Alcatel Idol 4 স্মার্টফোনটির মুল্য ঘোষণা করা হয়েছে অক্টোবরের ১ তারিখ। স্মার্টফোনটির মুল্য ২২,৯৯৯ টাকা। হাই কনফিগারেশনের ফোনটি চমৎকার ডিজাইনের এবং এর সাথে থাকছে VR এবং JBL এর হেডফোন। ফোনটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
দেশ বাংলাদেশী টাকায় মুল্য
ফ্রান্স ২৬,৮৫৭.০১ +(VR এবং JBL হেডফোন)
জার্মানি ২৬,৮৫৭.০১ +(VR এবং JBL হেডফোন)
পাকিস্তান ২১,৫৭৭.৮৩ (VR এবং JBL হেডফোন ছাড়া)
ফিলিপাইন ১৭,৭১৫.৪৮ (VR এবং JBL হেডফোন ছাড়া)
হংকং ১৪,৮৯২.৯৮ (VR এবং JBL হেডফোন ছাড়া)
মালয়েশিয়া ২১,৮২৫.১৫ (VR এবং JBL হেডফোন ছাড়া)
আরব আমিরাত ১৮,০১৭.৩৯ (VR সহ এবং JBL হেডফোন ছাড়া)
কিছু দেশের মুল্যের তালিকা দেয়া হল। সোর্স জানতে লিঙ্ক গুলিতে ভিজিট করুন।
মোটামুটি সব দেশেই VR এবং JBL হেডফোন ছাড়া বিক্রি হচ্ছে স্মার্টফোনটি।স্মার্টফোনটির সাথে থাকছে VR এবং JBL এর হেডসেট।
ভিআর হেডসেটের উদীয়মান বাজারে অ্যালকাটেলের পদচারণা ছিল না। এই খাতেও এবার প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যালকাটেলের নিজেদের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) অ্যালকাটেল ‘আইডল ৪’ উন্মুক্ত হয় এবং ৩টি ক্যাটাগরিতে ফোনটি পুরস্কার লাভ করে।
৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লের ‘আইডল ৪’ স্মার্টফোন টিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো।
স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ বিটের ১.৫ ও ১.২ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। এই সেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্নাপড্রাগন এমএসএম-৮৯৫২। স্মার্টফোনটিতে রয়েছে, জি-সেন্সর, জাইরোস্কোপ, হল সেন্সর, ইকমপাস।বাংলাদেশে পাওয়া যাচ্ছে ফোনটি ২২,৯৯৯ টাকায়।
তথ্য সংগ্রহ জানতে এখানে ক্লিক করুন
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।