একটা সেকেন্ড হান্ড ফোন কিনতে চাচ্ছেন কিন্তু মোবাইলটা হাতে নিয়ে কেমন যেনো সন্দেহ হচ্ছে আপনি বুঝতে পারছেন না মোবাইলটি কি আসল নাকি নকল। আজকাল নকল মোবাইল কিনে ধোঁকা খায় অনেকে।মোবাইল দেখতে অরজিনাল হলেও আসলে মোবাইলটি থাকে মাস্টার কপি।
সো আসল-নকল মোবাইল দেখে কিনুন অযথা কেন ধোঁকা খাবেন।মার্কেটে এখন নানা রকমের ক্লোন ফোনের ভীরে আসল নকল চিনা বরই কঠিন। এতে ধোকা খাচ্ছি আমরাই কিন্ত বাচার উপায় তো অবশই আছে। প্রতিটি মোবাইলে আই এম ই আই নাম্বার থাকে আর আই এম ই আই নাম্বার ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার মোবাইলটি চেক করে নিতে পারবেন।
অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। আর ক্লোন হলে কিছু আসবে না এবং এই বিষয় গুলো আই এম ই আই প্র নামে একটি সাইট আসে সেখান থেকে চেক করে নেয়া যায়। আপনাদের যাতে বুঝতে আরও সুবিধা হয় তাই আমি ব্যাপারটি ভিডিও তে দেখিয়েছি। সবাই ইনশাল্লাহ বুঝতে পারবেন। আরও কিছু জানার থাকলে অবশই টিউমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ।
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিখে বুঝান যায়না। ভিডিওতে বরং বুজতে অসুবিধা হচছে। ধন্য….