FRP/Google account remove করুন নতুন উপায়ে(স্ক্রিনশট+ভিডিও)

আপানারা অনেকেই জানেন যে FRP রিমুভ করার জন্য পুরান যে way গুলো ছিলো সেটা android ভার্সন 6.0 থেকে এর পরের ভার্সন গুলোয় কাজ করেনা তাই আপনাদের আজকে যে way টি দেখাবো সেটা দিয়ে আপনি নতুন ভার্সন গুলোর ও গুগল একাউন্ট রিমুভ করতে পারবেন

তো শুরু করা যাক

প্রথমে  যা প্রয়োজনঃএকটি usb cable+একটি  সিম কার্ড+কম্পিউটার+wifi+একটি সফটওয়ার

ডাউনলোড

সফটওয়ার টি ডাউনলোড করে নিন

সিম কার্ড টি মোবাইলে প্রবেশ করান। যদি আপনার ফোন টি ডুয়েল সিমের হয় তবে প্রথমে এক নাম্বার স্লটে ডুকিয়ে ট্রাই করুন

যদি কোন প্রকার error আসে তবে দুই নাম্বার স্লটে ডুকিয়ে ট্রাই করুন

এরপর আপনার google account লক করা ফোন্ টি চালু করে কম্পিউটারের সাথে usb দিয়ে কানেক্ট করুন

 

এরপর ডাউনলোড করা সফটওয়ার টি ওপেন ক্রুন,ওপেন করলে এই রকম  আসবে .

এখান থেকে আপনি display tab এর আন্ডারে থাকা half duplex টি মার্ক করুন।তারপর পোর্ট tab এ গিয়ে আপনার পোর্ট নাম্বার টি বসান।পোর্ট নাম্বার জানা না থাকলে এখানে দেখুন

পোর্ট নাম্বার ঠিক মতো বসিয়ে ওপেন এ ক্লিক করে এরপর চ্যাঞ্জ বাটনে ক্লিক করুন নিচের ছবির মতো

সবুজ রঙ এর তিনটা মার্ক দেখলে বুঝবেন ঠিক আছে

এরপর send tab গিয়ে প্রথম বক্স এ কোডটি টাইপ করুন(at+creg?\r\n) এরপর send বাটনে ক্লিক করুন

নিছের ছবি লক্ষ্য করুন

সব কিছু ঠিক থাকলে নিছের ছবির মতো রেজাল্ট দেখতে পাবেন

এরপর দুই ন্মবার টেক্সট বক্স এ কোড টি টাইপ করুন (atd1234;\r\n)এবং সেন্ড বাটনে ক্লিক করুন

স্ক্রিনে যদি ok massage আসে তাহলে আপনার ফোনের স্ক্রিনে দেখুন ডায়েলিং হচ্ছে

আমি আবারো বলতেছি কোন প্রকার error দেখালে দুই নাম্বার স্লটে সিম ডুকিয়ে চেষ্টা করুন

ডায়েলিং কল টা কেটে দিন দেখবেন massage oঅপশন আছে সেখানে টাচ করুন এবং টাইপ করুন google.com তারপর সেন্ড করুন।এবার সেন্ড করা টেক্সট এর উপর টাচ করুন আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে,ব্রাউজার সিলেক্ট করুন তারপর ব্রাউজারের সার্চ বক্স এ টাইপ করুন gsmmarhaba.com এইখানে গেলে আপনি google account manager এবং কুয়িক সর্টকার্ট  সফটওয়ার টি ডাউনলোড করুন তারপর samsung app এ টাচ করে সার্চ বক্স থেকে es file explore টি টাইপ করে নামিয়ে নিন।যদি samsung একাউন্ট না করা থাকে তবে অবশ্যই করে নিবেন এরপর es file explore টি ওপেন করে ডাউনলোড ফোল্ডারে গিয়ে প্রথমে google account manager তারপর কুয়িক সর্টকার্ট অ্যাপ টি  ইন্সটাল করুন। কুয়িক সর্টকার্ট অ্যাপ টি ওপেন করুন এরপর সার্চ বক্স এ  google account manager  লিখে সার্চ করুন।এখানে email and password টি সিলেক্ট করুন

তারপর Try তে টাচ করুন এখানে আপনাকে লগিন করতে বলবে আপনি log in by browser  এ টাচ করুন এরপর ব্রাউজারে একটি gmail account বসান পাসওয়ার্ড দিয়ে লগিন করুন তারপর মোবাইলের হোম বাটন প্রেস করে বেরিয়ে আসুন ফোনটি অফ করুন পুনরায় চালু করুন এবার email account এর জায়গায় ব্রাউজারে যে একাউন্ট দিয়ে লগিন করেছেন সেটি বসান

ফোন ভেরিফায়েড হয়ে গেছে এবার ফোনটি সেটিং এ গিয়ে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিন

এরপর ও বুজতে সমস্যা হলে ভিডিও দেখুন

 

Level 0

আমি মিঃ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মিঃ শিমুল,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।