সাশ্রয়ী দামে দারুণ কনফিগারেশনের স্মার্টফোন বাজারে এনে দ্রুততম সময়েই দারুণ জনপ্রিয়তা পাওয়া চীনা প্রতিষ্ঠান শাওমির সাড়া জাগানো ফ্ল্যাগশিপ ফোন এম আই ৬ শীঘ্রই বাংলাদেশে আসছে; মোবাইল অপারেটর রবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড ফোনটি আনতে চলেছে।
ডুয়েল রেয়ার ক্যামেরার এই ফোনে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহৃত হয়েছে। ৬ গিগাবাইট র্যামের এই ফোনে ৬৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী রয়েছে। ফোনটির দাম ৪৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ফোনটি শুধুমাত্র কালো রংয়ে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৮ জুলাই থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে; রবি শপ, অনুমোদিত মি স্টোর কিংবা গ্যাজেট অ্যান্ড গিয়ারের যেকোন আউটলেট থেকে ফোনটির প্রি-অর্ডার করা যাবে। মাত্র ১০০০ টাকা দিয়ে প্রি-অর্ডার করলে শাওমির ফিটনেস ব্যান্ড মি ব্যান্ড ২ পাওয়া যাবে একদম বিনামূল্যে! সেইসাথে আছে রবির ১০জিবি ইন্টারনেট একদম ফ্রি! এর পাশাপাশি আছে ২ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি ও 0% ইন্টারেস্টে ৬ মাসের EMI সুবিধা।
সুপ্রিয় টিউনারবৃন্দ, Xiaomi Mi 6 ফোনটি সম্পর্কে আপনাদের মতামত কী? জানান টিউমেন্টে।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
কষ্ট করে লেখার জন্য ধ্ন্যবাদ।আসা করি আরো এরকম টিউন উপহার দিবেন।