বাংলাদেশে এলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত Xiaomi Redmi 3S

হ্যালো টিউনারবৃন্দ, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে এলাম নতুন একটি টিউন নিয়ে। শাওমির Redmi 3S মডেলের স্পেসিফিকেশন, মূল্য ও অন্যান্য তথ্য নিয়েই আমার আজকের টিউন।

চীনের খ্যাতনামা মোবাইল কোম্পানী শাওমি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই! স্বল্পসময়ে তারা বিশ্বব্যাপী যে ক্রেজ তৈরী করেছে তা সত্যিই অনন্য! আপনারা হয়তো অনেকেই ইতোমধ্যেই জেনে গেছেন, দেশে শাওমি ফোনের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে অবশেষে সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের (SEBL) মাধ্যমে অফিসিয়ালি বিক্রয় শুরু করেছে চীনের খ্যাতনামা মোবাইল কোম্পানী শাওমি। ঈদ উপলক্ষ্যে তারা Xiaomi Redmi 3S মডেলের নতুন একটি ফোন বাজারে এনেছে, যার দাম মাত্র ১২,৪৯০ টাকা

যেসব ক্রেতা সাশ্রয়ী বাজেটে ভালো কনফিগারেশনের ফোন কিনতে চান তাদের জন্যই Xiaomi Redmi 3S; ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাওয়ারফুল প্রসেসর, চমৎকার ক্যামেরা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি - কী নেই শাওমির এই ফোনে ! আর দামটাও আপনার হাতের নাগালেই!

চলুন একনজরে এই ফোনের কনফিগারেশন দেখে নিই-

  • ৫ ইঞ্চি ডিসপ্লে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট
  • ১.৪ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
  • অ্যাড্রেনো ৫০৫ জিপিউ
  • ২ গিগাবাইট র‍্যাম
  • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড সাপোর্ট
  • ৪১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
  • ফোরজি সাপোর্ট
  • ডুয়েল সিম, যার একটি স্লটে মাইক্রো সিম আর অন্যটিতে ন্যানো সিম/মাইক্রো-এসডি কার্ড সাপোর্টেড

অনুমোদিত দোকান থেকে মাত্র ১২,৪৯০ টাকা দিয়ে Xiaomi Redmi 3S কিনলে পাচ্ছেন ১ বছরের অফিসিয়াল ওয়ার‍্যান্টি।

বাংলাদেশে শাওমি অনুমোদিত বিক্রয়কেন্দ্রসমূহের তালিকা

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস