নামাজের সময় বলবে হাতের মোবাইলসেট।

মোবাইলে নামাজের সময় জানান দেবে এমন একটা আজানের সফট খুঁজছিলাম অনেক দিন ধরে, অনেক খোঁজার পর অবশেষে পেলাম মনের মতো একটা। খুবই কাজের তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সাথে ডিজিটাল তসবিহ নামের একটা সফট এর লিংক দিলাম।

নিয়মাবলী:
১. ইনষ্টল,
২. সিলেক্ট সিটি> এশিয়া> বাংলাদেশ> চট্টগ্রাম. এরপর ওকে করুন।
৩. ক্যালকুলেশন মেথড> কাষ্টম> চট্টগ্রাম হলে লিখুন
ফজর: ৫৫> জোহর: ৯২>
আছর: ১০৬> মাগরিব: ৬>
এশা: ২৯।
উদাহারন: ফজর: ৫৫= ৪.৪৫
যদি ৫৪ দেন তাহলে ৪.৪৪ হবে অর্থাৎ প্রতিটি সংখ্যার মান ১ সেকেন্ড। সংখ্যা কমালে সেকেন্ড কমবে আর বাড়ালে বাড়বে।
৪. অপশন থেকে টাইম ফরমেট (২৪ ঘন্টা ফরমেট) এর ঘর থেকে টিক মার্ক তুলে দিয়ে সেভ করুন।
৫. এরপর ওয়ারনিং টাইপ থেকে আজান টোন সেট করুন এবং কতক্ষন আগে থেকে সতর্ক করবে তাও সেট করে দিতে পারবেন।

ডাউনলোড লিংক: নামাজ টাইমার

ডাউনলোড লিংক: ডিজিটাল তসবিহ

ভাল লাগলে কমেন্ট করবেন।।।।।।।।।

Level 0

আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanku

ভাই ধন্যবাদ আপনাকে।।।।।।।।

valo ase thank you so much

thank u

ভাই, কপি পেষ্ট না করে নিজে কিছু লেখার চেষ্টা করেন।
এটি নিয়ে আগেই টিউন করা হয়েছে:
https://www.techtunes.io/mobileo/tune-id/28964/