স্যামসাং গ্যালাক্সি নোট ৮ রিভিউ এবং ফার্স্ট ইম্প্রেশন !!

গ্যালাক্সি এস ৮ এর আমেজ শেষ হতে না হতেই; স্যামসাং আবার লাফ দিয়ে বাজারে চলে এসেছে তাদের নতুন নোট সিরিজ নিয়ে। গত বছরে জঙ্গী ডিভাইস গ্যালাক্সি নোট ৭ (দুঃখিত..) এর জন্য তাদের কম ক্ষতি এবং সমস্যার মুখোমুখি হয় নি। এবার স্যামসাং পূর্ববর্তী সকল ভুল এবং সমস্যার কথা মাথায় রেখে এস৮ ধাঁচের বেজেললেস ডিসপ্লে তথা স্যামসাং এর ভাষায় ইনফিনিটি ডিসপ্লে এর নোট লাইন এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ নিয়ে হাজির হয়েছে।

স্যামসাং এবার তাদের ব্যাটারিজনিত কোনরকম সমস্যা হবেনা এমন প্রতিশ্রুতি দিয়েছে। তাই যদি ব্যটারি বা এরকম কোন এক্সিডেন্টাল ইস্যু, যা ঘটেছিল গতবার নোট ৭ এর সাথে; যদি উপেক্ষা করা হয়- তবে এবার বলা যেতেই পারে; স্যামসাং এবার দারুন একটা বিস্ট বাজারে আনতে চলেছে!

অনেকের মত আপনিও যদি স্যামসাং এর এসব বড় মাপের ডিভাইস বা "ফ্যাবলেট" এর ফ্যান হয়ে থাকেন। তবে গ্যলাক্সি নোট ৮ আপনার পছন্দ হবেই; কেননা সম্প্রতি লঞ্চ হওয়া এস ৮ প্লাস এর চেয়েও এর সুবিধা  থাকছে বেশি। এই নোট ৮ এ থাকবে বেশি ক্ষমতার ব্যাটারি,আরও  বড় ও সার্প ডিসপ্লে যা স্যামসাং এর ফ্যাবলেট সিরিজে এই প্রথম।আর এর ব্যাটারির আকার এস ৮ প্লাস এর ব্যাটারির চেয়ে ছোট,তবে ক্ষমতা বেশী। নি:সন্দেহে এই সুপার স্মার্টফোনটি স্যামসাং এর সবচেয়ে বিগ বাজেট ডিভাইস হতে চলেছে।

পূর্ববর্তী নোট ৪/৫ বাজার মাতিয়ে থাকলেও; টেকনিকাল ফল্ট এবং জঙ্গীসুলভ (আবার..) আচরনের জন্য নোট ৭ টিকে তো থাকতে পারেই নি; বরং আরও স্যামসাং এর জন্য খারাপ কিছু বয়ে এনেছিল। তবে এই নোট ৮ দিয়ে আশা করা যায় এটি গ্যালাক্সি নোট ৪ এবং ৫ এর সাক্সেসর হয়ে ব্যাপক বাজার পাবে।

স্যামসাং নোট সিরিজ প্রেমীরা কয়েকবছর ধরে পুরাতন সব নোট ৪-৫ নিয়ে পরে ছিলেন। অনেকে এই শূন্যস্হান পূরন করার জন্য আবার এস-পেন বিহীন গ্যালাক্সী এস৭ এডজ এবং এস৮ এর দিকেও তাকিয়েছেন। তাও, "চায়ের পিপাসা কি সরবতে মেটে?" তবে এবার নোট ৮ তাদের মুখে নিঃসন্দেহে হাসি ফোঁটাতে চলেছে।

