এখন প্রায় সব মোবাইল ফোন ব্যবহারকারীই তাদের হ্যান্ডসেটটিতে পাসওয়ার্ড ব্যবহার করে ফোনের সিকিউরিটির জন্য। প্যাটার্ন লক, আই লক, ফিঙ্গার প্রিন্ট, পাসওয়ার্ড কত ধরনের ব্যাবস্থা রয়েছে ফোনের নিরাপত্তার জন্য।
এত সব কাজের মধ্যে পাসওয়ার্ড ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু না। অনেকেই ভুলে যান পাসওয়ার্ড। এমন হলে কি করবেন তখন ? আর এই ফোন ব্যবহার করবেন না? এমন কিছু নয়।
১ম স্টেপ,
পাসওয়ার্ড ভুলে গেলে পর পর ৫ বার ভুল পাসওয়ার্ড দিলে একটি অপশন আসবে Forgot Pattern। এই অপশনটি তখন সিলেক্ট করে ওপেন করুন। এরপর সেখানে আপনার Gmail একাউন্ট এ লগ ইন করুন। যদি সঠিকভাবে লগইন করেন আপনাকে নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন দিতে বলা হবে। নতুন প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দিন। অবশ্যই মনে রাখতে পারবেন এমন পাসওয়ার্ড দিন।
২য় স্টেপ,
আপনার ফোনটির সুইচ অফ করে নিন।
এরপর ফোনের ভলিউম বাটন, হোম বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করুন। ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন রকম থাকে বাটন গুলি,আপনার ফোনে কোন গুলি দেখে নিবেন।
এরপর Factory Reset অথবা Wipe Data বাটনটিতে প্রেস করুন। এরপর Yes বাটন এ প্রেস করুন। তবে এই অপশনটিতে আপনার ফোনের সব কন্টাক্ট নাম্বার এবং ফোন ম্যামোরির সব ডিলিট হয়ে যাবে।
এবার আপনার ফোনটি অটোম্যাটিকেলি রিস্টার্ট নিবে।
এখন আপনি নিজের ইচ্ছামত ফোনকে আনলক করতে পারবেন। এখন আপনার ইচ্ছামত ফোনের পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক করুন।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আশা করি এই ( ফোনের ভলিউম বাটন, হোম বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করুন। ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন রকম থাকে বাটন গুলি,আপনার ফোনে কোন গুলি দেখে নিবেন।) তথ্যটুকু কাজে লাগবে সবার।