Phone Slow? আপনার ফোন Slow হওয়ার কারন এবং কিভাবে ফাস্ট করবেন

বন্ধুরা, আমরা বাজার থেকে যখন নতুন মোবাইল কিনি সেটি প্রথম অবস্থায় খুব ফাস্ট থাকে এবং কোনো প্রকার হ্যাং করার সমস্যা থাকেনা কিন্তু আস্তে আস্তে ব্যবহারের সাথে সাথে মোবাইলটি স্লো হতে থাকে তারপর হ্যাং সমস্যা দেখা দেয়।আসলে আমরা প্লেস্টোর থেকে নানা প্রয়োজনে বা কৌতহলে নানা ধরণের এপপ্স ইনস্টল ডাউনলোড করি ভালো না লাগলে আবার ফেলে দেই।

যা ব্যাকগ্রাউন্ড এ  চলতে থাকে এবং এটা মোবাইলের ram এর উপর অনেক লোড পরে। আর এটাই মূলত মোবাইল হ্যাং করার প্রধান কারণ। এই বিষয়ে আমি আজ আপনাদেরকে ৪টি টিপস বলবো কিভাবে আপনি আপনার মোবাইলকে সুপার ফাস্ট করতে পারবেন।

স্টেপঃ১

প্রথমে আপনার সেটিংস থেকে স্টোরেজ এ গিয়ে cashed ডাটা ক্লিয়ার করে দিবে এটা মোবাইল হ্যাং করার মূল কারণ। মোবাইলের কুকিজগলা এখানে জমা হয় যা মোবাইলকে স্লো করে ফেলে।

স্টেপঃ২

এপপ্স ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় এপপ্সগুলোকে Delate করে দিন।

স্টেপঃ৩

ফাইল ম্যানেজার এ গিয়ে যেই এপপ্স গুলাকে uninstall করে দিয়েছেন সেগুলার ফোল্ডার Delate করে দিন কারণ এইসব ফোল্ডার এ কুকিজ জমা হয়ে থাকে।

স্টেপঃ৪

প্লেস্টোরে গিয়ে apus booster নামিয়ে আপনার Ram কে বুস্ট করে Ram ফ্রি করে নিন।

আশাকরি এই টিপসগুলা আপনার মোবাইল স্লো প্রবলেম সমাধান করার জন্য যথেষ্ট। বাকি আরো যেই বক্কর চক্কর এপপ্স সফটওয়্যার গুলা আল্টিমেটলি মোবাইলকে ফাস্ট করার নামে আরো বেশি স্লো করে দেয়। যারা ভিডিও দেখতে চান নিচে লিংক দেয়া আছে দেখে নিতে পারেন

Level New

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।