একনজরে গ্যালাক্সি নোট ৮ঃ

  • বডিঃ পলিসড অ্যালুমিনিয়াম ফ্রেম,IP68 সার্টিফাইড ধুলা-বালি ও পানি প্রতিরোধক, গরিলা গ্লাস ৫ উভয়পাশে।
  • কালারঃ মিডনাইট ব্লাক,অরচিড গ্রে,ডীপসি ব্লু,ম্যাপল গোল্ড।
  • ডিসপ্লেঃ ৬.৩" সুপার অমোলেড "ইনফিনিটি ডিসপ্লে", ২৯৬০*১৪৪০ পিক্সেল রেজুলেশন,৫৫২ পিপিআই (পিক্সেল পার ইঞ্চি), এইচডিআর (HDR) ১০ কম্প্যাটিবল।
  • ব্যাক ক্যামেরাঃ প্রাইমারি -১২ মেগাপিক্সেল,টাইপ ১/২.৫৫" সেন্সর,f/১.৭ এপার্চার। সেকেন্ডারি- ১২ মেগাপিক্সেল,টাইপ ১/৩.৪" সেন্সর, f/২.৪ এপার্চার,ডুয়াল পিক্সেল ফেস(Phase)ডিটেকশন অটোফোকাস, ওআইএস (উভয়), ২X জুম ২১৬০p/৩০fps ভিডিও রেকর্ডিং।
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল, f/১.৭ এপার্চার,অটোফোকাস,১৪৪০p/৩০fps ভিডিও রেকর্ডিং।
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড নগাট ৭.১.১
  • সফটওয়্যারঃ স্যামসাং গ্রেস ইউএক্স,বিক্সবি ভার্চুয়াল অ্যাসিসটেন্ট,স্মার্ট কানেক্ট,স্মার্ট কানেক্ট হোম।
  • চিপসেটসঃ কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ - অক্টাকোর সিপিইউ, এডরিনো ৫৪০ গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট। এক্সিনস ৮৮৯৫ - অক্টাকোর সিপিইউ, মালি জি৭১ গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট।
  • মেমোরিঃ ৬ জিবি Ram, ৬৪ জিবি স্টোরেজ, আপটু ২৬৪ জিবি এসডি কার্ড সাপোর্ট, ইউএফসি কার্ড সাপোর্ট।
  • ব্যাটারিঃ ইন্টারনাল (সিলড) ৩৩০০ এমএএইচ লি-পো ব্যাটারি, এস ৭-৮ এর মতন স্মার্ট চার্জিং।
  • কানেক্টিভিটিঃ সিঙ্গেল+ডুয়াল সীম, এলটিই ৪জি,ইউএসবি টাইপ - সি (v৩.১), ওয়াইফাই, জিপিএস, এনএফসি,ব্লুটুথ ৫.০
  • বিবিধঃ এস-পেন স্টাইলাস (৪০৯৬ চাপ), ফিঙ্গারপ্রিন্ট/আইরিস/ফেস রিকগনিশন, সিঙ্গেল স্পিকার (নিচে),৩.৫ এমএম জ্যাক,সাথে একেজি হেডফোন।

বর্ণনাঃ

স্যামসাং গ্যালাক্সি নোট ৮ আগষ্টের ২৩ তারিখ থেকে ইংল্যান্ডে এবং ২৪ তারিখ থেকে আমেরিকায় বিক্রি শুরু হয়ে গিয়েছে। ২ মাস এর মধ্যে আশা করা যায় বাংলাদেশে এটি চলে আসবে। এর দাম ৯৫০ আমেরিকান ডলার। এখনও শিউর না। তবে দাম সম্পর্কে তথ্য পাওয়া গেলে এই আর্টকেলে তা আপডেটেড করে দেয়া হবে।

