!!!আপনার মোবাইলকে একটু ভিন্নভাবে দেখুন!! পাল্টিয়ে ফেলুন নকিয়ার ডিফল্ট ফন্ট!!! (পদ্ধতি নং-2)
!!!আপনার মোবাইলকে একটু ভিন্নভাবে দেখুন!! পাল্টিয়ে ফেলুন নকিয়ার ডিফল্ট ফন্ট!!! (পদ্ধতি নং-1)
দ্বিতীয় পদ্ধতির নিয়ম এ তো আমার দেয়া ফ্রন্টগুলো ইন্সটল করতে হয় তাই না?? কেমন হয় যদি আপনিই আপনার পছন্দের কম্পিউটারের কিছু ফন্ট দিয়ে একটি মোবাইলের ফন্ট বানিয়ে নেন? জি ভাইয়েরা আজ আমি মোবাইলের জন্য ফন্ট তৈরী করার পদ্ধতি প্রকাশ করব।
ফ্রন্ট তৈরী করার আগে একটি পরীক্ষা করা যাক। আমার দেয়া এই পদ্ধতির নিয়মে তৈরী করা ফন্ট আপনার সিমবিয়ান মোবাইলে চলবে কিনা তা একটু পরখ করে দেখা যাক। প্রথমে ক্লিক করে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিন।
এবার 3rd Way ফোল্ডারটিকে আনজিপ করুন। এখন Font Remover সফ্টটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন (2য় পদ্ধতির সময় ইন্সটল করে থাকলে আর করতে হবে না)। এবার Testfont.gdr ফাইলটিকে আপনার মোবাইলের যেকোনো স্থানে পাঠিয়ে দিন। আমি আমার মেমোরীকার্ডে পাঠালাম। এবার মোবাইলের কাজ শুরু!
আপনার মোবাইলের যেকোনো Explorer ওপেন করুন। আমি Fexplorer ওপেন করলাম।
এবার ঐ ফাইলটি কোথায় রেখেছি তা বের করলাম।
এবার এটাকে Cut অথবা Copy করুন।
এবার C:\System\ এর ভেতর একটি Fonts নামক ফোল্ডার তৈরী করুন।
এবার Fonts ফোল্ডারটির ভেতর ফাইলটি Paste করুন।
ব্যস এবার আপনার সেট Restart দিন।
Restart শেষে দেখবেন আপনার সেটের ফন্ট পরিবর্তন হয়ে গেছে।ফন্ট ডিলিট করতে কেবল Font Remover সফ্টটা ওপেন করুন এবং Yes চেপে Restart করুন।দেখবেন আগের ফ্রন্ট চলে এসেছে।
তো ফন্ট যে পরিবর্তন হবে তা তো সিউর হওয়া গেল। এবার ফন্ট তৈরী করার পালা। এবার Easy_GDR_Creater সফ্টটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল করা একেবারেই সহজ। ইন্সটল শেষে ডেক্সটপে আসা সর্টকাটটিতে ডাবল ক্লিক করুন।
দেখবেন সফ্টটি ওপেন হবে। আপনার যদি Windows Vista হয়ে থাকে তাহলে সফ্টটিকে ওপেন করতে হলে সর্টকাটটির উপর Right Mouse ক্লিক করে Rus as Administration এ ক্লিক করতে হবে তারপর ওপেন হবে।
সফ্টটি ওপেন হলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন।
এই সফ্টওয়্যারটি যে কোন ভাষায় তৈরী তা আল্লাহপাকই জানেন। তবে ভয়ের কিছু নেই। ভাষা বুঝতে না পারলেও এই সফ্টটি চালানো একেবারেই সহজ। তারপরও আমি আপনাদের সাহায্য করলাম।
আশা করছি একটু ঘাটলেই আপনিও পেরে যাবেন ফন্ট তৈরী করতে। আমার মনে হয় আপনি যদি 2 ঘন্টা যাবৎ ফন্ট তৈরী করে করে মোবাইলে সেট করে দেখেন তাহলে আপনি বেশ ভাল মানের ফন্ট তৈরী করতে পারবেন। 9.gdr ফন্টটি আমি তৈরী করেছি। আপনারা চেক করে দেখতে পারেন। কিভাবে ফন্ট সেট করতে হয় তা তো উপরেই লিখলাম।
আপনারা তিনটি টিউনের মাধ্যমে ফন্ট তৈরী করার সকল উপায়ই শিখে গেলেন। আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তাই না?? টিউনগুলো করা মোটেই সোজা ছিল না। তবুও কষ্ট হলেও ভা্লয় ভালয় শেষ করতে পেরে এখন আনন্দই লাগছে!! ধন্যবাদ জানাতে ভুলবেন না যেন!!
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সাল ভাইএর টিউন মানেই মোবাইল!!! আর চমতকার টিউন !!! ধন্যবাদ ফয়সাল ভাই কে !!!
ভাই আপনার লেখা সকল পোস্ট গুলো খুবই সুন্দর।আমি আপনার একজন ভক্ত হয়ে গেছি। অসাধারন আপনার কালেকসন।আপনার পোস্ট গুলো পড়ে অনেক উপকৃত হয়েছি এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সবশেষে ভাই আপনার কাছে আমার একটা কথা জানার ছিল যদি দয়া করে আমাকে উত্তর দিয়ে উপকৃত করতেন তাহলে খুব খুশি হতাম
আমার আপনার কাছে য যানার ছিল তা হল আপনি লেখার মধ্যে মোবাইলের লাইভ স্ক্রীন সট এর ছবি দিয়ে প্রাকটিক্যাল দেখিয়েছন,আমার প্রশ্ন হল আপনি এই ছবি গুলো কি ভাবে তুললেন? দয়া করে জানালে খুব খুশি হতাম
ফয়সাল ভাই অনেক ধন্যবাদ আপনার দারুন সব মোবাইল টিউন গুলোর জন্য। আপনি কী আমাকে বলতে পারবেন আইফোনে কীভাবে বাংলা দেখা সম্ভব? আইফোনে সাফারিতে ইউনিকোড সাইট গুলোর বাংলা ঠিক মত পড়া যায় না। তবে যদি আইফোনের সাফারির ডিফল্ট ফন্ট কোন বাংলা ইউনিকোড ফন্ট সেট করা যায় তবে হয়ত কাজ হতে পারে। আপনি একটু চেষ্টা করে কী আমাকে জানাতে পারবেন?