সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকের টিউনটা যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে জীবনে আপনাকে মোবাইলে কোন প্রয়োজনে ফ্ল্যাশ করতে দোকানে গিয়ে ৩০০-৪০০৳ ব্যয় করতে হবে না। আজকের এই টিউনে আমি জাভা মোবাইল থিকে শুরু করে প্রায় বাংলাদেশের ব্যবহৃত সকল কম্পানি এবং এদের সকল মডেল এর মোবাইল ফ্ল্যাশ করার পদ্বতি শেয়ার করব।তাই আপনারা কষ্ট করে টিউনটি দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন।
আজকের টিউনে আমি শিখাবো নকিয়া জাভা এবং Symbian মোবাইল ফ্ল্যাশ।আন্ড্রয়েড এর সকল কম্পানির সকল মডেল ফ্ল্যাশ পদ্বতি। এবং Nokia কিংবা Microsft Lumia ফ্ল্যাশ পদ্বতি। Samsung এর সকল মডেল এর সেট ফ্ল্যাশ পদ্বতিতো থাকছেই।সব মোবাইল ফ্ল্যাশ পদ্বতি সহজভাবে করব যাতে আপনাদের কোন সমস্যা না হয়।এজন্য শুধু একটি ভালো USB Cable হলেই চলবে।তবে নজরে রাখবেন USB Cable টা যেনো ভালো হয়।কেননা দেখা অনেক USB cable দিয়ে মোবাইল চার্জ হয়ে কিন্তু কম্পিউটারে কানেক্ট হয় না।তাই আপনার মোবাইল এর অরজিনাল USB Cable ব্যবহার করতে চেষ্টা করবেন
আমি আপনাদের শিখানোর জন্য কোন প্রয়োজন ছাড়া আমার চারটা মোবাইল চার ধরনের অপারেটিং মোবাইল ফ্ল্যাশ দিয়েছি।সেই সময় আমি ভিডিও করেছি।তাই আমি আপনাদের ভিডিও এর মাধ্যমে আজকের টিউটোরিয়াল শিখাবো।এজন্য যে যে tools লাগবে তা আমি এখানে শেয়ার করব।যদিও আমি Youtube নতুন থাকা অবস্থায় এই ভিডিও গুলো করা তাই Viewers দের বলব সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।তো আর কথা না বলে টিউটোরিয়ালে চলে যায়।
এজন্য যা যা লাগব তাহল আপনার সেট এর মডেল অনুযায়ী ড্রাইভার,ফার্মওয়ার,Sp Toolsনিচে থিকে নামিয়ে নিন আপনার সেট এর মডেল অনুয়ী যে যে এই পদ্বতিতে ফ্ল্যাশ করতে পারবেন(Symphony, Maximus,Walton, Okapia, Oppo ,Lenovo, Micromax, Winmax, Lava)। আপনি চাইলেই এই মোবাইল লিংক গুলাতে ক্লিক দিয়েও firmware download করতে পারবেন।আর আপনি এই সাইটে গিয়া আপনার সেটের যে কম্পানি এবং যে মডেল তা খুজে বের করে ডাউনলোড করেবন।ভালো হয় আগে ভিডিওটি দেখে কাজ শুরু করলে তাহলে আপনি সব বুঝবেন,
এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল আন্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।
নিচে থিকে Download Tools টি ডাউনলোড করে নিন
এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল Nokia Java/Symbian মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।
নিচে থিকে আপনার সেটের মডেল অনুযায়ী ফাইল্গুলো ডাউনলোড করুন
এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল Samsung মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।
নিচে থিকে এটা ডাউনলোড করে নিন।
এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল Nokia/Microsoft Lumia মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।
যদি মনে করেন আপনার সমস্যা হচ্ছে তাহলে বলব উপর থেকে ভিডিও টা আবার দেখেন।তাহলে আর সমস্যা থাকবে না। এই বিষয়ে কোন কিছুর জানার থাকলে আমার YouTube Channel যোগাযোগ করতে পারেন কোন সমস্যা হলে। সবাই ভালো থাকবেন ব্যাই।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank u vai. vai samsung mobile ar google lock kular niom ar opor jodi akta tutorial diten tahole opokar hoto