ফন্ট পরিবর্তনের প্রথম নিয়মটা একটু কঠিন ছিল এবং সকল সেটে কাজও করে না তাই আগে লিখেছিলাম তবে এখনকার পদ্ধতিটা একেবারেই সহজ!! এবং আপনার সিমবিয়ান সেটে যে কাজ করবে তারও 100% সিউরিটি আছে। তো বকবক না করে শুরু করা যাক!
প্রথমে ক্লিক করে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিন। এটি একটি জিপ ফাইল। কাজ শুরু করার আগেই জিপ থেকে Font Remover নামক সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার ফ্রন্ট পরিবর্তনের পালা। আপনাকে কিছুই করতে হবে না। কেবল 2nd Way নামক ফোল্ডারের ভেতর থেকে যেকোনোটা মোবাইলে ইন্সটল করে নিন।
আমি এই কাজ কম্পিউটারের Pc Suite এর সাহায্যেই করে নিলাম। আপনি Pc Suite ছাড়াও মোবাইলে ফাইলগুলো Send করে পরে Explorer ব্যবহার করেও এই কাজ করতে পারেন। ইন্সটল শেষে আপনি আপনার সেটকে Restart করুন।
আমি Fexplorer সফ্টটি দিয়ে Restart দিলাম।
Restart শেষে আপনি আপনার নতুন ফন্ট দেখতে পাবেন।আপনাদের সাথে সাথে আমিও আমার ফন্টটি পাল্টে নিলাম এবং কিছু স্কিনসট ও দিলাম। কত সহজ না!!
ফন্ট পরিবর্তন করা তো হল এবার পূর্বের অবস্থায় ফিরে যাবার পালা। আপনারা শুরুতে ইন্সটল করা ঐ Font Remover সফ্টটা ওপেন করুন।
ওপেন করার সাথে সাথেই দেখবেন লেখা আসবে Do you want to delete font?
আপনি Yes চাপবেন। Yes চাপার সাথে সাথেই লেখা উঠবে Font Removed, Restart Your Phone! এবার আপনি আপনার সেট Restart করুন। দেখবেন আগের অবস্থায় চলে এসেছে। এবার আপনি ইচ্ছা করলে অন্য ফন্ট ইন্সটল করতে পারেন এবং পরে আবার Font Remover দিয়ে ঐটাও ডিলিট করতে পারেন।
এই পদ্ধতি আপনার সিমবিয়ান মোবাইলে কাজ করবে তা আমি জানি!! আমার পরবর্তী টিউনের নিয়মেও আপনার সেটের ফন্ট পাল্টানো যাবে। আর সুখবর হল আপনি আমার পরবর্তী নিয়ম ব্যবহার করে আপনার কম্পিউটারের যেকোনো ফন্ট মোবাইলে সেট করতে পারবেন(S60 V3 সেটের ক্ষেত্রেও প্রযোজ্য)। কি দারুন না?? একটু অপেক্ষা করুন আশা করছি আগামীকালই ঐ টিউনটা প্রকাশ করব।
এই পদ্ধতি S60V3 সেটে কাজ করানোর একটি ট্রিক: “যেহেতু আমার দেয়া ফন্টগুলো সিস ফাইল সেহেতু নকিয়া ভার্সন থ্রি সেটে ইন্সটল নাও হতে পারে। তাই একটি ট্রিক দিয়ে দিচ্ছি আশা করি কাজ করবে। তবে এই ট্রিকটির জন্য আপনার S60V3 সেটের পাশাপাশি একটি S60V2 সেটও লাগবে। প্রথমে উভয়সেটে যেকোনো একটি এক্সপ্লোরার ইন্সটল করে নিন। এবার S60V2 সেটে ঐ ফন্টগুলোর যেকোনো একটা ইন্সটল করে Restart করুন। Restart শেষে সেটটির ফন্ট পাল্টে যাবে তাই তো! এবার ঐ Explorer ওপেন করুন। এবং C\System\Fonts ফোল্ডারের ভেতর ঢুকুন এখানে একটি ফাইল দেখতে পাবেন। ঐ ফাইলটি আপনার S60V3 সেটে ট্রান্সফার করে ঐ একই লোকেশানে(C\System\Fonts) স্থাপন করুন। এবার আপনার ভার্সন থ্রি সেটটি Restart করুন। দেখবেন কাজ করবে।"
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
vai java applicable set nieo majhe majhe kichhu lekhben. apnito dekhchhi bimatasulov achoron shuru korechhen java applicable set er sathe
Bro I need “Oxford Concise English Dictionary” latest version with registration key. Can any 1 help me to get it??????
জটিল হইছে ফয়সাল ভাই।এতদিন জানতাম আমি সিম্বিয়ান বস।কিন্তু এখন জানতেছি আপনি।মজা করলাম।কিন্তু টিউনটা জটিল হইছে।