অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান)

ভাষার মাস ফেব্রুয়ারী আসছে। অনেকের মুঠোফোনেই বাংলা সাপোর্ট করেনা বলে বাংলায় SMS পাঠাতে বা রিসিভ করতে পারেন না। এই টিউনটি পড়ার পর আপনি আপনার মোবাইল থেকে (জাভা বা সিমবিয়ান যাই হোক না কেন) বাংলা লিখতে পারবেন, SMS পাঠাতে পারবেন, SMS পড়তে পারবেন। এমনকি টেকটিউনের মত বাংলা ব্লগগুলোতে বাংলায় পোস্টও দিতে পারবেন! 🙂 :)। বোনাস হিসেবে পাবেন অভ্র এর মত ফোনেটিক মুডে বাংলা লিখার সুবিধা! অর্থাৎ ইংরেজীতে Aami লিখতে স্বয়ংক্রিয়ভাবেঃ আমি লেখা হয়ে যাবে! 🙂

সফটওয়্যারটির জাভা ও সিমবিয়ান আলাদা আলাদা ভার্সন রয়েছে, সুতরাং আমজনতা সবার মোবাইলেই সাপোর্ট করবে। আমি আলোচনা করবো সিমবিয়ার S60v3 ভার্সনটি নিয়ে কারণ আমার হ্যান্ডসেট NOKIA N73 ME.

1. প্রথমেই এখান থেকে আপনার হ্যান্ডসেটের মডেল অনুযায়ী Indi SMS এর জাভা/সিমবিয়ান ভার্সনটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নিন।

২. সফটওয়্যারটি ওপেন করুন। ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করুন (বিঃদ্রঃ এই সফটওয়্যারটি ভারতীয় ৯টি ভাষা সমর্থন করে)

. New Messege বা বার্তা নিমার্ণে ক্লিক করুন।

৪. এবার ফোনেটিক মুডে টাইপ করুন Aami vaaMlaake bhaalobaasi. দেখুন স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে গেছঃ আমি বাংলাকে ভালোবাসি

৫. কেউ ফোনেটিক মুডে না চাইলে কিবোর্ড সিস্টেমেও বাংলা টাইপ করতে পারেন। এজন্য Option থেকে Language keypad সিলেক্ট করুন।

৬. এবার কিবোর্ডমত টাইপ করুন। তারপর সেন্ড করুন প্রিয়জনকে বা ড্রাফট করুন ভবিষ্যতে ব্যবহারের জন্য।

বোনাস সুবিধাঃ

১. সিমবিয়ান ভার্সনটি ইনস্টল করলে এখন থেকে বিনা ঝামেলাতে বাংলা SMS পড়তেও পারবেন। কোনো বাংলা এসএমএস আসলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে সেই মেসেজটি হ্যাডেল করবে এবং দেখাবে New Bangla Messege From: XXX

২. এই পদ্ধতিতে ইউনিকোডে বাংলা লিখা হয়, যেটি কপি পেস্ট করে আপনি টেকটিউন সহ অন্যন্য বাংলা ব্লগে ব্যবহার করতে পারবেন।
৩. যার মোবাইলে SMS পাঠাবেন তার মোবাইলে এই সফটওয়্যার ইন্সটল থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার পাঠানো বাংলা SMS টি বাংলা সাপোর্ট করে এমন যোকোনো মোবাইল বা কম্পিউটারে দেখা যাবে। এই সফটওয়্যারটি মূলতঃ একটি ইউনিকোড বাংলা টাইপ করার সফটওয়্যার।

সফটওয়্যারটিঃ সিমবিয়ান 9.4 S60v5 টাচস্ক্রিণ বা এর উপরের ভার্সন এবং যেসব জাভা সেট ১৮৭ কিলোবাইটের সফটওয়ার সমর্থন করেনা, সেগুলোতে চলতে পারবে না।

---------------------------------------------------------------------------------------

পরিশেষে একুশের শুভেচ্ছা নিন। ভালো থাকুন। হ্যাপি বাংলা মোবাইলিং!! 🙂

----- নেটমাস্টার।

ডাউনলোডঃ গেটজার লিংক। হ্যাডসেট মডেল সিলেক্ট করে ডাউনলোড করুন।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটির জন্য ধন্যবাদ,
এইটা নকিয়া x6’এ কাজ করেনা মনে হয়,কি বলেন।

চরম তো। আমি অবশ্য বাংলা ইনষ্টল করে নিয়েছি। তাই আমার লাগবে না। তবে ডাউনলোড করে নিলাম, বন্ধুদের সাথে শেয়ার করব। 😉 আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    ওয়েলকাম! 🙂

    vai bangla instaler processta bolen.plz

    আমি তো ভাই দোকানে গিয়ে করেছি। জাস্ট ফ্লাশ দেয়ার সময় বলছি বাংলা ইনষ্টল করে দিতে। ব্যাস। 🙂

Level 3

এটা কি Nokia 5233 কাজ করবে।

    MIDP 1.1 ও 2.1 জাভা হলে কাজ করবে। ডাউনলোড করে ট্রাই করুন। কমেন্টের জন্য ধন্যবাদ 🙂

চম্যকার তো দেখি দেখি

Level 3

ভাই এটা আমার Nokia 5233 কাজ করছে না বিকল্প কিছু বলেন।

    বিকল্প কিছু নেই। এটা একটা ভারতীয় সফটওয়্যার। মোবাইলে ইউনিকোডে লেখার ভালো সফটওয়্যার তৈরীতে দেশী প্রোগামাররা আগ্রহী হননা। তেনানা হ্যাকিং, ক্রাকিং এ বেশি উৎসাহী।

    it dd works on 5233…
    who says not…

Level 0

ami vamla k valobashi!!!! eta ki hoilo!~!!..:O

    ভারতের সফটওয়্যার.. তেনারা ং কে M দ্বারা প্রকাশ করেছে। তাও ভালো তেনারা মোবাইলে বাংলা ইউনিকোড লেখার কিছু একটা বানিয়েছেন। আমরা তো সেটাও পারিনি ভাই! 🙁

এসএমএস সেন্ড করার আগে activation করতে বলে এবং ৫৭৩৩৩ তে একটা এসএমএস সেন্ড করতে গিয়ে ফেইল্ড হয়।

    ফেইল্ড হলেও সফটওয়্যারটি আনলক হয়ে যায়! ফলে বিনে পয়সায় আপনি পেয়ে যাচ্ছেন এর ফুল ভার্সন 😉 🙂 !!!!!

চরম ভাই..
আমি নকিয়া E63 তে ইনস্টল করলাম . একদম ok
ধন্যবাদ

    আপনাকে অভিনন্দন! বাংলা এসএমএস করতে থাকুন! প্রানের ভাষায় আত্মপ্রকাশ করুন নিজেকে! 🙂

ডাউনলোড করলাম। টেস্ট করবো নোকিয়া ৬৩০০ তে। কাজ করলে তুলকালাম কাণ্ড বাঁধায়ে দিব। অগ্রীম ধন্যবাদ থাকলো।

টিউনের জন্য ধন্যবাদ।ফটোশপে অভ্র দিয়ে বাংলা লিখার উপায় জানা থাকলে শেয়ার করবেন।

    আমি বিজয় ব্যবহার করি। ফটোশপ CS5 এ লেখার জন্য অভ্রর নতুন সংস্করণ বের হয়েছে শুনেছিলাম কোনো টিউনে।

আমার ৫৮০০তে এই সফট কাজ করে না।

    NOKIA 5800 টাচ স্ক্রিণসেট। S60v5 এডিশন। এর ক্যাটাগরি আলাদা। Indi SMS S60v3 পর্যন্ত সমর্থন করে।

Level 0

amr 5530 xm kj kore na.

