তির উপর স্পাই করে প্রযুক্তি চুরি করার অভিযোগ উঠে(কয়দিন আগে স্যামসাং আপেল কে অনেক জরিমানা দিতে হয়েছে আদালতে) এসব কারনে তাদের অনেক খরচ হয় রিসার্স এন্ড ডেভেলপমেন্ট সাইটে।
অনেক সময় নেটে সার্চ করলে দেখবেন ১৫০-২৫০ ডলার খরচ হয়েছে Iphone 10 বা অন্য মডেলের ফোন বানাতে। নেটের ওই তথ্য একদম সঠিক এবং তা শুধু পার্টস এর দাম। কিন্তু সে সকল পার্টস বানাতে যে কষ্ট করতে হল তার পেছনে যে রিসার্চ করতে হল তা সাধারন ব্যবহারকারীর কাছে চোখে পডবে না
এখানে বড় কোম্পানিরা যত খরচ করে সেখানে ছোট কোম্পানিরা তাদের রিসার্চ এন্ড ডেভেলপ একদম ই না থাকে।যেখানে রিসার্চে,
samsung মনে করেন Display এর উপর যত খরচ করে,camera এর উপর যত খরচ করে। memor, processor এর উপর যত খরচ করে
Apple তারা তাদের সফটওয়্যার এর উপর যত খরচ করে,ডিজাই, ডিসপ্লে এর পিছনে যত খরচ করে তা অদৃশ্যমান থেকে যায়।একজন সাধারন ব্যবহারকারির মনেহয় যে ওই সব কোম্পানি হয় দাম বেশি বিক্রি করছে অথবা মুনাফা বেশি করছে।
ছোট কোম্পানির এসব কিছুই নেই,ও সোজাসুজি মার্কেটে যে Available component পার্টস থাকে তা কিনে নিয়ে ফিক্সড করে জোডা লাগায় নিজের ডিজাইনের ভিতর,অনেকসময় তাদের ডিজাইন ও নিজের হয়না,মার্কেট থেকে কপি করে দিয়ে দেয়।
দ্বিতীয়ত যে কারনে দাম বেশি হয় তা হল মার্কেটিং,আপনি দেখবেন Samsung,Apple,LG ইত্যাদি বড় ব্রেন্ড গুলোর মার্কেটিং অনেক বেশি।একটা নতুন মডেলের ফোন আসলে তার এড আপনি টিভিতে,শো তে,ইন্টারনেটে অথবা রাস্তার ধারে বড় ব্যানার বা বিলবোর্ডে যেখানে যান এড দেখতে পাবেন।
ছোট কোম্পানি এসব কাজ করেই না। এদের একটাও এড আপনি দেখবেন না। যদি তাদের কোন এড আসে তাহলে দেখবেন সে এড আসছে তাদের নিজের ওয়েবসাইটে অথবা যেখানে পন্য বিক্রিহয় পন্য এভেইলেভেল হচ্ছে সেখানে দেখবেন। এছাড়াও মাঝে মধ্যে নিউজপেপার এ ও আসবে না তেমন যে অমুক মডেল বের হল আপনারা কিনেন। ওরা এখানে খরচ করেই না। কিন্তু Samsung,Appl, LG ইত্যাদির মার্কেটিং খরচ দামের ২০-২৫ শতাংশ।
আজকে কুক Apple এর CEO তার যে বার্ষিক বেতন যে তার উপর apple যত খরচ করে এটা Oneplus,Xiomi,MI কোম্পানির অলওভার টার্নওভার এর চেয়েও বেশি।এসব কোম্পানি সারা বছত যত লেনদেন করে শুধুমাত্র apple তাদের টিম কুকের পেছনে খরচ করে। কোম্পানির সাইজ এত বড় যে তাদের কাজ কর্ম এত বড় যে এত Employee এত অফিসার্স ইত্যাদি ম্যানেজ করতে cost এক ফিকশান হয়ে দাঁড়ায়।
অন্যদিকে ছোট কোম্পানি Xiomi,MI,Oneplus,ইত্যাদির এত বেশি স্টল নেই। তাই ফোন গুলির দাম ও কম। অপারেটিং খরচ কম। যদি Samsung,Apple,LG এরা যদি কম দামে ফোন বিক্রি করে তারা অফিস চালাতে পারবে না। তাই তারা বেশি দাম নেয়। অনেক সময় নিউজ এ দেখতে পাবেন বিভিন্ন বড় বড় কোম্পানির কর্মী ছাটাই এর নিউজ।
