বর্তমান জীবনে ইন্টারনেট ছাড়া আমরা এক মুহুত্ব ও ভাবতে পারি না , তাই আমরা কম্পিউটার না পেলে মোবাইলে ব্রাউজিং করি। সেই ব্রাউজিং কাজে ব্যবহৃত বাজারে থাকা নানান ব্রাউজারের মধ্যে থেকে কয়েকটি সেরা ব্রাউজার নিয়ে আমার এই টিউন
আমার লিঙ্ক দেওয়া ব্রাউজার গুলি আপনি Symbian অথবা Java Supported মোবাইল হলেই হবে
তাহলে শুরু করা যাক
---
প্রথমে নাম করা মোবাইল ব্রাউজার Opera mini
Symbian ভার্সন 3 & 5 Supported মোবাইল জন্য - Opera Mini 10.1
Java Supported মোবাইল জন্য Opera mini 5 beta 2
অথবা Java Supported মোবাইল জন্য Opera mini 5 beta
Opera mini একটা গুনের কথা বলি যা সকলেই জানেন ,Opera mini এর সাহায্যে ইউনিকোড ভিত্তিক ও দেখা যায়। তাই আপনি ইচ্ছাকরলে বাংলায় ও ব্রাউজিং করতে পারবেন
মোবাইলে Opera Mini চালু করুন। এড্রেস বারে about:config অথবা opera:config লিখে ওকে করুন।
মোবাইলের আরও একটি নাম করা ব্রাউজার হল UC Browser
যা দিয়ে আপনি মোবাইলের মত ব্রাউজিং ও কম্পিউটারের গতি সম তে ডাউনলোড করতে পারবেন।আর লোডশেডিং এর সময় দরকারি জিনিস UC Browser দিয়ে ডাউনলোড করতে পারবেন সেটা বলার প্রয়োজন পড়ে না।
Symbian v5 এর জন্য -
এছাড়া মোবাইলে কম্পিউটার মতন ব্রাউজিং করার জন্য ব্যবহার করতে পারেন Bolt ব্রাউজার
Java Supported এর জন্য
-
তাছাড়াও Safari ও , Firefox মতন ব্রাউজার তো আছেই।
Safari মোবাইল ব্রাউজার -
Firefox মোবাইল ব্রাউজার -
আমার জানা ব্রাউজার গুলির নাম ও ডাউনলোড লিঙ্ক দিয়েছি আপনার জানা কোন ব্রাউজার থাকলে শেয়ার করবেন।
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
সুন্দর হয়েছে। ধন্যবাদ।