বন্ধরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন, পিসি হেল্পলাইন বিডির সাথে থাকলে খারাপ না থাকার কোন কারন দেখতেছি না।আজেবাজে না বকে কাজের কথায় আসা যাক। আমরা বর্তমানে সবাই ফ্রিতে কথা বলে থাকি ইন্টারনেটের মাধ্যমে ইমু, হোয়াটস এপ ইত্যাদি। ফ্রি কথা বলার অনেক এপ্স আছে। কিন্তু আমরা বেশিভাগ ইমু ইউজ করে থাকি।
ইমুর রিংটোন পরিবর্তন করা যায় না। সবাই যদি একই রিংটোন ইউজ করে তাহলে কেমন দেখায় তাই না।আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি ইমুর রিংটোন পরিবর্তন করে সবার থেকে আলাদা স্টাইলের রিংটোন ব্যবহার করবেন। ইমুর টোন পরিবর্তন করতে হলে প্রথমে প্লেস্টোর থেকে APK Editor software টা ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড করার পর এপ্সটা ওপেন করবেন। তারপর আপনি Select Apk From App এ ক্লিক করবেন। তারপর আপনাদের মোবাইল থেকে ইন্সটল করা ইমুটা সিলেক্ট করে নিবেন। তারপর Simple Edit Option এ ক্লিক করবেন তখন আপনি Files, images and audios তিনটা অপশন পাবেন সেখান থেকে সর্বনিম্নের অপশন টা হলো ইমুর রিংটোন।
তারপর আপনি কলমের মতো একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার মোবাইল থেক অন্য একটা টোন সিলেক্ট করে নিবেন। আমার কথা হইতো আপনাদের বুঝতে খুব কষ্ট হইতেছে তাই আমি বাকি অংশ আপনাদের বুঝার সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল করে দিলাম।
আমি হাসান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।