ইউ সি ওয়েব ব্রাজার এই ব্রাউজার টি আমার খুবিই পছন্দের কারন এই ব্রাউজার টা অনেক ফাস্ট ও পাওয়ারফুল ফুল ওয়েব ব্রাউজার। এই ব্রাউজার দিয়ে আপনি যেকন ওয়েব সাইট এ ভিজিট করতে পারবেন খুব সহজেই। ওয়েব সাইট কম্পিউটারের জন্য হক বা মোবাইল এর জন্য হোক সে সাইট টা আপনি দারুন ভাবে ব্রাউজিং করতে পারবেন। এই ব্রাউজার টি সকল সিম্বিয়ান, জাভা, স্মার্টফন কিংবা আইফোন এ ব্যাবহার করতে পারবেন। এই ব্রাউজার এ আপনি নতুন থিম ব্যাবহার করত পারবেন।
সবচেয়ে দারুন হচ্ছে এই ব্রাউজারের ডাউনলোড সিস্টেমটা। হাইস্পিড এ ডাউনলোড হয় আপনার ইচ্ছে মতো ব্লক সাইজ ও একসঙ্গে কয়টা ডাউনলোড করবেন সব চেঞ্জ করতে পারবেন। এই ব্রাউজারে ফাইল মানেজ করার সুবিধাও আছে।
এই ব্রাউজারের হোম পেজ ঃ http://www.uc.cn/English
কম্পিউটার থেকে ডাউনলোড ঃ http://www.uc.cn/English/UCbrowser/product_choose_browser.html
মোবাইল থেকে ডাউনলোড ঃ http://ucweb.com
আমি Md. Mijannur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। এটা নিয়ে আগেও টিউন হয়েছে। একসময় ব্যবহার করতাম। এখন opera mini 5 ব্যাবহার করি।