নোকিয়া মোবাইল এ Ovi Synchronise and Backup সার্ভিস এর সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনার মোবাইলের Contacts,Calender,Notes সংরক্ষন করতে পারেন। এজন্য প্রয়োজন OviApplication সমর্থিত একটি নোকিয়া মোবাইল হ্যান্ডসেট এবং OviAccount. Setting পদ্ধতি:
প্রথমে https://contactsui.ovi.com সাইট এ যান।
এরপর আপনার OviAccountএর User Name ও Password দিয়ে Sign In করুন। OviAccountনা থাকলে Sign Up করার পরে Sign In করুন। Sign In করার পর যে ওয়বেপেজ আসবে তার Your Device Option এর অন্তর্ভূক্ত Add a device Option এ ক্লিক করে আপনার মোবাইল এর মডেল টি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।এরপর Mobile Number Field এ আপনার মোবাইল নাম্বার টি +88 সহ লিখুন।Time Zone Field এ আপনার Time Zone সিলেক্ট করে Next এ ক্লিক করুন।এরপর Send Setting Option এ ক্লিক করলে পরের পেজে একটি কোড দেখাবে এবং আপনার মোবাইলে একটিO vi.Com নামে একটি Configuration Setting আসবে এবং Configuration Setting টি Save করার সময় উক্ত কোড নাম্বার দিয়ে Save করতে হবে।এবার মোবাইলটিকে একবার Off/On করুন। Synchronise করার পদ্ধতি: Nokia Classic Series এর মোবাইলের জন্য Setting Menu থেকে Sync and Backup সিলেক্ট করে Data Transfer সিলেক্ট করে Server Sync সিলেক্ট করুন।এরপর Contacts,Calender,Notes কে Mark করে OK/Next সিলেক্ট করুন।এরপর কোনও Permission সম্পর্কিত Message আসলে Yes করুন,তাহলেই Synchronise শুরু হয়ে যাবে।
আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।
ভালো।