বাজারে এখন গুগলের স্মার্টফোন পিক্সেল

বাজারে এলো গুগলের বহুল প্রত্যাশিত স্মার্টফোন Google Pixel। অ্যাপলকে ঠেকাতেই গুগলের এই উদ্যোগ।এই স্মার্টফোনটি সম্পূর্ণ গুগলের নিজের ব্যবস্থাপনায় তৈরি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে পিক্সেল ও পিক্সেল এক্সএল নামের দুটি ফোনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

৫’’ ডিসপ্লে যুক্ত মোবাইল ফোনটির নাম Google Pixel, ৫.৫’’ ডিসপ্লে যুক্ত ফোনটির নাম Google Pixel XL। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে ৩২ জিবি মডেলের গুগল পিক্সেলের দাম হবে ৬৪৯ মার্কিন ডলার আর ১২৮ জিবি মডেলের দাম হবে ৭৪৯ মার্কিন ডলার। ৩২ জিবির পিক্সেল এক্সএলের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার ও ১২৮ জিবি মডেলের দাম হবে ৮৬৯ মার্কিন ডলার।গুগল কর্তৃপক্ষের ভাষ্য, পিক্সেল ও পিক্সেল এক্সএল গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্ট-ইন সুবিধার প্রথম ফোন।দুটি মডেলেই কর্নিং গরিলা গ্লাস ৪ সুরক্ষা রয়েছে।

গুগল পিক্সেল এর মুল আকর্ষণ এর ডিজাইন।গুগলের এ যাবত কালের সকল ডিভাইসের চেয়ে নজরকাড়া ডিজাইন রয়েছে এই হ্যান্ডসেটটিতে।সম্পূর্ণ মেটালে তৈরি ডিভাইসটির আউটলুক গর্জিয়াস।

দুটি মডেলে অ্যালুমিনিয়ামের কাঠামো ও পেছনে গ্লাস যুক্ত করা হয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর যুক্ত স্মার্টফোনে চার জিবি র্যা ম আছে এতে। স্মার্টফোনটির পেছনে সনির আইএমএক্স সেন্সরযুক্ত ১২ দশমিক ৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমচালিত ফোনে ইউএসবি টাইপ সি ও ৩ দশমিক ৫ মিমি অডিও জ্যাক থাকবে। যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে স্মার্টফোন ছাড়াও ডেড্রিম ভিআর হেডসেট, ক্রোমক্রাস্ট আলট্রা, গুগল ওয়াই-ফাইয়ের ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।

গুগল পিক্সেল এর বক্স এর সাথে দেয়া হচ্ছে “Google Assistant” preinstalled।Artificial Intelligence প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে ফোনটিতে। স্মার্টফোনটির ক্ষেত্রে কোন দিক দিয়েই কমতি রাখেনি গুগল কর্তৃপক্ষ।এখন দেখা যাক কতটা সাড়া জাগাতে পারে গুগলের এই স্মার্টফোনটি।

তথ্য সংগ্রহ

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস