সম্প্রতি চীনের একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তার কর্মীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করেন যে কারও কাছে আইফোন ৭ পাওয়া গেলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।চীনের হেনান প্রদেশের ঔষধ কোম্পানি এটি।
বিবিসি তার এক প্রতিবেদনে জানিয়েছে, নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানি নামে এই প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নোটিশ জারি করে কর্মীদেরকে আইফোনের নতুন মডেলটি কিনতে নিষেধ করে দিয়েছে। তারা বলেছে, আপনি যদি এই আইন ভঙ্গ করেন, তাহলে আপনি অফিসে আসতে পারেন শুধু আপনার অব্যাহতি পত্র জমা দিতে। এই নোটিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশী পণ্য বর্জনের কথাও বলা হয়।
এই নোটিশটি চীনের সব সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে ব্যাপক সাড়া জাগিয়েছে, সব মাধ্যমের ওয়েইবোতে ব্যাপক হারে শেয়ার হচ্ছে।
কোথাও কোথাও ওয়েইবো ব্যবহারকারীরা লিখেছেন, আইফোন ৭ না কেনার বা না ব্যবহার করার সিদ্ধান্ত চীনের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে। কারন অ্যাপলের পন্যসমূহ চীনের ফক্সফোন নামক প্রতিষ্ঠানের একটি কারখানায় তৈরী করা হয়।
ওয়েইবোতে একজন লিখেছেন, এই নোটিশের ফলে ফক্সফোন প্রতিষ্ঠানের শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
বিবিবিদু নামে এক ওয়েইবো ব্যবহারকারী এই নোটিশ সম্পর্কে লিখেছেন, এই ধরনের সিদ্ধান্তের কারনে ফক্সফোন নামক প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক তাদের চাকরি হারাতে পারেন।
আয়াক্স নিউয়িসি নামের এক ওয়েইবো ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন এমন, দেশ প্রেমের নাম করে কিভাবে আপনি এটা করতে পারেন।
অবশ্য এই নোটিশের পক্ষেও অনেকে আছেন।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।