বর্তমান সময়ে আইসিটি ডিভাইস গুলোর নাম বলতে গেলে - প্রথমে আমাদের মাথায় আসে স্মার্ট ফোন এর নাম।আর এই স্মার্টফোন এর ভেতর ফ্লাগশিপ স্মার্টফোন গুলো বরাবরই আমাদের অন্যতম আকর্ষণ। আজকের টিউনে আমরা আলোচনা করব বর্তমান সময়ের সেরা ৫টি ফ্লাগশিপ স্মার্টফোন নিয়ে।
V30 হল এলজি এর পক্ষ থেকে সর্বশেষ ফ্লাগশিপ স্মার্টফোন। যাকে অবশ্যই স্যামসাং এর মত জায়ান্ট এর সাথে কমপিট করে বাজার দখল করার প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই এলজির V30 হল ২০১৬ সালে লঞ্চ হওয়া এলজি V20 এর সাক্সেসর। এলজি V20 এর স্ক্রীন এর টপে ছিল একটি ২.১ ইঞ্চি এর সেকেন্ডারি, যেখানে অ্যাপস এর সর্টকার্ট,ওয়াই-ফাই,ব্লুটুথ ইন্ডিকেটর দেখাত। যা V20 স্মার্টফোনটিকে করে তুলেছিল অত্যান্ত আকর্ষনীয়। তবে নতুন V30 তে আর এই সেকেন্ডারি ডিসপ্লে থাকছে না। এলজি এই সেকেন্ডারী ডিসপ্ল থেকে বের হয়ে V30 তে দিয়েছে একটি ৬ ইঞ্চি প্রায় বেজেল-লেস ডিসপ্লে।আর ডিসপ্লেটি প্লাস্টিক OLED তথা POLED প্যানেল।এলজি এখানে একটি ফ্লোটিং বার নামক একটি অপশন দিয়েছে; যা মূলত একটি সাইড আউট মেনু বার।যারা সেকেন্ডারি ডিসপ্লে এর অভাব মনে করতেন - তাদের জন্য এই ফ্লোটিং বার দিয়েছে এলজি।
হার্ডওয়্যার এর কথা বলতে গেলে,২০১৭ সালের কোন ফ্লাগশিপ স্মার্টফোন থেকে আপনি যা যা আশা করে তার সবই পাবেন এই V30 ডিভাইসটিতে। স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট এর সাথে থাকছে ৪ জিবি র্যাম;সাথে ৬৪ জিবি অন-বোর্ড স্টোরেজ। ডিভাইস তথা স্মার্টফোনটিকে ব্যাকআপ দিবে একটি ৩৩০০ এমএএইচ এর ব্যাটারি।V30 ডিভাইসটি IP68 রেটেড তাই এটি তুলনামূলক ডাস্ট তথা ধূলাবালি এবং পানি প্রতিরোধক। LG V30 ডিভাইসে এডভান্সড ফটোগ্রাফি এবং ক্যামেরা ফিচারস যুক্ত করা হয়েছে। এতে ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা রয়েছে একটি f/1.6 এপার্চার এর ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আর আরেকটি f/1.9 এপার্চার এর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।এখানে ক্যামেরায় প্লাস্টিক এর বদলে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার লেন্স, এতে করে ডিভাইসটি দিয়ে রিয়েলিস্টিক ছবি তোলা হবে আরও সহজ।
২০১৬ সালে নোট সিরিজ নিয়ে ঘটে যাওয়া কেলেঙ্কারি এর পর - স্যামসাং এর এবছর নোট সিরিজের আগমন ঘটেছে একদম নতুনভাবে, নতুন উদ্যোমে। নতুন নোট ৮ এসেছে অসাধারন ডিজাইন,ডুয়াল ক্যামেরা সেটাপ এবং দারুন দারুন সফটওয়্যার ফিচারস এর সাথে। নিঃসন্দেহে নোট ৮ বর্তমানে কেনার মত দূর্দান্ত একটি ফ্লাগশিপ স্মার্টফোন! (নোট ৮ নিয়ে লেখা আমার রিভিউ)
