বাজারে আসছে Symphone ব্র্যান্ডের নতুন ট্যাব SYMTAB 25

Symphony নিয়ে আসছে নতুন কিছু পন্য। Smartphone এর পাশাপাশি এবার symphony নিয়ে আসছে SYMTAB 25। এইটি SYMTAB সিরিজের Tab।

এক পলক 

OSAndroid Nougat 7.0
Display7.0" WSVGA IPS Display
Camera5MP+2MP Camera
Processor1.3 GHz Quad Core
RAM2GB DDR3
ROM16GB
Expandable MemoryUp to 32 GB
SIMDual SIM (Regular)
Battery3500mAh Li-Polymer
MultimediaMP3, MP4, FM
Dimension192.0 X 107.8 X 9.8mm
Connectivity3G, Wi-Fi, Bluetooth

Symphony অফিসিয়াল ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ট্যাবটি ৭ ইঞ্চি WSVGA IPS Display। এর অপারেটিং সিস্টেম Android Nougat 7.0। 1.3GHz 4x 32bit Cortex-A7 এর প্রোসেসর।

নেটওয়ার্কের বিষয়ে বলতে গেলে এই ট্যাবে ২ জি ও ৩ জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। কিন্তু ৪ জি নেটওয়াক সাপোর্ট করবে না।ডুয়াল সিম ও রেগুলার সিম স্লট।  2 GB RAM ও 16 GB ROM এর এই ট্যাব। চাইলে এই ট্যাবে ৩২ জিবি পর্যন্ত মেমোরি উঠাতে পারবেন।

 

SYM TAB 25

এই ট্যাব ১৯২.০ X ১০.৭.৮  X ৯.৮ মিলিমিটারের ডাইমেনশন ও ২৬৫ গ্রাম ওজন। এই ওজন ব্যাটারি সহ। এর ব্যাটারি ৩৫০০ mAh চার্জ ক্যাপাচিটি।  এর  Talk Time 12 ঘন্টা আর Standby Time 450 ঘন্টা। তবে এই সময় নির্ভর করবে  নেটওয়ার্কে ব্যবহারের উপরে।

এই ট্যাবের ক্যামেরা হলো ৫ মেগা পিক্সেল রিয়ার(Back Camera)  ও ব্যাক ক্যামেরা (Front Camera) ২ মেগা পিক্সেল। Back ক্যামেরাতে ফ্ল্যাস সাপোর্টেড।শুধু তাই না  ব্যাক ক্যামেরা 4 X Zoom সাপোর্টেড। সাথে ফেইস বিউটি  ,প্যানারোমা,ফ্ল্যাস ল্যাম্প সহ বেশ কিছু ফিচার চালু আছে।

বিশেষ ফিচারঃ

বিশেষ ফিচার বলতে Battery Optimization Mode, Eco Mode (Super Power Saving)  ।

দামঃ ৮৪৯০ টাকা

এই ট্যাবটি খুব তাড়াতারী বাজারে আসছে।

তথ্যসুত্রঃ Symphony Official Web Site 

Tab Price In Bangladesh

Level 1

আমি SmartphonesBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু বলার নাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় SmartphonesBD ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

Check Now