টিউনটি পড়ে অনেক ভাল লেগেছিল। তবে কেমন্টগুলো পড়ে হতাম হচ্ছি। দেখা যাক কাজ করে কি না। তবে আপনি ভাল লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

ওয়াউ, নাইস জিনিস তো। থেংক্স। পরে লাগলে ডাউন দিবো। 🙂 ভালো থাকুন

Afsos.6030te 150kb er oupore file download hoena.r eta 187kb.jai hok apnare doynna

Level 0

আটাইতো চাইছিলাম। আমার নোকিয়া N70 , কাজ হবে তো…?
ধন্যবাদ ।

Level 0

ফেইল্ড হলেও সফটওয়্যারটি আনলক হয়ে যায়! ফলে বিনে পয়সায় আপনি পেয়ে যাচ্ছেন এর ফুল ভার্সন??

ভাই আমার সেটে তো আনলক হছ্ছে না । একটু সাহায্য করবেন, কিভাবে আনলক করতে পারি? আমি সনি এরিকসন K800 ইউস করি।

    সফটওয়্যারটি ফুলভার্সন এনাবেল করতে একটি SMS পাঠাবে ৫৭৩৩৩ নম্বরে। পাঠাতে দিন। কিন্তু মেসেজটি সেন্ড হবেনা। কারণ ৫৭৩৩৩ পোর্টটি ভারতের, বাংলাদেশের কোনো মোবাইল অপারেটরের নয়। এরপর সফটওয়্যারটি অটোমেটিক আনলক হয়ে যাবে।

Level 0

ধন্যবাদ

Level 0

ভাইয়া আমি সিসটেম টা বুজতে পারছি, কিন্তু এভাবে করার পরও আমার সেট এ আনলক হছ্ছে না। অন্য কোন উপায় কী বলতে পারেন প্লিজ।

    অন্য কোনো উপায় আমার জানা নেই। নরমালি এই নিয়মেই কাজ হয়।

ধন্যবাদ খূব ভালো লিখেছেন। আমিও এটা ব্যবহার করি, তবে বলে রাখা ভালো যে, জাভা মোবাইল থেকে এটা দ্বারা কোন ওয়েব সাইটে কপি পেষ্ট করে বাংলায় পোষ্ট করা যায়না.
আর সিমবিয়ান থেকে কপি পেষ্ট করার সিষ্টেমটা বলেদিলে নতুনদের কাজে আসবে

অনেক ধন্যবাদ

এই সফটওয়ার দিয়ে জাভা ফোনে লেখা ড্রাফ্ট এ সেইভ করা যায় না। আর কপিও করা যায় না। এর চেয়ে http://banglatyping.22web.net এ কোন সফটওয়ার ছাড়াই দেশীয় রীতিতে বাংলা লেখা যায়। আমি এটা ব্যবহার করি।

ভাল একটি সফট্ওয়ার।

Level 0

bai apni ki mobile er mostafa game ta banichlien?????????bani thakala onek dhonnobad….

apni bodhoy mobile9/umnet ata upload neychen………..

    @prantor753:
    হ্যা, ট্রানস্লেট টা আমার করা 😀 .. আর মোস্তফা গেমের 20 গান ভার্সনটাও আমার শেয়ার 😀 …

Level 0

fvB Avgvi †gvevBj ‡bvwKqv E71 Avwg evsjv mvBU ci‡Z cvwi bv evsjv mv‡c©viU K‡i bv fvB `qv K‡i Avgv‡i GKUz n¨vjc K‡ib | fvB GKUv K_v Avwg A‡bK †Póv K‡iwQ cvwi bvB | n¨vjc Pvw”Q

Level 0

bro
Ami e71 use kori. Amr phn e INDI SMS support kre na. Ki korbo? Open korle nt supported dekhay?

Level 0

onno kono sft nai?

ঠিক আছে সমস্যা নেই। এই পোষ্টের লিংক যেহেতু আপনার ব্লগে দেয়া আছে, তাই আপনার ব্লগে আমার এই লেখাটা রাখতে পারেন 🙂