আপনার পছন্দের মোবাইলটি পানিতে পড়ে গেলে করনীয়

আপনি অনেক কষ্ট করে একটি মোবাইল কিনলেন অথবা প্রিয়জনের কাছ থেকে পেলেন দামী একটা মোবাইল গিফট কিন্তু আপনার অসাবধানতায় মোবাইলটি পানিতে পড়ে গেল, তখন কার মেজাজ ভাল থাকে বলুন। মনটা খারাপ হয়ে যায়। যাই হোক এ অবস্থায় আপনার কি করনীয় বা কি করা উচিত তা নিয়ে কিছু সাধারণ সমাধান নিচে দিলাম, যদি কেউর উপকারে আসে ভালো লাগবে।

দ্রুত করনীয় : এখানে মনে রাখতে হবে যা করতে হবে তা খুব দ্রুত করতে হবে, তাহলে আপনার মোবাইলটি রক্ষা পেতে পারে। যত দ্রুত সম্ভব মোবাইলের যে সকল অংশগুলো খোলা যায় অর্থাৎ মোবাইল কভার, ব্যাটারী, সীম কার্ড, মেমোরী কার্ড ইত্যাদি খুলে ফেলতে হবে। তারপর শুকনো কাপড় বা টিসু পেপার দিয়ে পানি চুষে নিতে হবে এবং প্রতিটি ডিভাইস ভাল করে মুছতে হবে। খেয়াল রাখবেন পানি যেন না লেগে থাকে।

এরপর হেয়ার ড্রায়ার (যাদের নেই তারা লাইটের খুব কাছ থেকে গরম করতে পারেন) দিয়ে ভাল করে শুকিয়ে নিবেন, আবার শুকাতে যেয়ে  কেউ বেশি হিট দিবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে। এভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে অংশ আপনি খুলতে পারেননি সে অংশ শুকিয়েছে।

এভাবে আপনি যতক্ষন না নিশ্চিত হচ্ছেন যে মোবাইল টি সম্পুর্ন না শুকায় ব্যাটারি কোন ভাবেই মোবাইলে স্থাপন করবেননা। প্রয়োজন হলে বেশকিছুক্ষন সূর্যের তাপে রেখে দিন। দেখবেন আপনার প্রিয় মোবাইল টি আবার আগের মতো সার্ভিস দিচ্ছে।

এত কিছুর পর যদি কিছু না হয় তাহলে আর কি করা, হেড মিন্ত্রির কাছে নিয়ে যেতে হবে।

আপনাদের সবাইকে ধন্যবাদ। উপকৃত হলে খুশি হবো।

Level 0

আমি Shahriar Tasdin Jamil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for ur advice.

রাস্তায় থাকা অবস্থায় বৃষ্টি শুরু হলে আগে মোবাইল অফ করতে হবে, কারন বাড়ি না আসা পর্যন্ত তো আর খোলা যাবেনা।
লেখার জন্য ধন্যবাদ।

ভাল একটি পরামর্শের জন্য ধন্যবাদ।

ভাইয়া টিউনটির জন্য ধন্যবাদ। তবে একটু এগুলো পড়ে আসুন।
https://www.techtunes.io/hardware/tune-id/47906/
https://www.techtunes.io/hardware/tune-id/47252/

আপনার কাছে আরোও বিস্তারিত মোবাইল বিষয়ক টিউন আশা করছি।

Valo hoece.tobe sobai shate ekta shoto politin rakte paren.ke bepode fellam?paser dokan teke ekta shoto rotir packet kene anon jeta dekteo sondorjoborddhok.r apnar mobiletao raka jabe.jokon breste asbe shate shate packet a vore felben.ke kemon holo janaben

সবচে ভালো হয় রোইদে শুকাইলে।

    আকাশ ভাই, আমি আপনার সাথে সহমত, তবে সমস্যা কি জানেন? আপনি আপনার মূল্যবান মোবাইল টা রোদে ফেলে রাখবেন না। আপনার মধ্যে একপ্রকার অস্থিরতা কাজ করবে আপনার মোবাইলের জন্য। কি ঠিক বলেছিনা?

আপনার টিউনটি খুব সুন্দর হয়েছে। ভাই মোবাইল নিয়ে যখন টিউন করলেন তখন আমার একটি সমস্যার কথা জানায়। আমার একটি নোকিয়া এন ৭৩ সেট আছে গত বৃহস্পতিবার আমি এটিতে একটি রেড নামের থীম সেটে সেটাপ দেয়। এবং যথা রীতি সেটাপও হয়। কিন্তু থীমটি অ্যাপ্লায় করার পরে ঘটলো অঘটনটি । আমি এটি এ্যাপ্লায় করার সাথে সাথে আমার সেটের নেটওর্য়াক চলে যায়। এবং সেটটি হ্যাং হয়ে যায়। আমি সেটটির ব্যাটারী খুলে আবার লাগিয়ে অন করলে দেখি সেটটি অন হচ্ছে তবে নোকিয়া লিখা আসার পর আর কিছুই আসে না। অনেকক্ষণ পর নোকিয়া লিখাটি চয়ে যায়। তবে মোবাইলের স্কিনে সাদা ছাড়া আর কিছুই আসে না। আমি ডিসপ্লে না দেখতে পেলেও ম্যানুয়ারী *#৭৩৭০# এই নিয়মে বেশ কয়েক বার ট্রাই করি তবে কোন কাজ হয় নাই। পরে আমার এক পরিচিত সার্ভিস সেন্টারে নিয়ে যা এটিতে ফ্লাশ দেয়ার জন্য ওখানে যেয়ে আমার সেট ফ্লাশ ড্রাইভে লাগানো পর দিখি এটির IME নম্বর ১২৩৪৫৬১০৬৫৪৩২১? এটি দেখায়। এটি দেখেই সার্ভিস ম্যান বললো এটি আর ভাল হবে না। কোন রকমে চলবে তাও আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে। আমার সেট এখনও বন্ধ হয়ে যায় নাই। তবে এর IME নম্বর ঐ ১২৩….ই দেখাই। এর কোন সমধ্যান আছে কি কারো যদি জানা থাকে দয়া করে জানাবেন।

    রাশিকুল ভাই, আপনি বোধহয় আমাকে মোবাইলের উপর পিএইচডি করা ইন্জিনিয়ার ভাবছেন। না ভাই আমি এত বড় কিছু নই। আমি আপনাকে এটুকু বলতে পারি আপনার মোবাইল টা নিয়ে মোতালেব প্লাজায় ভালো কোনো সার্ভিসিং সেন্টারে দেখান। আপনার সমস্যা মূলত সফটোয়ারে। সম্ভবত ফ্লাস করলে সমস্যা সমাধান হবে। আর একটা ব্যাপার মোবাইল কম্পিউটার না, তাই দেখে শুনে থীম লোড করবেন। ইদানিং থীমের নামে ভাইরাস বেশী থাকে। ধন্যবাদ।

    বিবি5 ক্যাটাগরীরর সেট গুলো একবার IME নষ্ট হলে তা আর রাইট করা যায় না।

আপনি পিসি স্যুইট এর মাধ্যমে ফোন টি আপডেট করে দেখতে পারেন

ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য।

    আপনাকে অবশ্যই ধন্যবাদ মন্তব্য করার জন্য। আগ্রহ পাচ্ছি আরো টিউন করার জন্য।

যদি কাদা ঢুকে?

Vai ami iphone use kori…..ata panita porla ki korbo.