মোবাইলে বাংলা সাইট ব্রাউজ করুন

যেসব মোবাইলে বাংলা সাপোর্ট নাই, সেসব মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। এতদিন আমরা এটাই জেনেছি। কিন্তু এখন কোন চিন্তা নাই, বাংলা সাপোর্ট না থাকা সত্ত্বেও এখন মোবাইলে বাংলা সাইট দেখা যাবে। শুধু মোবাইলে জাভা সাপোর্টেড এপ্লিকেশন চালানো গেলেই এখন আপনি বাংলা দেখতে পারবেন। আমি অপেরা মিনি'র কথা বলছি।

আপনার মোবাইলে যদি জাভা সাপোর্ট থাকে, তাহলে প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন। মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ। আর যদি পিসি থেকে ডাউনলোড করেন তাহলে http://operamini.com এ যান। ডাউনলোড করে নিন অপেরামিনির সর্বশেষ ভার্সন ৪.২। তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config । তাহলে এখন কিছু অপশন আসবে। এর ৩ নম্বর যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts) এখানে yes করে দিন। ব্যস এবার দেখুন, মোবাইলে বাংলা সাইট গুলা আসে কি না 😀

Level New

আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ কাজের একটি টিপস।

দারুন জিনিস। Thanks a lot

এত দিন মোবাইলে এইরকম একটা ব্যবস্থার অভাব খুবই বোধ করতাম। ধন্যবাদ তারেক ভাই।

Level New

তারেক ভাই কে কিভাবে thanks দিব , বুঝতে পারছিনা

Level 0

vai opera 4.2 version chara ata ki kaj korbe na ????? karon amar ta 2.2

Level New

আমি তো অপেরা মোড ব্যবহার করি তাই এই সুবিধা পাবোনা।

প্রত্যেক লাইনের জন্যে কি টাকা কাটবেনা?

ধন্যবাদ

Level New

josh

Level 3

ভাই এভাবে বাংলা দেখা যায়। তবে এতে বেশ সমস্যাও আছে। নকিয়ার ৪০ সিরিজের সেটে ইউনিকোড এ বাংলা থাকায় তার প্রযোজন পড়ে না। তবে সিম্বিয়ান সেটে ইউনিকোডএ বাংলা না থাকায় এ সিস্টেমে বাংলা দেখা যেতে পারে। আমি আমার নকিয়া ৫২৩৩ সেটে আপনার মত করে বাংলা দেখি। তবে সিম্বিয়ান সেটে কিভাবে বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করা যায় সে বিষযে টিউন করলে ভাল হয়।

mobile a bangla likar kono soft jodi thake…..

Shalaheen ভাই আমি আপনার সাথে একমত । সিম্বিয়ান সেটে কিভাবে বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করা যায় সে বিষযে টিউন করলে ভাল হয়।