আপনার নকিয়া মোবাইলকে ভিসতার রূপ দান করলে কেমন হয়???(একটি সফ্ট ব্যবহারের মাধ্যমে)

অবাক হবার কিছু নেই! অতি সহজে আপনিও পারেন আপনার নকিয়া মোবাইলে ভিসতার রূপ দান করতে। শুধু শুধু কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আমি বরং শুরু করে দেই।

প্রথম কাজঃ আপনারা আপনাদের নকিয়া মোবাইলে একটু চেক করে নিন Flash নামক সফ্টওয়্যারটা ইন্সটল করা আছে কিনা! করা থাকলে তো হলোই আর যদি না থাকে তবে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে আপনারা সফ্টটাকে আপনাদের মোবাইলে ইন্সটল করে নিন।

এবার দ্বিতীয় কাজঃ এবার ক্লিক করে প্রয়োজনীয় একটি ফাইলকে ডাউনলোড করে নিন। এটি একটি জিপ ফাইল নামঃ RDV -Evolution। জিপটাকে আনজিপ করে নিন। আনজিপ করার শেষে S60-VISTA ফোল্ডারের ভেতর ঢুকে RVD-Evolution s60v2 ফাইলটাকে Copy করুন। এবার এই ফাইলটাকে আপনি আপনার মোবাইলের মেমোরিকার্ড অথবা ফোনমেমোরির ভেতর Others নামক ফোল্ডারের ভেতর(না থাকলে এই নামে ফোল্ডার তৈরী করে নিবেন) Flash নামক ফোল্ডারের ভেতর(না থাকলে এই নামে ফোল্ডার তৈরী করে নিবেন) Paste করুন।আমি আমার Memory Card এই পেষ্ট করলাম।
অথাৎ ফাইল লোকেশনটা হচ্ছে C or E:/Others/Flash/

আপনারা এই কাজটি কম্পিউটার ব্যবহার করে অথবা মোবাইল দ্বারাই যে কোনো এক্সপ্লোরার ব্যবহার করে (যেমন FExplorer,Xplore) করতে পারেন।

কাজ কিন্তু শেষ। এবার কেবল ওপেন করার পালা! আপনি কিছুক্ষন আগে ইন্সটল করা সফ্টটা(Flash) ওপেন করুন।

screenshot0229.jpg

সফ্টটা ওপেন হবে

219.jpg

এবার ঐ ফাইলটার লোকেশানে যান।

316.jpg

Flash নামক ফোল্ডার দেখতে পাবেন।

screenshot0232.jpg

ফোল্ডারের ভেতর Paste করা ফাইলটা দেখতে পাবেন।

screenshot0233.jpg

এই ফাইলটাকে ওপেন করুন।

screenshot0234.jpg

মনে রাখবেনঃ Unable to load data এই লেখাটা যখন ,যতবার আসবে আপনি কেবল Continue চাপবেন।

screenshot0235.jpg

screenshot0236.jpg screenshot0237.jpg

এই অংশটা আসলে আপনি আপনার মোবাইলের Ok বাটন চাপবেন।

এখন দেখবেন Welcome স্কিন আসবে এবং একটি অত্যন্ত সুইট সাউন্ড বেজে উঠবে যা কিনা ভিসতার সাউন্ড!

screenshot0238.jpg

3 সেকেন্ড পর Press Joystick লেখাটি আসলে আপনি পুনরায় Ok চাপবেন।

screenshot0239.jpg

ব্যস, এসে গেল আপনার মোবাইলেই ভিসতার রূপ।

আমি আপনাদের দেখাবার জন্য আমার এন70 দ্বারা তোলা কতগুলো স্কিনসট দিয়ে দিলাম। এই সকল ছবি আমি আমার এন70 দ্বারা তোলা।

screenshot0240.jpg screenshot0241.jpg screenshot0244.jpg screenshot0247.jpg screenshot0250.jpg screenshot0251.jpg screenshot0252.jpg screenshot0253.jpg screenshot0254.jpg

কি এই ভিসতা চালাতে ভয় হচ্ছে যে আপনার মোবাইল পুনরায় আগের অবস্থানে আনতে ফরমেট দিতে হয় কিনা!! আরে ভয়ের কিছুই নেই এটা আপনার সেটের ইন্টারনাল কোনো কাজই করে না(খুবই সাধারন একটি ব্যাপার)। কেবল একটা সফ্ট রান হয়। আপনাদের যখন ইচ্ছা সফ্টটা Exit করবেন আর পূর্বের অবস্থায় নিয়ে আসবেন(যেভাবে অন্যান্য সব সফ্ট চালান আর কি!)।

screenshot0255.jpg screenshot0256.jpg screenshot0257.jpg screenshot0257.jpg screenshot0258.jpg

Flash সফ্টটা মূলত একটি প্লেয়ারের মত কাজ করে। এটা Exit করা মানেই Play হওয়া বন্ধ করা। আপনি আপনার যেকোনো বন্ধুকে যেকোনো সময় অবাক করে দিতে পারবেন। আপনিও আপনার কাজ করে যেতে পারবেন(আবার ভেবেন ন যে এটা একটা ভিডিও প্লে করার মত!) আপনি এই ফ্লাস দ্বারা আপনার মোবাইলের সকল কাজ করতে পারবেন। আশা করছি আপনাদের অনেক ভাল লাগবে। পুরো লেখার কোনো অংশ যদি বুঝতে না পারেন তবে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার সেটের কোনো ফাংশনের কোনো ক্ষতি হবে না তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি!

এই জিনিস আপনার মোবাইলে চলবে কিনা তা আমি কোনো সিউরিটি দিতে পারছি না! কারন আমি আমার এন70 ছাড়া আর কোনো সেটে ট্রাই করি নি(কারনঃআমি এই জিনিস পেয়েছিই আজ নিয়ে 3 দিন হল) তবে যেহেতু Flash সফ্টটা একটি সিস সফ্ট তাই যে সব সেটে Flash সফ্টটা চলবে সে সব সেটে সিউর চলবে। তবে আমার দেখা কিছু কিছু জাভা সেট(3110c) আছে যেগুলো কিনা Flash ফাইল সাপোর্ট করে তারা চেক করে দেখতে পারেন!!

বন্ধুর বাসা(সাহেল) থেকে টিউনটি করলাম। ভাল লাগলে জানাবেন প্লিজ।।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার নোকিয়া 2600 ক্লাসিক এ কি চলবে??

Level 0

ফয়সল ভাই ধন্যবাদ। খুব ভাল লাগল। ভাই n70 বা n73 মোবাইলে কিভাবে youtube থেকে video নামানো যায় দয়া করে যদি কিছু জানাতেন তাহলে খুব ভাল হত। জানাবেন কী? অপেক্ষায় থাকলাম।

ভাই জটিল জিনিস দিসেন NOKIA-3230 তে ও চলে।একটা থিম দিলে আর ও বোঝা জায় না এটা নিন http://www.zedge.net/themes/486305/vista-ultimate-2009-theme/

থিমটা আগেই ব্যবহার করেছি। যারা করেননি তারা ব্যবহার করে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

AMI NOKIA 3110c set use kori. ata ki amar mobile a support korbe. atate sudhu jar. file support kore

Level 0

nokia 5233 e ki hobe?

Level 0

akta jines kosto laga gokon kisu janar junno qusition korar par ta reply ans na thela.

ভাই নোকিয়া 2700 CLASSIC এ কি চলবে?