Xiaomi আনুষ্ঠানিক ভাবে দুইটি ফোন অক্টোবর প্রকাশ করবে, Xiaomi কোম্পানিটি আগামী অক্টোবর দুইটি স্মার্টফোন অবমুক্তির অনুষ্ঠান আয়োজন করেছে.
সম্প্রতি আমরা Xiaomi Mi 5s সম্পর্কে নতুন কিছু তথ্য পেয়েছি। Xiaomi Mi 5s থাকবে ৫.১৫ (~71.4% screen-to-body ratio) ইঞ্চির 1080 পিক্সেলের টাচ্ স্ক্রিন, ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা (12 MP, f/2.0, phase detection autofocus, dual-LED (dual tone) flash),৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (4 MP, f/2.0, 1/3" sensor size, 2µm pixel size, 1080p)ও স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট।ফোনটিতে আছে ৩ জিবি রেম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতা অথবা ৪ জিবি রেম ও ১২৮ জিবি সংরক্ষণ ক্ষমতা। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো। প্রসেসর হিসেবে থাকসে কোয়াড কোর Quad-core (2x2.15 GHz Kryo & 2x1.6 GHz Kryo) আর থাকছে বুমসাউন্ড হাই-ফাই সংস্করণ স্টেরিও স্পিকার
এখন আসা যাক Xiaomi Mi 5s Plus থাকবে ৫.৭ (~74.6% screen-to-body ratio) ইঞ্চির 1080 পিক্সেলের টাচ্ স্ক্রিন (1080 x 1920 pixels (~386 ppi pixel density), ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা (12 MP, f/2.0, phase detection autofocus, dual-LED (dual tone) flash),৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (4 MP, f/2.0, 1/3" sensor size, 2µm pixel size, 1080p)ও স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট।ফোনটিতে আছে ৪ জিবি রেম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতা অথবা ৬ জিবি রেম ও ১২৮ জিবি সংরক্ষণ ক্ষমতা। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো। প্রসেসর হিসেবে থাকসে কোয়াড কোর (Quad-core (2x2.35 GHz Kryo & 2x1.6 GHz Kryo)
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনায়
সৌজন্যে : allmedialink
আমি সুমন মাহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।