কেন বিস্ফোরণ ঘটে লিথিয়াম আয়ন ব্যাটারীর

স্মার্টফোনে বিভিন্ন ধরনের ফিচার যোগ করে স্মার্টফোনকে উন্নত করা হলেও ব্যাটারীর সমস্যাটা থেকেই যায়।এখনো ব্যাটারীর সমস্যা পুরোপুরি সমাধান করা যায়নি।চার্জ না থাকা, চার্জ না হওয়া, ব্যাটারী গরম হয়ে যাওয়া, ব্যাটারী ফুলে যাওয়া এসব সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক স্মার্টফোন ব্যবহারকারী।তবে সব সমস্যার সাথে যোগ হয়েছে ব্যাটারী বিস্ফোরণ।
মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বিভিন্ন নামকরা ব্র্যান্ড এর ব্যাটারী বিস্ফোরিত হচ্ছে।
স্মার্টফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি খুব দ্রুত চার্জ হতে থাকে। আর অতি ক্ষুদ্র উৎপাদন ত্রুটিতেও শর্ট সার্কিট হতে পারে। যেখান থেকে আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ঘটে। ভবিষ্যতে নিরাপদ ব্যাটারি প্রযুক্তির দিকে মনোযোগ দেয়া উচিত। এবং স্মার্টফোন শিল্পে লিথিয়ামের পরিবর্তে অন্যকিছু ভাবা উচিত, এমনটাই বলেছেন এনার্জি এক্সপার্ট প্রফেসর ক্লেয়ার গ্রে।
battery
লিথিয়াম আয়ন ব্যাটারিতে আছে ক্যাথোড, অ্যানোড এবং লিথিয়াম। আর ইলেক্ট্রোলাইট নামক অর্গানিক লিকুইড দিয়ে এই ক্যাথোড এবং অ্যানোড আলাদা করা থাকে। আর এই সেপারেটর দিয়ে লিথিয়াম চলাচল করে। এক্ষেত্রে যদি ব্যাটারি দ্রুত চার্জ হয় তাহলে ব্যাটারিতে তাপ জেনারেট হয় আর এ থেকে শর্টসার্কিট হতে পারে। এছাড়া আরও একটি কারণে হতে পারে। উৎপাদনের সময় একেবারেই ক্ষুদ্র কোন ধাতুর টুকরার কারণে অথবা সিল করার সময় ছোট কোন গর্ত থেকে যাওয়া থেকে হতে পারে বিস্ফোরণ। তবে এক্ষেত্রে শুরুতেই বিস্ফোরিত হয়না। বেশ কয়েকবার চার্জ করার পর উপাদানের সংকোচন প্রসারনের পর এমনটা ঘটে থাকে।
তবে রিপেয়ার এবং সাপোর্ট প্রোভাইডার গিক স্কোয়াড এর মতে, ব্যাটারি সমস্যার কিছু উপসর্গ দেখে অনেক সময় বোঝা যায়। কিছু সময় ব্যাটারি পুরোপুরি ফেইল করার আগে ব্যাটারিটি আয়তনে বেড়ে যায়। আর এটি হয় যখন ব্যাটারির অভ্যন্তরীণ কোষ বিচ্ছিন্ন হয়ে যায় বা ভেঙ্গে পড়ে। গিক স্কোয়াড ওয়েবসাইট অনুযায়ী, যেকোনো ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আগে কোন না কোন উপসর্গ অবশ্যই দেখায়।

তথ্য সংগ্রহ জানতে লিঙ্কে ভিজিট করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস