আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। টিটিতে এটা আমার ৩য় টিউন। আজকে আপনাদের সাথে গ্রামীণফোনের একটি হিডেন অফার নিয়ে আলোচনা করবো। হয়ত এটা অনেকে জানেন, আবার হয়ত অনেকে জানেন না। কারণ পাওয়ার লোড শুধু মাত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ীরাই দিতে পারেন।
পাওয়ার লোডের মাধ্যমে আপনি মাত্র ৯টাকায় ১জিবি থ্রীজি ইন্টারনেট কিনতে পারবেন যতখুশি ততবার। সময় ২৪ ঘন্টা আর মেয়াদ ৭ দিন। আপনারা হয়ত অনেকেই জানেন গ্রামীণফোন কিছু দিন পরপরই bondho sim offer চালু করে।
তবে আজকে আমি যে অফারটি নিয়ে আলোচনা করছি, সেটা সেরকম কিছু না। এটা মূলত পাওয়া যাবে গত ৩ মাসের ভিতরে ইন্টারনেট ব্যবহৃত হয়নি এমন সিমে। তবে কিছু কিছু বন্ধ সিমেও পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে অফারটি কিনবেন।
জিপি পাওয়ার লোডের মাধ্যমে ১ জিবি ইন্টারনেট কিনতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে আপনি অফারটি আওতাভুক্ত আছেন কি না। এটা জানার জন্য আপনাকে প্রথমে একটি ফ্লেক্সিলোড দোকানে যেতে হবে। কারণ একমাত্র ফ্লেক্সিলোড সিম দিয়েই অফার টি চেক করতে হয়। আগেই বলেছি এটি একটি হিডেন অফার। তাই অনেক ফ্লেক্সি ব্যবসায়ী ও এ সম্পর্কে অবগত না থাকতে পারেন। সে জন্য আপনি থাকে চেক করার পুরো প্রসেস টা বলে দিতে পারেন। নিচে চেক করার প্রসেস টা তুলে ধরলাম এবং আবারও বলছি এটা শুধু ফ্লেক্সিলোড সিম দিয়ে চেক করতে হয় যাকে পাওয়ার লোড বলে।
*222*017xxxxxxxx*2#
গত ২/৩ মাসের মধ্যে ইন্টারনেট ইউজ করা হয়নি এমন সিম চেক করেন। পাওয়ার সম্ভাবনা বেশী। বন্ধ সিমেও চেক করে দেখতে পারেন। তবে সব বন্ধ সিমে দেয় না।
যখন আপনি ফেক্সিলোড সিমের মাধ্যমে একবার উপরের কোডটি ডায়াল করবেন তখন আপনার মোবাইলেও একটা এসএমএস যাবে। এই ম্যাসেজে দেখাবে আপনি কোন কোন অফারের আওতাভুক্ত আছেন। ৯ টাকায় ১জিবি অফারটি এক নাম্বার অপশনই দেখাবে যদি থাকে। এবং আপনাকে এই ফ্লেক্সিলোডের মাধ্যমেই অফার টি এক্টিভেট করতে হবে। যতখুশি ততবার এক্টিভ করতে পারবেন। মোট ৯ টাকা কাটবে। (প্রতি বার এক্টিভের মাধ্যমে ফ্লেক্সিলোড ব্যবসায়ীরা কমিশন পাবেন ৪.৭৫টাকা।)
খুব অল্প কথায় বুঝাতে চেয়েছি। জানানি কতটুকু বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোন সময়া হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন। যথাযত উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
সৌজন্যেঃ bondhosimoffer.net
আমি জিরো ডিগ্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই এমবির। মেয়াদ বাড়ানোর কোন উপায় আছে? যেমন ১মাস।