সনি এরিকসন ব্র্যান্ড আমার খুব পছন্দের। একটি কারন হচ্ছে ক্যামেরা।আর আরেকটি হেডফোনের সাউন্ড কোয়ালিটি।অসাধারন।
নিয়মিত সফটওয়্যার আপডেট করে সেটটির পারফর্ম্যান্স আরো বাড়াতে পারেন। তাই আজকে আলোচনা করবো কিভাবে এই কাজটি করা যায়।
- ১. প্রথমের আপনার সেটটি ফুলচার্জ করে নিন। চার্জ করার ফাকে নিচের কাজগুলা করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ কিছু থাকলে ব্যাকআপ নিয়ে নিন। সনি এরিকসনের মতে, আপডেটের সময় ফোন মেমরীর সবকিছু গায়েব হয়ে যাবে। কিন্তু আমি দুইবার আপডেট করেছি, কিছু নষ্টই হয় নি। তারপরও কন্টাক্ট, নোট ইত্যাদি ব্যাকআপ নিয়ে নিন। এ জন্য pc suite ডাউনলোড করে Sync করে নিতে পারেন। এগুলা অনেক সোজা, সবাই পারবেন। pc suite এখানে পাবেন।
- ২. এই লিংকে যেয়ে pick your phone here থেকে আপনার সেটটি সিলেক্ট করে নিন। সেট না পেলে Other Phone সিলেক্ট করুন। এবারো না পেলে আবারো other phone সিলেক্ট করুন। এবার Download here এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
- ৩. এবার ইন্সটল করে রান করলে কিছু আপডেট করবে। আপডেট শেষ হতে দিন।
- ৪. এবার ইউএসবি কেবলের একমাথা পিসিতে লাগান এবং মোবাইলের মাথা ফাকা রাখুন।
- ৫. এবার আপডেট সার্ভিস মানে সফটওয়্যারটি চালু করুন। এগ্রিমেন্টে টিক দিয়ে নেক্সট দিন।
- ৬. এবার আপনার মোবাইলটি সিলেক্ট করুন। আবার নেক্সট
- ৭. এবার মোবাইলটি অফ করে ব্যাটারী খুলে আবার লাগান কিন্তু মোবাইল অন করবেন না।
- ৮. এবার C চেপে ধরে থাকুন এবং এই অবস্থায় ইউসবি লাগান। C ছাড়বেন না। স্ক্রীনে এনিমেশন দেখাবে। মিনিট খানেক পর C ছাড়তে বললে ছেড়ে দিন। তারপর সফটওয়্যার আপডেট করা লাগবে কি না বলবে। লাগলে install এ ক্লিক দিন। তাছাড়া আপডেট না থাকলেও নতুন করে ইন্সটল করতে পারেন যদি সফটওয়্যারে কোন সমস্যা থাকে।
ব্যাস হয়ে গেল।
???
link KOI???