Xiaomi MIUI 8 এর সেরা আটটি ফিচারস সম্পর্কে জানুন !!!

স্মার্টফোন মোবাইল সম্পর্কে ধারনা রাখেন অথচ শাওমির নাম শোনেন নি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। শাওমি হল চীন ভিত্তিক ইলেকট্রনিক্স নির্মাতা ব্র্যান্ড। শাওমি এর স্মার্টফোন হল এর প্রধান বিক্রিত পন্য। এই স্মার্টফোন দিয়ে শাওমি বিশ্বব্যাপী তাদের জনপ্রিয়তা আস্হা অর্জন করে নিয়েছে। ঠিক আমাদের দেশে তার বিপরীত নয়! যেখানে আমাদের দেশে ২ বছর আগে মানুষ যারা মিড বাজেট এর স্মার্টফোন কেনার কথা ভাবত তারা মূলত দেশী ব্র্যান্ড গুলোর দিকেই তাকাত।

তবে দিন পাল্টে গিয়েছে, বাজারে শাওমি, ওয়ানপ্লাস এর চাইনিজ মানসম্মত ব্র্যান্ড এর প্রবেশ এর ফলে মানুষের চিন্তাধারা এবং পছন্দ বদলে গিয়েছে। শাওমি এর মত ব্র্যান্ড কম দামেই স্ন্যাপড্রাগন এর মত প্রোসেসর দিচ্ছে, যেখানে দেশী ব্র্যান্ড গুলো এখনও মিডিয়াটেক নিয়েই পড়ে আছে! মূলত এ কারনে বাজারে শাওমি স্মার্টফোনের এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস তথা মি ব্যান্ড, মি রাউটার এর গুলোর প্রসার ঘটেছে।

যেখানে নামি দামি ব্র্যান্ড স্মার্টফোনে গুগল এর স্টক ইন্টারফেসই রাখে, সেখানে শাওমি এর জনপ্রিয়তা এর আরেকটি কারন হলো স্টক ইউজার ইন্টারফেস বা ইউ আই থেকে বের হয়ে তাদের নিজস্ব মি ইউজার ইন্টারফেস তথা MIUI এর ব্যবহার। আর বর্তমান সময়ে এই এন্ড্রয়েড মার্সম্যালো এর ওপর ভিত্তি করে MIUI এর সবচাইতে বড় আপডেট যেটি তার নাম MIUI 8। শাওমির এই বছরের শুরু থেকে প্রায় সব স্মার্টফোন ডিভাইসে এই MIUI 8 দিয়ে দেয়া হয়েছে।

বোল্ড কালার প্যাটার্ন এবং দারুন দারুন ফিচারস এর জন্য বিশ্বব্যাপী MIUI 8 এর ব্যবহারকারী এখন প্রায় ২০০ মিলিয়ন। এই বছর শাওমি কত গুলো ডিভাইসে এর আপডেট দিয়ে দিয়েছে প্রথম থেকেই। এগুলো হলঃ রেডমি নোট ৩, মি ৫, রেডমি ৪এ,রেডমি ৪ এক্স,মি ম্যাক্স, মি মিক্স। এন্ড্রয়েড ম্যার্সম্যালো এর স্টক এর তুলনায় ব্যবহারকারীরা এখানে অনেক আলাদা এবং ভিন্ন কিছুর স্বাদ পাবে। তো চলুন এই এমআই ইউআই বা মিইউ তথা MIUI ৮ এর সেরা ৮ টি ফিচারস চোখ বুলিয়ে নেই।

ফিচারগুলো হলঃ

  • ডুয়াল অ্যাপস
  • সেকেন্ড স্পেস
  • নতুন গ্যালারি ফিচার
  • কলার আইডি ও মেসেজিং
  • স্ক্রলিং স্ক্রীনশট
  • কুইক বল
  • আপডেটেড নোটিফিকেশন প্যানেল
  • ক্যালকুলেটর

ডুয়াল অ্যাপসঃ

ডুয়াল অ্যাপস ফিচার আপনি একটি অ্যাপসই দুটি করে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আপনার দুটি ক্ল্যাস অফ ক্ল্যানস একাউন্ট আপনি ক্ল্যাস অফ ক্ল্যানস এর দুটি অ্যাপ করে দিয়ে এই দুটি একাউন্টই একেক অ্যাপসে একেক একাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।

এটি খুবই দরকারি একটি ফিচার। আপনার দুটি হোয়াটস অ্যাপ একাউন্ট এখানে দুটি একাউন্টই দুটি হোয়াটস আপ অ্যাপ ব্যবহার করে চালাতে পারবেন। গুগল প্লে স্টোরে এরকম কিছু অ্যাপস রয়েছে, যার মাধ্যমে আপনার MIUI 8 ছাড়া ফোনেও এটি ব্যবহার করতে পারবেন; তবে MIUI 8 এ এটি আগে থেকে রোম এর ভেতরই পাবেন।

সেকেন্ড স্পেসঃ

শাওমি এর মিইউআই সর্বদা দেয়া চেষ্টা করে নতুন কিছু; তেমনই একটি হল এর যে সেকেন্স স্পেস সুবিধা এটি। এই সেকেন্ড স্পেস শাওমি ইউজারদের এই স্মার্টফোন ব্যবহারের এক নতুন মাত্রা যোগ করে দিয়েছে।সেকেন্ড স্পেস এর মত সুবিধা শাওমির ফ্লাগশীপে থাকলেও অনেক নামি ব্র্যান্ডের ফ্লাগশীপে এটি পাওয়া যায় না।

অনেক খাটা খাটনি করে থার্ড পার্টি ব্যবহার করে হয়ত করতে হয়।এই সেকেন্ড স্পেস হল মূলত আপনার স্মার্টফোনের দুটি ইউজার একাউন্ট। এই জন্য অবশ্যই আপনাকে দুটি মি একাউন্ট খুলতে হবে। কাজের প্রয়োজনে আপনার স্মার্টফোনে দুটি ইউজার একাউন্ট লাগতেই পারে।

ধরুন আপনার মোবাইল আর আপনার বন্ধুর বা কলিগের মোবাইল একই একই মডেল, তবে আপনার বন্ধুর মোবাইল যাবতীয় সব কিছু আপনার মোবাইলে তুলে দেওয়া হয়? অর্থাত এখানে মোবাইল একটি, স্টোরেজও একটি তবে এখানে দুটি একাউন্ট ব্যবহার করা যাবে। এক একাউন্ট থেকে অন্য একাউন্টে আবার ডাটা ট্রান্সফারও করা যাবে।

নতুন গ্যালারী ফিচারঃ

শাওমি এর MIUI ৮ এর গ্যালারি তে অন্যসব স্টক গ্যালারি এর থেকে থাকবে অনেক দারুন সব ফিচার। এখান থেকে ছবি সরাসরি মি ক্লাউডে শেয়ার করা যাবে। মি ক্লাউডে ছবি বা ভিডিও পার করলেও থাম্বনেইল একই দেখাবে। আর ফোন মেমোরী ক্লিন বা ফাকা করার জন্য কোন ছবি বা ভিডিও ক্লাউডে পার করার পর সেটিকে ফোন থেকে ডিলিট তথা মুছে ফেলে দেয়ার অপশন আসবে।

যা সত্যই অসাধারন। স্টক এন্ড্রয়েড গ্যালারি তে ডিফল্ট ভাবে একটি ছোট খাটো ইমেজ বা ছবি এডিটর থাকে। MIUI 8 এও তা রয়েছে - তবে MIUI 8 এর গ্যালারি তপ যুক্ত করা করা হয়েছে একটি ছোট খাটো ভিডিও এডিটর। এখানে যা যা করতে পারবেন তা হলঃ

