স্মার্টফোন বাজারে শাওমি মি-৬ এর হানা

স্মার্ট ফোন নির্মাতা শাওমি, বরাবরেই তারা তাদের প্রোডাক্ট দিয়ে বাজারে আলোচনায় এসেছে। এবারো তার ব্যতিক্রম হয়নি। কিছুদিন আগে শাওমি তাদের বহুল প্রতিক্ষিত ফোন এমআই৫ সকলের কাছেই খারাপ বা সমালোচিত ছিলো কারন ফোনটি ডিজাইন বা ফিচার এর কিছু সমস্যা ছিলো।

সব বাধা দূরে রেখে এবার তারা এমআই৬ নিয়ে এসেছে। ফোনটি ডিজাইন থেকে শুরু করে সব কিছুই আগের এমআই৫ বা ৫এস এর তুলনায় অনেক ভালো।
মি৫ এ আগের মতো ব্যাক পার্টের জন্য বিরক্ত হবেন না কারন এবারে মি৬ এ ব্যাক পার্ট টা প্রায় সামসাং এস৭ এর মতো ভালো মানের গ্লাস দিয়ে তৈরী। কিন্তু এ ফোনটি ওজন একটু বেশি আগের ফোন গুলোর থেকে,বেশ কিছু দিন ব্যবহার করলে সে সমস্যা মনে হবে না।
এ ফোনটির মাধ্যমে শাওমি তাদের প্রথম ওয়াটার প্রফ ফোন আনলো তাদের এই ফোনটি বেশ ভালো ভাবেই ওয়াটার থেকে ফোনটি বাচাঁতে পারবে।

চলুন এবার দেখা যায় এ ফোনটির ফিচার গুলোঃ

শাওমি মি৬ এ তারা ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করেছেন যার  রেজোলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। ডিসপ্লের সব কিছুই খুব ভালো যেমন কালার,কনটেস্ট সব কিছুই ছিলো একদম পারফেক্ট।

মি৬ এর প্রসেসর ব্যবহার করা হয়েছে QualComm SnapDragon 835

Octa Core(4*2.45 GHz Kryo & 4*1.9 kryo)

গ্রাফিক্স এর জন্য GPU ADRENO 540

৭.১ এন্ডোয়েড ভার্শন রয়েছে এ ফোন টি তে।

এছাড়া ফোনটি তে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি বা ১২৮ জিবি রোম এর অপশন পাবেন কিন্তু এ ফোন এ কোনো এক্সা এসডি কার্ড লাগানোর জায়গা নেই। এছাড়া এ ফোনটি তে ফাস্ট ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে যা অন্য সব ফিঙ্গার সেন্সর এর থেকে ভালো। এ ফোন এর লাইড স্পিকার খুব ভালো মানের এখানে গান বা যেকোনো সাউন্ড কোয়ালিটি পারফেক্ট। এবার চলুন ক্যামেরা দিকে যাওয়া যাক এ ফোন টিতে প্রাইমারি দুটি ক্যাম ব্যবহার হয়েছে

Primary :Dual 12 MP (27mm,f/1.8>52mm,f/2.6)

Secondary : 8MP,1080P

এ ফোনটির ক্যামেরা মানসম্মত। আর এ ফোনটির লো লাইট এর ছবি অনেক ভালো। আর এ ক্যামেরার পোর্টেট মোড এর ছবি ব্যাকগ্রাইন্ড এ Blur মোটামুটি মানসম্পূর্ণ। আর ফোনটিতে ৩৩৫০এমএইচ নন রিমুভাল ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফাস্ট চার্জার তো রয়েছেই।

কিন্তু সব ভালোর মধ্যে সমস্যা তো থাকবেই এ ফোনটির অন্যতম একটি সমস্যা হচ্ছে এ ফোন এ কোনো মাইক্রোফোন এর পোর্ট নেই।আইফোন এর মতো।

মাইক্রোফোন ব্যবহারের জন্য মাইক্রোফোন এডোপ্টার লাগবে যা শাওমি ফোন এর সাথে দিয়ে দিবে। যাই হোক ফোনটি সব কিছু মিলিয়ে বেশ ভালো একটি ফোন। এর বর্তমান বাজার মূল্য ৪০০০০-৪২০০০ টাকার মতো যদি কারো কিনার ইচ্ছা থাকে তাহলে কিছু দিন অপেক্ষা করুন দাম কমে যাবে।

Level 0

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস