আপনার 3.5 mm ওয়্যার হেডফোনকে বানিয়ে ফেলুন ব্লুটুথ হেডফোন

হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি দরকারি উপসঙ্গ। আমরা সাধারণত তারওয়ালা (অর্থাৎ ওয়্যারড) হেডফোনই ব্যবহার করে থাকি। সাধ ও সাধ্য থাকলেই সাধারণত ব্লুটুথ হেডফোন ব্যবহার করা সম্ভব। কারণ এক একটি সাধারণ ব্লুটুথ হেডফোনের দাম শুরুই হয় ৯০০/১০০০ টাকা থেকে। তাই ইচ্ছে থাকলেও এই হেডফোনের ব্যবহার আর হয়ে উঠে না।

এই সমস্যা থেকে উত্তরণের জন্য গুগলে সার্চ করা শুরু করলাম এবং জানতে পারলাম একটি ‘ব্লুটুথ অডিও রিসিভার’ হলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আর এই ‘ব্লুটুথ অডিও রিসিভার’ অনেক কম দামে কেনা সম্ভব (দামীও রয়েছে)। ইন্টারনেট থেকে নেয়া ছবি লোকাল মার্কেটে দেখালাম, তারা ডিভাইসটি কেউ চিনলই না...!

এবার AliExpress এ সার্চ করা শুরু করলাম। মাত্র ৩ ডলারের মধ্যেই পেয়ে গেলাম। টিউনার বন্ধুরা নিশ্চয়ই জানেন যে বর্তমানে AliExpress থেকে আমরা খুব সহজেই যে কোন প্রোডাক্ট দেশের যে কোন জায়গায় আনিয়ে নিতে পারি। আমিও আনিয়ে নিলাম Facebook এর একটি Group এর মাধ্যমে (সব মিলিয়ে আমার খরচ পড়েছে ২৯০ টাকার মত)।

আমার ডিভাইসটি দেখতে এইরকমঃ

এর সাথে ছিলঃ

১. ‘ব্লুটুথ অডিও রিসিভার’
২. USB Charging Cable
৩. 3.5 mm কানেক্টর

এবার আসা যাক কানেকসনের পালায়ঃ

Bluetooth চালু করে সার্চ করলে ডিভাইসটি সো করবে। নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

ডিভাইসটি কানেক্টেড হবার পর Voice Confirmation এ “Divice Connected” বলা হবে। ডিভাইসটির ব্যাটারীর অবস্থা Notification Panel এ দেখাবে।

ব্যাটারী Low হলে নিচের মত দেখাবে।

কানেকসনের পালা শেষ (ডিভাইস কানেক্টেড অবস্থায় নীল লাইট ব্লিঙ্ক করবে)। এবার আপনি আপনার যে কোন 3.5 mm হেডফোনকে ‘ব্লুটুথ অডিও রিসিভার’ এর 3.5 mm  পোর্টে লাগিয়ে নিলেই আপনার পছন্দের হেডফোনটি রূপান্তরিত হবে সম্পূর্ণ ব্লুটুথ হেডফোনে।

এবার যে কোন রকম গান উপভোগ করুন এই হেডফোনের মাধ্যমে।

এক্সট্রা টিপস

আপনি কী এফএম রেডিও শোনতে চান? এই ব্লুটুথ হেডফোন ব্যবহার করেই এফএম রেডিও শোনতে পারবেন! এর জন্য আপনাকে ডিভাইসটির সাথে পাওয়া 3.5 mm কানেক্টরটি মোবাইলের 3.5 mm পোর্টে লাগাতে হবে (খেয়াল করুন মোবাইলের পোর্টে। কারণ এফএম শুনতে একটি এন্টেনা লাগে। কানেক্টরটি এন্টেনার কাজ করবে)। ব্যস হয়ে গেল। আপনি এখন মোবাইলে থাকা গান কিংবা এফএম যাই শুনতে চান না কেন পারবেন।

ধন্যবাদ টিউনার বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে টিউনটি পড়বার জন্য। এটি আমার প্রথম টিউন। যে কোন রকম ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভাল থাকবেন। আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।

Level 0

আমি Ripon Chakraborty। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you অনি বিশ্বাস

Level 0

ভাই আপনার লেখা ডিভাইসটির নাম ও কোথা থেকে কিভাবে কাদের মাধ্যমে আনতে পারি একটু বিস্তারিত লিখলে খুব উপকৃত হতাম ……

    wxman2d ভাই আপনি টিউনটি ভাল ভাবে খেয়াল করুন।
    ডিভাইসটির নাম “Bluetooth Audio Receiver”।
    আর আমি টিউনে এও উল্লেখ করেছি যে এ ডিভাইসটি আমি Aliexpress থেকে কিনেছি।
    Aliexpress থেকে প্রোডাক্ট কিনতে হলে আপনি ক্রেডিট কার্ড এর মাধ্যমে কিনতে পারেন অথবা ফেসবুকের অনেক গ্রুপ আছে তাদের যে কারো মাধ্যমে আনিয়ে নিতে পারবেন।

    আমি ডিভাইসটি যেখান থেকে কিনেছি সেটার লিঙ্ক নিচে দিলাম:

    http://s.aliexpress.com/vmMBr6rA

    আর যে ফেসবুক গ্রুপের মাধ্যমে কিনেছি সেটার লিঙ্ক:

    https://www.facebook.com/groups/467203723481729/

কিভাবে কিনতে পাড়ি তার ইনফো দিলে ভাল হতো অথবা আপনার নাম্বার দিন ।

    ভাই আপনার জন্যও সেই একই কথা।
    তবে হ্যাঁ ঢাকায় থাকলে মার্কেট গুলোতে চেক করে দেখতে পারেন। অন্যথায় Aliexpress।
    উপরে লিঙ্কসহ বিস্তারিত লিখলাম।