  • স্লাইডশো তৈরি করতে পারবেন।
  • ভিডিও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিবর্তন বা নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন।
  • ভিডিও ট্রিম করতে পারবেন।

সুতরাং সাধারন এন্ড্রয়েড এর গ্যালারি থেকে এটি অনেক উন্নত আর ব্যবহারকারীরা ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ বোধ করবেন। তার ওপর সুয়াইপ আপ জেসচার ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ইমেজ শেয়ারও করতে পারবেন। আর প্যনারোমা ইমেজ গুলো হোরাইজন্টালি পুরো স্ক্রীন জুড়ে দেখতে পারবেন।

কলার আইডি ও মেসেজিং

বর্তমান সময়ে স্প্যাম কল খুবই প্রকট একটি উপদ্রব। তাই শাওমি এখানে ক্রাউড সোর্সিং কলার ইনফরর্মেশন সংগ্রহ করে। যদি অনেক ইউজার একটি পার্টিকুলার নাম্বারকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে অর্থাত ব্লাক লিস্টে প্রেরন করে তবে শাওমি এটা আপনাকে স্প্যাম কল হিসেবে দেখাবে। সেটিংস থেকে অটোমেটেড কল রেকর্ডিং ফিচার একটিভ করে দিয়ে ইন-কামিং ও আউট-গোয়িং কল রেকর্ডিং করা সম্ভব হবে।

স্ক্রলিং স্ক্রীনশটঃ

স্ক্রলিং স্ক্রীনশট এর মাধ্যমে আপনি একটি পেজের এক্সটেনডেড স্ক্রীনশট নিতে পারবেন। তবে এখানে এই ফিচারটি আপনি ক্রোমে ব্যবহার করতে পারবেন না। তবে MIUI 8 এর ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে এক্সটেনডেড স্ক্রীনশট নিতে পারবেন।

কুইক বলঃ

এই কুইক বল এর কাজও আইফোন তথা আইওএস এর অ্যাসিসটিভ টাচ এর মত।এখানে আপনি হোম,ব্যাক,রিসেন্ট, লক এবং স্ক্রীনসট নেয়ার অপশন পাবেন। আপনি আপনার কুইক বলকে ডিসপ্লে এর যেকোন জায়গায় সরিয়ে রাখতে পারবেন। তাছাড়াও আপনি এর সর্টকার্টকে কাস্টমাইজ করতে তো পারবেনই।

আপডেটেড নোটিফিকেশন প্যানেলঃ

নোটিফিকেশন প্যানেলে কী কী বাটন রাখতে চান, তা আপনি নিয়ন্গ্রন করতে পারবেন। এখানে সুন্দর ওপরে একটু ওয়ালপেপারর টাইপের ওভারলে পাবেন, এখানে আপনার শহর এবং সে অনুযায়ী অাবহাওয়ার অবস্হা দেখাবে। বলতে গেলে এটি খুবই সুন্দর এবং কিউট লাগবে আপনার কাছে।

ক্যালকুলেটরঃ

সাধারন ক্যালকুলেটর এর পাশাপাশি এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর তো ব্যবহার করতে পারবেনই; পাশাপাশি এখানে আরেকটি দারুন সুবিধা বা সেবা পেতে পারেন সেটা হল কারেন্সি। কোন দেশের টাকার মান এর ক্যালকুলেসন শাওমি মিইউ ৮ ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন সহজেই!

তো MIUI 8 নিয়ে এই টিউন কেমন লাগল? মতামতে জানাতে নিয়ে টিউমেন্ট করবেন অবশ্যই। আর টেকটিউনস এর সাথেই থাকবেন। আজ আর নয়,এভাবে নিত্যনতুন টিউন নিয়ে হাজির হব প্রতিদিন। আল্লাহ হাফেজ!!

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন ৯ চলে আসছে আর আপনি ৮ নিয়ে পরে আছেন?
৮ থেকে ৯ অনেক সুন্দর।