স্যামসাং এর "৮" এই সিরিজটি অর্থাত এস ৮ ও নোট ৮ এগুলোর সবচাইতে যে নতুনত্ব তা হল "ইনফিনিটি ডিসপ্লে"; বেজেললেস এবং এডজ-টু-এডজ ডিসপ্লে। আর গ্যালাক্সি নোট ৮ এ থাকবে এই ডিসপ্লে টির সব থেকে বড় ভার্সন। যা হল ৬.৩ ইঞ্চি আল্ট্রা QHD ডিসপ্লে। এস ৮ এবং এস ৮ প্লাস এর থেকে বেশি ডিসপ্লেতে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। এই ডিসপ্লেতে আরও যে স্যমসাং এর চিরাচরিত প্রযুক্তি অমোলেড এবং এইচডিআর তো থাকছেই।

তবে ডিজাইন এর ক্ষেত্রে স্যামসাং যে সমস্যাটি আবার করেছে; তা হল ফিঙ্গারপ্রিন্ট প্লেসমেন্ট।স্যামসাং ব্যবহারকারীরা আশাই করেছিল; এস ৮ এর পর কোন কিছুতে হয়ত ফিঙ্গারপ্রিন্ট সামনে আনা হবে।তবে সেই আশা মাটি করে এস ৮ ও এস ৮ প্লাস এর ডিজাইন এর পথেই হাটল স্যমসাং। তবে এটা সত্য, এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর প্লেসমেন্ট যেখানেই হোক না কেন; এর কর্মদক্ষতার তুলনা হবে না কারো সাথে।

এস ৮ এর মতন ডিভাইসটির আইরিস স্ক্যানিং শতভাগ নিঁখুত নয়।

স্যমসাং এর পক্ষ থেকে এর ক্যামেরা দুটি হতে চলেছে সবচেয়ে বড় আপডেট। পিছে দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা সহ ডুয়াল ক্যামেরা সেট। আইফোন ৭ এর মত, একটি টেলিফটো লেন্স, তাই জুমিং এ ছবির মান খারাপ আসার প্রশ্নই আসে না।

আর এই দুটি সেন্সর ওয়ালা ডুয়াল ক্যামেরা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ব্লুর করা যাবে একদম নিখুঁত ভাবে। তাই এটি হয়ত আপনার ডিএসএলআর ক্যামেরা কেনার আশা মিটিয়ে দিতে পারে।

একটি গুরুত্ববহ আপডেট স্যামসাং এখনও করে নি !! তা হলো, ডুয়াল স্পিকার; এস ৮ এও স্যামসাং সিঙ্গেল স্পিকার দিয়েছে আর এবারও তার বিকল্প করল না।এই নোট ৮ এ কেবল একটি সিঙ্গেল স্পিকার থাকবে ডিভাইসটির নিচে।

স্যামসাং গ্যালাক্সি নোট ৮ এর এস-পেনটি হবে এই পর্যন্ত বের হওয়া নোট সিরিজগুলোর এস-পেন এর চাইতে সবচেয়ে বেশী কার্যকরী এস-পেন। এতে ৪০৯৬ লেভেল প্রেসার সেন্সিটিভিটি বিদ্যমান। প্রেসার সেন্সিটিভিটি,হালকা ওজন এবং ফ্লেক্সিবল টিপ এটিকে সবচেয়ে আরামদায়ক এস-পেন এ পরিনত করেছে।

এস ৮ এর মতন এই স্যামসাং নোট ৮ এও থাকবে স্যামসাং এর ডিজিটাল অ্যাসিসটেন্ট বিক্সবি সফটওয়্যারটি।এটি কাজ করবে যেমনটি কাজ করে গুগল অ্যাসিসটেন্ট। তবে নিশ্চয়ই এতে থাকবে আরও নানা ফিচারস এবং নতুনত্ব।

যখন সব অনলাইন টেক ওয়েবসাইট ও চ্যানেল এর মূল ট্রেন্ডিং গ্যালাক্সি নোট ৮ তখন আমরা কেন নয়!! টিউমেন্ট এ আপনার মতামত জানান। এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ

সামাজিক মাধ্যমে আমিঃ ফেসবুক | টুইটার 

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস