ফিনল্যান্ড ভিত্তিক ফিনিশ নকিয়া তাদের নকিয়া ৩, নকিয়া ৫ এবং নকিয়া ৬ এর পর বাজারে আনতে চলেছে আরেকটি ফ্লাগশিপ স্মার্টফোন নকিয়া ৮।
নকিয়া ৮ এ থাকছে টপ অফ দা লাইন এর চিপসেট কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫,আকর্ষনীয় হাই রেজুলেশন এলসিডি ডিসপ্লে,প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ইউনিবডি এবং অবশ্যই লেটেস্ট এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নগাট।
নকিয়া তাদের এই নতুন নকিয়া ৮ স্মার্টফোনটিকে ক্যামেরা ফোন হিসেবে অবিহিত করেছে।তাই এতে থাকছে দুটি ১৩ মেগা পিক্সেল সেন্সরযুক্ত ডুয়াল ক্যামেরা। একটিতে থাকবে অপটিক্যালি কালার স্ট্যাবিলাইজড সিস্টেম আরেকটিতে থাকছে মনোক্রোম প্রযুক্তি।ফ্রন্টে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে - সেলফি ক্যামেরা হিসেবে। নকিয়া এর ওযো(OZO) ক্যামেরা ডিভিশন প্রযুক্তিটি এই নকিয়া ৮ এ থাকছে। অডিও রেকর্ডিং এর জন্য থাকবে স্প্যাশিয়াল ৩৬০` সারাউন্ডিং অডিও রেকর্ডিং। যার মাধ্যমে উচ্চ মানের ভিডিও যেমনঃ ২কে,৪কে এর জন্য মানানসই শব্দ রেকর্ড করা সক্ষম হবে।
নকিয়া ৮ এর বক্সে Connecting People এবার দেখা যাবে না; তবে হ্যান্ডশেক এর সিকুয়েন্সটা থাকছে। নকিয়া ৮ এর বক্স বরাবর এর মত একটি পেপার দিয়ে তৈরি বক্স। বক্সের ভেতর নকিয়া ৮ ডিভাইস,১৮W ফাস্ট চার্জার,একটি ইউএসবি কেবল এবং একটি হেডফোন থাকছে।
বেজেললেস স্মার্টফোন না হলেও, নকিয়া ৮ এর ডিজাইন অনেক সুন্দর।ডিভাইসটি যথেষ্ঠ পাতলা। স্মার্টফোনটির টপ বেজেলে থাকছে ফেস (Phase) ডিটেকশন Zeiss লেন্স যুক্ত ১৩ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। তবে কোন রকম ফ্রন্ট ফ্লাশ থাকছে না। তবে সেলফি তোলার সময় কম আলোতে স্ক্রীন এর লাইট ফিল হয়ত এ ফ্লাশ এর অভাব কিছুটা কমাতে পারবে।একে নকিয়ার ভাষায় বলা হচ্ছে,স্ক্রীন সেলফি ফ্লাশ।
নিচের দিককার বেজেলে থাকবে অবশ্যই একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর, তছাড়াও থাকবে ব্যাকলাইট যুক্ত ক্যাপাসিটিভ টাচ বাটন (ব্যাক ও মেনু বাটন হিসেবে)।
ডিভাইসটির হাতের বাম পাশে থাকছে হাইব্রিড সীম কার্ড স্লট। এই স্লটে সিঙ্গেল সীম ভেরিয়েন্টে একটি ন্যানো সীম ও এসডি কার্ড, আর ডাবল সীম ভেরিয়েন্টে দুটি ন্যানো সীম এবং একটি এসডি কার্ড প্রবেশ করানোর সুবিধা থাকছে। হাতের বাম পাশে রয়েছে ভলিউম অন-অফ বাটন এবং পাওয়ার অন-অফ বাটন থাকবে।
