সিম্ফোনি লঞ্চ করল নতুন স্মার্টফোন G20

সম্প্রতি বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফোনি লঞ্চ করল সিম্ফোনি জি২০। সেট টি মোটামুটি লেভেলের কনফিগারেশন দিয়ে তৈরি করা হয়েছে। ডিভাইসটির পেছনে গ্রামীণফোনের একটি ছোট্ট লোগো দেয়া হয়েছে। কারন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের জন্য ডিভাইসটি বিশেষভাবে তৈরি করেছে সিম্ফোনি। ডিভাইসটি নিলে গ্রামীণফোনের অফার পাবে গ্রাহকরা।

তবে সেটা অবশ্যই গ্রামীণফোন সিম ব্যবহারকারীদের জন্য।আপনি সেট যদি কিনতে চান অবশ্যই গ্রামীণফোন কাস্টমার কেয়ার থেকেই নিতে হবে। কারন গ্রামীণফোন চ্যানেল ছাড়া ডিভাইসটি কোথাও পাওয়া যাবে না বলে জানিয়েছে সিম্ফোনি।

এবার ডিভাইসটির কনফিগারেশন নিয়ে একটু কথা বলি-

  • সেটটি দেখতে সুন্দর এবং ফিনিশিংও ভাল।
  • ডিভাইসটি এন্ড্রয়েড মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম চালিত থ্রিজি স্মার্টফোন।
  • ৪ ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ রেজুলেশনের ডিসপ্লে দেয়া হয়েছে ডিভাইসটিতে।
  • সেটটির পুরত্ব দশ এমএম। যেটা তুলনামূলক মোটা সেট ববলতে পারেনন।
  • পেছনের ক্যামেরা দেয়া হয়েছে ২ মেগাপিক্সেল, যেটি দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন তেমন ভাল ছবি আসবে না।
  • সামনের ক্যামেরা ভিজিএ অর্থাৎ ০.৩ মেগাপিক্সেলের। তেমন একটা কাজের না ফ্রন্ট ক্যামেরা।
  • ডিভাইসটির প্রসেসর হচ্ছে ১.২ গিগাহার্জের ডুয়াল কোর প্রসেসর।
  • এটিতে ৫১২ এমবি র্যাম এবং ৪ জিবি রম অর্থাৎ ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে। মেমোরি কার্ড সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত সাপোর্ট করবে।
  • সেটটিতে সেন্সর আছে একটি 'জি-সেন্সর'।
  • তাছাড়া ১৪০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটটি তে।  যেটি তেমন একটা ব্যাকআপ দেবে না বলে মনে হচ্ছে।
  • তবে যারা নেট কম ব্যবহার করেন তাদের জন্য ঠিক আছে। সেটের সাথে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার ফ্রি পাবেন। সেটটির দাম ২৯০০ টাকা।

এতক্ষন গল্প শুনলেন। এবার ১ মিনিট সময় দিয়ে সেটটি দেখে আসুন

সাজেশন:- আপনি যদি নরমাল ইউজার হন অর্থাৎ কোনরকম ব্যবহার করা গেলে হলো এমন যদি হন তাহলে সেট টা কিনতে পারেন। অন্যথায় সেট টি নিয়ে আপনি ভাল সার্ভিস পাবেন না।

বি.দ্র: কোন কম্পানিকে ছোট করার জন্য এই আর্টিকেল লেখা হয় নি। সাধারণদের কথা বিবেচনায় একটা রিভিউ দিলাম ধন্যবাদ।

Level New

আমি জিয়াউল ইরফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার কিছু নেই। নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস