বাংলাদেশের সবচেয়ে কম দামের সেরা কিছু এন্ড্রয়েড স্মার্টফোন (৬)

আসসালামু আলাইকুম,

২০১১ তে ১জিবি রেম এবং ডুয়াল কোর প্রসেসর যুক্ত মোবাইল বাজারে আসে দাম ছিল প্রায় ৫০০০০+

এখন আমরা ২০১৭ তে ১জিবি রেম এবং কোয়াড কোর প্রসেসর যুক্ত স্মার্টফোন চার হাজার টাকার মধ্যেই পাচ্ছি।

আমাদের দেশের স্মার্টফোন ব্যবহারকারীর বেশীরভাগই হল মধ্যবিত্ত এবং স্টুডেন্ট।তাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের বাজেট খুবই কম।

যারা কম টাকার মধ্যে ভালো স্মার্টফোন খুঁজছেন।এবং এনড্রয়েডের স্বাদ নিতে চান।তাদের জন্য সব দিক বিবেচনা করে দাম এবং স্পেসিফিকেশন অনুযায়ী আমার দেখা কম দামের (পাঁচ হাজার টাকার মধ্যে) বেষ্ট কয়েকটি স্মার্টফোন নিয়ে আজকের টিউন।

 

***যাদের বাজেট ৩০০০টাকা

  • Walton D8i
  • দামঃ ৩১৫০
  • এন্ড্রয়েড মার্সমেলো ৬.০
  • ১.২ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স
  • রেম ৫১২এমবি, ৪জিবি রম
  • ডিসপ্লে ৪”(৪০০*৮০০)
  • ক্যামেরা ৫+২ এমপি
  • ব্যাটারি ১৪০০ এমএএইচ
  • + (৩১৫০টাকায় দাম হিসেবে দারুন একটি স্মার্টফোন, প্রতিদিনের টুকটাক প্রায় সব রকমের কাজই করতে পারবেন)

 

***যাদের বাজেট ৪০০০টাকা

  • Micromax Q354
  • দামঃ ৩৯৯৯টাকা
  • এন্ড্রয়েড মার্সমেলো ৬.০
  • ১.২ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স
  • রেম ১জিবি, রম ৮ জিবি
  • ডিসপ্লে ৫”(৪০০*৮০০)
  • ক্যামেরা ৫+২ এমপি
  • ব্যাটারি ২২০০এমএএইচ
  • + (৩৯৯৯টাকায় এতকিছু, এই দামে মনে হয় না এর চেয়ে ভাল কিছু পাওয়া যাবে,প্রায় সব ধরনের কাজ আরামসে করতে পারবেন ১জিবি রেম এবং ৫.০" বড় ডিসপ্লের জন্য,এবং প্রায় সব রকমের গেমসও খেলা যাবে এই স্মার্টফোনটিতে)

 

***যাদের বাজেট ৫০০০টাকা

  • Symphony V47
  • দামঃ ৪৯৫০টাকা
  • এন্ড্রয়েড নোগাট ৭.০
  • ১.৩ গিগাহার্জ প্রসেসর সাথে মালি ৪০০ গ্রাফিক্স
  • রেম ১, রম ৮ জিবি
  • ডিসপ্লে ৪.৫”(৪০০*৮৫৪)
  • ক্যামেরা ৮+৫ এমপি
  • ব্যাটারি ১৮০০এমএএইচ
  • + (পাচঁহাজার টাকার বাজেটের ফ্লাগশিপ)
  • + (৫০০০ টাকার মধ্যে বেস্ট এবং পারফেক্ট স্মার্ট ফোন, প্রতিদিনের সব রকমের কাজ করতে পারবেন,এবং প্রায় সব রকমের গেমসও খেলা যাবে এই স্মার্টফোনটিতে)

 

স্মার্টফোন গুলো সম্পর্কে আরো তথ্যর জন্য গুগলে সার্চ করুন।

 

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস