হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই ? সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। যারা টাইটেল দেখে বিশ্বাস করতে পারছেন না, তারা ধৈর্য সহকারে পড়ুন। আর হ্যা এটই টেকনিক গুলো কেউ কোন খারাপ কাজে লাগাবেন না, কারন এটি শুধু মাত্র শিক্ষনীয় লেখা, কেউ কোন খারাপ কাজে লাগালে লেখক বা টেকটিউনস দায়ী থাকবে না।
সমস্ত নেটওয়ার্কিং বই ঘেটে যা বের করা সম্ভব হলো সেটাই বলবো আজ। পুলিশ মূলত মোবাইল নেটওয়ার্ক/সেল টাওয়ার এর মাধ্যমে মোবাইল নাম্বারের লোকেশন ট্রাকিং করে। এখন কিভাবে করে, এ প্রশ্নটা হয় সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে।
আপনি হয় তো জানেন না আপনি কোন নেটওয়ার্কের আওতায় আছেন, কারন মোবইলের ডিফল্ট নেটওয়ার্ক সিষ্টেমে নিজের নেটয়ার্ক লোকেশন দেখার কোন সুযোগ নেই।
এখন আগেই বিস্তারিত পড়ার দরকার নেই। এরপর আরো ২ টা জিনিস আছে যেগুলো হলো:
এখানে MCC হচ্ছে 470
MNC হচ্ছে ০১ অর্থাত গ্রামীন ফোন। বাংলাদেশের প্রত্যেকটি অপারেটর এর আলাদা কোড আছে।
এবার দেখুন ম্যাপ লোকেশন
এখানে নীল রঙ্গের ২ টি পিড়ামির রয়েছে, একটি সিম ১ ও অন্যটি সিম ২। এই দুটি টাওয়ারই আমি ব্যবহার করছি এবং এ দুটি টাওয়ার এর যে নাম্বার এই দুটি নাম্বারই হচ্ছে আমার বা আপনার লোকেশন নাম্বার।
এরজন্য অ্যাপস ব্যবহার করতে হবে, এপসটি প্লে ষ্টোর থেকে ডাউনলোড করতে হবে। যে এপসটি দিয়ে শুধু নিজের CID and Lac আইডি বের করা যায় আপনি যে কারো ল্যাক ও সেল আইডি বের করতে পারবেন না। তবে পুলিশ বা র্যাব পারবে। এপস টি ভিডিওতে দেখতে পাবেন। এখন প্রশ্ন পুলিশ কিভাবে যে কারো ল্যাক ও সেল আইডি বের করে , হ্যা সেটা জানাবো, তবে এত লিখে বোঝানো সম্ভব নয় একটি ভিডিও দিচ্ছি টোতে উল্লেখ করেছি এপস এর নাম, ও কোন সাইট ব্যবহার করে কোথায় CID and Lac আ্ডি ব্যবহার করে লোকেশন কিভাবে বার করবেন। খুব ধৈর্য সহকারে সব বিষয়গুলো মিলাবেন তাহলেই বুঝতে পারবেন।
ভিডিও:
আর এর পরেও কোন প্রশ্ন থাকলে টিউনে টিউমেন্ট করুন। আর ভালো থাকুন, ভালো রাখুন। আর হ্যা আবারো বলছি, আর হ্যা এটই টেকনিক গুলো কেউ কোন খারাপ কাজে লাগাবেন না, কারন এটি শুধু মাত্র শিক্ষনীয় লেখা, কেউ কোন খারাপ কাজে লাগালে লেখক বা টেকটিউনস দায়ী থাকবে না।
আমি ইমন মোবাইল টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ভিডিও তে এত মিউসিক যে আপনার বক্তব্য ঠিক মত শুনতে পাওয়া যা্্য না