গ্যালাক্সি এস ৭ এবং গ্যালাক্সি এস ৭ এডজ এর সফল ব্যবসা করার পর; স্যামসাং নতুন কিছু ভাবতে থাকে যা প্রত্যেকেই চায় তাদের নিজ নিজ স্মার্টফোনে - যেমন সলিড ব্যাটারি লাইফ,হাই রেজুলেশন স্ক্রীন,তুলনামূলক ভালো ক্যামেরা তথা ভালো এবং অসাধারন ডিজাইন। এরপরই শাওমি মি মিক্স এর থেকে অনুপ্রানিত হয়ে স্যামসাং অবশেষে বের করে তাদের গ্যালাক্সি লাইন আপ এর নতুন স্মার্টফোন তথা ফ্লাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস ৮ এবং এস ৮ প্লাস। আমরা কথা বল এস ৮ নিয়ে।
যাই হোক আমরা ২০১৭ সালের সেরা স্মার্টফোনের মধ্যে ১ম থেকে ৩য় মেধা তালিকায় স্যামসাং গ্যালাক্সি এস ৮ কে রাখাই যায়। ডিভাইসটি এর একটি আপগ্রেড এস ৮ প্লাস এর চাইতে অনেক কমপ্যাক্ট এবং হ্যান্ডি। আর গ্যালাক্সি ৮ প্লাস হাত থেকে পরে গেলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকেই! গ্যালাক্সি এস ৮ স্পেসিফিকেশন এর দিক দিয়েও রয়েছে শীর্ষে তথা ফ্লাগশীপ স্মার্টফোন এর কাতারে।
গতবছর গ্যালাক্সি এস ৭ এবং এইচটিসি ১০ এর মতন ফ্লাগশিপ স্মার্টফোনকে টপকানোর অনেক চেষ্টা করে তৎকলীন এলজি জি৫ স্মার্টফোনটি। এটি মোটেও কোন খারাপ স্মার্টফোন ছিলনা, তবে সামান্য কিছুর কমতি ছিল - যা মানুস কোন ফ্লাগশিপ ডিভাইস তথা টপ-টাইর ডিভাইসে দেখতে চায় না। তবে ভুলগুলো সুধরিয়ে এলজি এর এবার এনেছে তাদের জি৬ ফ্লাগশিপ ডিভাইস।
ডিভাইসটির সবচাইতে স্ট্যান্ড-আউট ফিচার হল এর ৫.৭" কুয়াড এইচডি এলসিডি ডিসপ্লে এবং এটির ১৮:৯ এসপেক্ট রেশিও এবং রাউন্ডেড কর্নার।হার্ডওয়্যার হিসেবেও এর তুলনামূলক ফ্লাগশিপ মান বজায় রাখা হয়েছে।জি৬ ডিভাইসটি IP68 রেটেড তাই এটি তুলনামূলক ডাস্ট তথা ধূলাবালি এবং পানি প্রতিরোধক। স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট এর সাথে থাকবে ৪ জিবি র্যাম।আর ডুয়াল ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে।
২০১৬ সালের অন্যতম জনপ্রিয় একটি এন্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড ছিল এইচটিসি। আর আমরা নিশ্চয়ই জানি এইচটিসি এর ভালো মানের কারনে এর স্মার্টফোন শাখাকে গুগল ১.১ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে। তাইওয়ান ভিত্তিক এই কোম্পানিটি তাদের এইচটিসি ১০ স্মার্টফোনটির পেছনে অনেক মেধা ব্যায় করেছিল এবং বিশ্ববাজারে অত্যাধিক জনপ্রিয় করতে সক্ষমও হয়।
এখন এইচটিসি ১০ সাক্সেসর হিসেবে তারা তাদের নতুন ফ্লাগশিপ ডিভাইস এইচটিসি ইউ১১ নিয়ে হাজির হয়েছে।এর আকর্ষনীয় গ্লসি ডিজাইন, অল-ডে ব্যাটারি লাইফ এবং স্মুথ ও স্ন্যাপি সফটওয়্যার এক্সপেরিয়েন্স এর কারনে এটি গ্যালাক্সি এস ৮ এবং এলজি জি৬ কে টেক্কা দেয়ার জন্য মাঠে নেমেছে। এটিতে বর্তমানে বাজারের অন্যতম সেরা ক্যামেরা রয়েছে।
আর টিউনটি কেমন লাগল টিউমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি টিউমেন্ট আমার অবশ্যই কাম্য।আর এভাবে আপনাদের প্রিয় টেকনোলজি প্লাটফর্ম টেকটিউনস এর সাথেই থাকুন। আমি এভাবে নিয়মিত আপনাদের মাঝে নিত্যনতুন টিউন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ!!
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।