চতুর্থ পয়েন্ট হল স্টাটেজি। আপনি দেখবেন Samsung,apple,LG,HTC এরা স্টাবলিশ ব্রান্ড। এরা দাম যদিও ডাবল করে দেয় তবুও Iphone এর বিক্রয় কেউ থামাতে পারবে না, Samsung এর বিক্রয় কেউ থামাতে পারবে না। এগুলো বিক্রি হবেই কেননা লোকের মনে এটা ভরসা এটা বিশ্বাস যে ব্রান্ড মার্কেট সেট হয়ে গেছে।
অপরদিকে নতুন ব্রান্ডের কথা বললে Xiomi,Oneplus,MI এসব ব্রান্ড নতুন। ওরা চায় যে লোকের উপর ভরসা অর্জন করতে। তারা চায় যে বেশি লোকের কাছে নিজের ব্রান্ড পৌছে দিতে এইজন্য তারা ১০ হাজার ১২ হাজার ১৫ হাজার এ মোবাইল নিয়ে আসে যাতে করে বেশি লোক কিনতে পারে।বেশি ফোন বিক্রি করতে পারে।ওরা এভাবেই নিজের ফোনের কোয়ালিটির কথা বলে থাকে। এ জিনিসটা Samsung, Apple etc এ একদম ই নেই। তাদের এটা জানা যে ওদের মার্কেট অনেক বড়, কাস্টমার বেইস অনেক বড় এইজন্য তাদের ফোন নির্দিষ্ট প্রাইজেই বিক্রি করে তবুও লোকে আরামসে কিনে নেয়।
অন্যদিকে বাকি কোম্পানিরা ভাবতে থাকে কিভাবে বেশি লোকের কাছে পৌছানো যায় তাই তারা দাম কমিয়ে দেয়।
আমরা আলোচনা করলাম ৪টা পয়েন্ট নিয়ে কেন দাম কম বেশি হয়।এবার আপনাদের বলব কোয়ালিটিতে কোন পার্থক্য থাকে কিনা? আপনাদের যদি বলতে হয় তাহলে বলব কোয়ালিটি তে কোন পার্থক্য নেই। কেননা Samsung, Apple, LG, HTC বড় কোম্পানি অথবা Oneplus,MI,Xiomi ছোট কোম্পানি দুই রকম কোম্পানিই কেউ অরজিনাল ম্যানুফেকচার ইকুয়েওমেন্ট না(কেউ পার্টস বানায় না)। এদের যদি কোন মেমরি থাকে সেটা হয়ত Samsung বা অন্য কোন কোম্পানির।
প্রসেসর হলে দেখবেন Mediatech বা Qualcom এর।ক্যামেরা হলে হবে Sony বা Only vision এর। Screen হলে হবে Samsung,LG,Japan Display কোপানির। এসব কোম্পানি যে পার্টস নেয় একই জায়গা থেকে নেয়। এমন নয় যে Xiomi,Oneplus,MI সস্তা মান দিচ্ছে।
যা আপনি Spacifiction যদি দেখেন Qualcom এর ফোনে টাচ যে Samsung এ লাগানো থাকে সেটিই আবার আপনার Xiomi ফোনে দেখতে পাবেন।
যে সেন্সর দেখবেন সনি ফোনের ক্যামেরা তে সেটিই আবাত দেখতে পাবেন Oneplus এর ফোনে। কোন পার্থক্য নেই।
শুধু যদি পার্থক্য থাকে তা হল After selling support। এসব ব্রান্ড নতুন বেশিরভাগ জায়গায় সার্ভিসিং সেন্টার নেই তাই বিক্রি পরের সেবা সমুহে সমস্যা হতে পারে। অন্যদিকে বড় ব্যান্ডের After selling service এতই স্টাবলিশ যে কোন সমস্যা হলে সহজেই ঠিক করতে পারেন।
২য় সমস্যা হল অপটিমাইজেশন এর।নতুন কোম্পানির Android Software অপটিমাইজড হয়না, কখনো কখনো কিছু সমস্যা হতেই পারে। এছাড়া আপনার কোন ভাবার কারন নেই যে আমি এই কোম্পানির নিবনা শুধু ওই কোম্পানির নিব অথবা শুধু Samsung বা Apple নিব।
আপনি যে কোন ব্রান্ডের ফোন নিতে পারেন।এবার তো জেনে গেলেন কেন দাম কম অথবা বেশি হয়। ধন্যবাদ।
Post Owner and writen by shuvo.
আমি Shuvo Bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।