অ্যাপেল এর মত HMD গ্লোবাল ওয়্যারলেসে তাদের ডিভাইসকে টানার প্রয়োজন বোধ করেনি, আর যেহেতু ডিভাইসটি সম্পূর্ন পানি প্রতিরোধক নয় এবং কোম্পানি এটিকে পুরোপুরি পানি প্রতিরোধক হিসেবে তৈরি করেনি; আইফোন ৭ বা এস ৮ এর মত - তাই ডিভাইসটিতে ৩.৫ এমএম হেডফোন জ্যাকটি থাকছেই।এই হেডফোন জ্যাকটির স্হান ডিভাইসটির একদম উপরে। ডিভাইসটির বটম প্যানেলে বা নিয়ে থাকছে একটি মাইক্রোফোন বা মাউথপিস,একটি লাউড স্পিকার আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ব্যাক সাইডে তো ডুয়াল ক্যামেরা থাকছেই।ব্যাক সাইডের এই ক্যামেরা বাংক বা প্লাটফর্মটির উচ্চতা ০.৪ মিলিমিটার মাত্র।এখানে ডুয়াল ক্যামেরা ঠিক নিচে কিউট Zeiss এর লোগো এর দেখা মিলবে।
ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫১.৫*৭৩.৭*৭.৯ মিলিমিটার। এর ওজন প্রায় ১৬০ গ্রাম। যেগুলি একটি ৫.৩ ইঞ্চি এর ডিভাইস এর জন্য পারফেক্ট।তবে নকিয়া অন্যসব কোম্পানির মত বর্ডার বা বেজেললেস ডিসপ্লে বানানোর কারসাজি করতে যায়নি। ডিভাইসটি একটি ৬০০০-সিরিজের অ্যালুমিনিয়াম ব্লকের ওপর তৈরি।সকল প্লেসমেন্টগুলো নকিয়া ৫ এর মতই। ব্যাক প্যানেলটি আসছে সুন্দর পলিসড ম্যাট ফিনিশ এর সাথে।এগুলো তৈরি করতে এবং ফিনিশ আনতে ৪০ ধাপে প্রোসেসিং করা হয়েছে। করনিং গরিলা গ্লাস ৫ এর ৫.৩ ইঞ্চি এর ডিসপ্লেকে করে সুরক্ষিত। নিচের দিককার হোমবাটনটি প্রথমত, দারুন রেসপন্সিভ হোম কী হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত,খুবই কার্যকরী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে।
ফ্লাগসীপ গ্রেড ১৪৪০ রেজুলেশন এর সাথে ডিভাইসটিতে থাকছে ৫.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে।সবাই আশা করেছিলো এবার হয়ত নকিয়া OLED ডিসপ্লে নিয়ে আসবে; তবে HMD গ্লোবাল তথা নকিয়া IPS ডিসপ্লে নিয়ে পরে রয়েছে।যাই হোক, ৫.৩ ইঞ্চি ডিসপ্লে প্যানেলটি নকিয়া ৬ এর থেকে সামান্য ছোট। তবে ৫৫৪ পিপিআই বা পিক্সেল পার ইঞ্চি নিয়ে নকিয়া ৬ এর থেকে বেশি সার্পনেসের অধিকারী। এটি নকিয়া ৬ এর থেকে আরো বেশি ব্রাইটারও বটে।
ডিভাইসটিকে চালনা করবে একটি ৩০৯০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। যা ফ্লাগসীপ গ্রেডের স্মার্টফোন এর জন্য মানানসই বলা চলে।ডিভাইসটি এবং এর ব্যাটারি কুইক চার্জিং ৩.০ প্রযুক্তিটি সাপোর্ট করে এবং নকিয়া ৮ এর বাক্সে একটি ১৮W এর ফাস্ট চার্জারও থাকছে।০% থেকে ৫০% চার্জ হতে তাই আনুমানিক ৩০ মিনিট লাগবে মাত্র।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
মনের মত ফোন