গুরুত্বপূর্ণ কিছু সিকিউরিটি কোড স্মার্টফোনের জন্য

মানুষ তার চাহিদা মেটাতে বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে মোবাইল ফোনের উপর বিশেষ নজর দিচ্ছে।বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তার মধ্যে মোবাইল ফোনের কথা এখন আর কারও অজানা নয়। বেশ জনপ্রিয় এখন মোবাইল ফোন।

স্মার্টফোন ব্যবহারকারীরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আর এই সমস্যার জন্য কিছু সিকিউরিটি কোড জেনে রাখা জরুরী।

সিকিউরিটি কোড

যেকোনো সময় কাজে লাগতে পারে এমন কোডগুলি হাতের কাছে রাখা ভাল। স্মার্টফোনের এমনই কিছু জরুরী সিকিউরিটি কোড জেনে রাখুন, যা যেকোনো সময় কাজে লাগতে পারে। তাই বুকমার্ক করে রাখুন কোডগুলো।

কোডগুলো নীচে দেয়া হল-

১.রিসেট ফোন- *2767*3855#

২.IMEI জানতে- *#06#

৩.লক স্ট্যাটাস- *#7465625#

৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*

৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*

৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*

৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#0842#*#*

৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্- *#12580*369#

৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090#

১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900#

১১.ক্যামেরার তথ্য জানতে- *#*#34971539#*#*

১২.ফ্যাক্টরী হার্ড রিসেট- *#*#7780#*#*

১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564#

১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#*

১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস- *#*#232338#*#*

১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো- *#*#232337#*#*

১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#*

১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#*

১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#*

২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*

এই সিকিউরিটি কোড গুলি আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য করবে আশা করছি। এখন আপনি খুব সহজেই ফোন রিসেট করতে পারবেন। এছাড়াও ব্যাটারি ও ফোনের তথ্য, ফোন লক, প্যাকেট লুক টেস্ট, ডিসপ্লে টেস্ট, টাচস্কিন ভার্সন, ব্লুটুথ ডিভাইস ইনফরমেশন, অয়াইফাই ম্যাক অ্যাড্রেস, জিপিএস টেস্ট, ডাটা ক্যাবল কন্ট্রোল, হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস সহ অনেক কিছু জানতে পারবেন।
তথ্য সংগ্রহ জানতে ভিজিট করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস