বন্ধুরা, বর্তমান যুগে কোনটা আসল আর কোনটা মাস্টার কপি সেট সেটা যদি আপনি চিনতে না পারেন তাহলে আমি বলবো এটা আপনার ব্যর্থতা। কারণ টেকনোলজি এখন অনেক উন্নত। অনেক পদ্ধতি বের হয়েছে আসল মোবাইল চিনার। তাই আমি আপনাদের কে এই বিষয়ে আজকে বলবো
মোবাইল আসল নকল চেনাটা খুব একটা জটিল কিছুনা কিন্তু এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে তবে আসলেই চেনাটা বেশ জটিল। বর্তমানে বিভিন্ন চাইনিস ব্র্যান্ড আর ক্লোন সেট মোবাইল মার্কেট এর একটি বিশাল অংশকে যখন করে বসে আছে। গুলিস্তান এর মোবাইল মার্কেটগুলাতে কম দাম এ 2nd হ্যান্ড সেট পাওয়া যায় কিন্তু আপনি বুঝে কিনতে না পারলে অরজিনাল বলে চাইনিস ধরিয়ে দিবে। পরে আফসোস করেও কোনো লাভ হবেনা। শুধু গুলিস্তান কেন আপনি অন্য কোথাও মোবাইল কিনতে গেলে ধরা খেতে পারেন। তাই চেনার জ্ঞানটা আপনার নিজের ভিতরে থাকাটা জরুরি।
এখন অনলাইন থেকেই আপনি মোবাইলের imei বের করে সেই imei দিয়ে মোবাইলের সব ইনফরমেশন বের করে নিতে পারবেন। আর একটু ভালো নলেজ থাকলে মোবাইল এর নারী নক্ষত্র বের করে ফেলতে পারবেন। নিচের ভিডিওটি দেখুন
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।