সল্প দামে প্রিমিয়াম লুক এবং বড় ডিসপ্লে নিয়ে এবার আইটেল লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন আইটেল A13. অসাধারণ সব ফিচার নিয়ে বাজারে এসেছে ডিভাইসটি। সল্প দামের স্মার্টফোনে ক্রেতারা সর্বপ্রথম যে জিনিসটি চায় সেটা হল আকর্ষণীয় লুক। ডিজাইনের দিক থেকে কোনো রকম ঘাটতি রাখে নি আইটেল। ডিভাইসটি নিঃসন্দেহে আপনার নজর কাড়বে।
ডিভাইসটির ফ্রন্ট সাইটের টপ প্যানেলে থাকছে এয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা এবং সেন্সরস। অন্যদিকে বটম প্যানেলে থাকছে তিনটি টাচ ক্যাপাসিটিভ বাটন। যার মধ্যে ব্যাক বাটন থাকছে বামপাশে। টাচ ক্যাপাসিটিভ বাটনগুলো লাইট আপ হয় না।ডিভাইসটির ভলিউম বাটন এবং পাওয়ার বাটন থাকছে বামপাশে, হ্যাডফোন পোর্ট দেয়া হয়েছে উপরে অন্যদিকে নিচে দেয়া হয়েছে চার্জিং পোর্ট এবং সেকেন্ডারি মাইক্রোফোন।
ব্যাকসাইটটি প্লাস্টিক বিল্ড। ব্যাকপার্টে শাইনিং লেয়ার দেয়া হয়েছে যেটা রোদের আলো পড়লেই গ্লো করে। ব্যাকপার্টের চারপাশ কিছুটা কার্ভ সেইপ দেয়া হয়েছে যাতে হাতে নিতে ভাল গ্রিপ পাওয়া যায়। ব্যাক সাইটের টপ প্যানেলে থাকছে ক্যামেরা, তার ঠিক নিচেই এল.ই.ডি. ফ্লাশ। বটম সাইটে থাকছে ব্রান্ডিং লোগো এবং স্পিকার।
এতে এন্ট্রি লেভেলের গেইমস যেমন ক্ল্যাশ অফ ক্ল্যান, সাবওয়ে সার্ফ, নীড ফর স্পিড এবং অন্যান্য ছোট এবং মাঝারি গেইম গুলো খেলা যাবে।
ডিভাইসটি 16 Millions কালার সাপোর্টেট হওয়ায় এর ভিডিও কন্টেন্টগুলো খুবই উপভোগ্য হবে। এছাড়া ভিডিও চালু থাকা অবস্থায় অন্যান্য কাজ করার জন্য ডিফল্ট ভিডিও প্লেয়ারে স্ক্রিন উইন্ডো ছোট করার অপশন যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে থাকছে ২৪০০ এম্পিয়ার ব্যাটারি, এতে হেবি ইউজারররা ৫-৬ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। এতে এক্সট্রিম পাওয়ার সেভিং দেয়া হয়ে হয়েছে যেটি একটি মিনিমাল ইউ আই ক্রিয়েট করে যাতে কলিং, ম্যাসেজিং এর মত গুরুত্বপূর্ণ ফিচারগুলো এক্সেস করা যাবে। এই ফিচারের মাধ্যমে অনেকাংশে চার্জ সেভ করা সম্ভব।
এতে মাল্টি একাউন্ট ফিচারটি যুক্ত করা হয়েছে। এই ফিচারটির মাধ্যমে একটি সফটওয়্যার দিয়ে আপনি মাল্টিপল একাউন্ট ব্যবহার করতে পারবেন। এতে অ্যাপ ফ্রিজার দেয়া হয়েছে, এর মাধ্যমে আপনি যেকোনো অ্যাপ ফ্রিজ আপ করে রাখতে পারবেন। ফ্রিজ আপ করা অ্যাপ চাইলে আবার আনফ্রিজও করতে পারবেন।
ডিভাইসটিতে ফন্ট ম্যানেজার ফিচারটিও থাকছে। এই ফিচারটির সাহায্যে আপনি ফোনের ডিফল্ট ফন্ট চেইঞ্জ করতে পারবেন। ফন্ট চাইলে আপনি অনলাইন এর মাধ্যমে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। এতে বিগিনার ইউজার দের জন্য একটি বিল্ড ইন ইউজার গাইড দেয়া হয়েছে। এটি অনেকটা পিডিএফ রিডার এর মত করে রান করবে।
আরো বিস্তারিত জানতে চট জলদি দেখে নিন হ্যান্ডস অন রিভিউ
আমি জিয়াউল ইরফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার কিছু নেই। নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী।