দূর থেকে আপনার প্রিয়জনের মোবাইলের কাজ আপনি নিজেই করে দিন সরাসরি

আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা সুপার টিউন শেয়ার করব। তো টিউন টা আপনার যেভাবে কাজে লাগতে পারে তাহল আপনি যদি আপনার কোন বন্ধু বা অন্য কারও মোবাইল নিজের কন্ট্রলে নিতে চান তবে এই টিউন আপনার জন্য।

যদি আপনি দূরে থাকেন কিন্তু একটা সমস্যা সমাধান করতে হবে অন্য কারো মোবাইলে তাহলে আপনি সহজে সরাসরি এই পদ্বতি এর মাধ্যমে কাজটা করে দিতে পারবেন।

কি কি সুবিধা পাবেন এই পদ্বতি এর মাধ্যমে

  • দূর থেকে অন্য কারো মোবাইল থেকে আপনি সেই মোবাইলকে নিজের কন্ট্রলে নিয়ে সেই মোবাইল এর সকল ফাইল বা অডি,ভিডি নিজের মোবাইলে আনতে পারবেন।\
  • চাইলে নিজের ফাইল তাকে দিতে পারবেন দূর থেকে।
  • তার যদি মোবাইলে কোন সমস্যা হয় তাহলে সেই মোবাইল এর display নিজের নিয়ন্ত্রনে এনে তাকে সেই সমাধান দিতে পারবেন।
  • টিমওয়ার্ক করতে পারবেন একসাথে।
  • বিভিন্ন জটিল কাজ দুইজনে মিলে করতে পারবেন।

কিভাবে কাজ করে এটি

Teamviewer নামে মোবাইল এবং পিসি উভয় এর জন্য একটা সফটওয়ার আছে যার মাধ্যমে একজনের মোবাইল এর display এর রিমোর্ট কন্ট্রল নিজের হাতে নিয়ে কাজ করা যায়। ব্যাপারটা হল অন্য কোন মোবাইল বা পিসি এর display আপনার পিসি বা মোবাইলে নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে আপনি তাকে কাজটা করে দিতে পারেন।

এর মাধ্যমে খুব দরকারি কাজগুলো করে নেওয়া যায়। সাধারনত teamviewr ওপেন করলে একটা আইডি পাওয়া যায়। এখন অন্য পিসি বা মোবাইলে teamviewer ওপেন করে সেই আইডি দিয়ে কানেক্ট করলে সেই মোবাইল display এর সকল প্রকার কন্ট্রল নিজের কাছে চলে আসে। এভাবে কাজটি করতে হয়।

আমি এই পর্যন্ত teamviewer দিয়ে অনেক সমস্যা সমাধান করেছি যেমন অন্য কোন ব্যক্তি সমস্যায় পড়লে আমি তাকে বিভিন্নভাবে এটা দিয়ে সমাধান করেছি। তাই আশা করি আপনারাও অনেক হেল্প হবেন।

যেভাবে আপনি এই কাজটি করবেন।

তো উপরের কথাগুলো পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই টিউনটি follow করতে পারেন। আপনারা যাতে কোন সমস্যা না পড়েন সেজন্য অনেক কষ্ট করে আমি একটা ভিডিও বানিয়েছি এই টিউটরিয়াল এর উপর আশা করি আপনাদের ভালো লাগবে।যারা যারা শিখতে চান এই টিউটরিয়ালটি তারা এই ভিডিটি দেখুন

আজকের মত খোদা হাফেজ। নতুন নতুন টিউটোরিয়াল পেতে এরকম আরও সুপার টিপস পেতে বাংলা ভাষার সেরা ওয়েবসাইট টেকটিউনস এর সাথেই থাকুন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

ব্যাই ব্যাই ভালো থাকবেন সবাই।

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস