যেসব মোবাইলে বাংলা সাপোর্ট নাই, সেসব মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। এতদিন আমরা এটাই জেনেছি। কিন্তু এখন কোন চিন্তা নাই, বাংলা সাপোর্ট না থাকা সত্ত্বেও এখন মোবাইলে বাংলা সাইট দেখা যাবে। শুধু মোবাইলে জাভা সাপোর্টেড এপ্লিকেশন চালানো গেলেই এখন আপনি বাংলা দেখতে পারবেন। আমি অপেরা মিনি'র কথা বলছি।
আপনার মোবাইলে যদি জাভা সাপোর্ট থাকে, তাহলে প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন। মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ। আর যদি পিসি থেকে ডাউনলোড করেন তাহলে http://operamini.com এ যান। ডাউনলোড করে নিন অপেরামিনির সর্বশেষ ভার্সন ৪.২। তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config । তাহলে এখন কিছু অপশন আসবে। এর ৩ নম্বর যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts) এখানে yes করে দিন। ব্যস এবার দেখুন, মোবাইলে বাংলা সাইট গুলা আসে কি না 😀
আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশ কাজের একটি টিপস।