আপনি অনেক কষ্ট করে একটি মোবাইল কিনলেন অথবা প্রিয়জনের কাছ থেকে পেলেন দামী একটা মোবাইল গিফট কিন্তু আপনার অসাবধানতায় মোবাইলটি পানিতে পড়ে গেল, তখন কার মেজাজ ভাল থাকে বলুন। মনটা খারাপ হয়ে যায়। যাই হোক এ অবস্থায় আপনার কি করনীয় বা কি করা উচিত তা নিয়ে কিছু সাধারণ সমাধান নিচে দিলাম, যদি কেউর উপকারে আসে ভালো লাগবে।
দ্রুত করনীয় : এখানে মনে রাখতে হবে যা করতে হবে তা খুব দ্রুত করতে হবে, তাহলে আপনার মোবাইলটি রক্ষা পেতে পারে। যত দ্রুত সম্ভব মোবাইলের যে সকল অংশগুলো খোলা যায় অর্থাৎ মোবাইল কভার, ব্যাটারী, সীম কার্ড, মেমোরী কার্ড ইত্যাদি খুলে ফেলতে হবে। তারপর শুকনো কাপড় বা টিসু পেপার দিয়ে পানি চুষে নিতে হবে এবং প্রতিটি ডিভাইস ভাল করে মুছতে হবে। খেয়াল রাখবেন পানি যেন না লেগে থাকে।
এরপর হেয়ার ড্রায়ার (যাদের নেই তারা লাইটের খুব কাছ থেকে গরম করতে পারেন) দিয়ে ভাল করে শুকিয়ে নিবেন, আবার শুকাতে যেয়ে কেউ বেশি হিট দিবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে। এভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে অংশ আপনি খুলতে পারেননি সে অংশ শুকিয়েছে।
এভাবে আপনি যতক্ষন না নিশ্চিত হচ্ছেন যে মোবাইল টি সম্পুর্ন না শুকায় ব্যাটারি কোন ভাবেই মোবাইলে স্থাপন করবেননা। প্রয়োজন হলে বেশকিছুক্ষন সূর্যের তাপে রেখে দিন। দেখবেন আপনার প্রিয় মোবাইল টি আবার আগের মতো সার্ভিস দিচ্ছে।
এত কিছুর পর যদি কিছু না হয় তাহলে আর কি করা, হেড মিন্ত্রির কাছে নিয়ে যেতে হবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ। উপকৃত হলে খুশি হবো।
আমি Shahriar Tasdin Jamil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for ur advice.